Coronavirus India : করোনা রুখতে আন্তর্জাতিক উড়ানে পরীক্ষায় জোর উত্তরপ্রদেশে, মাস্ক ফিরল কেরালা-হরিয়ানায়

Last Updated:

দিল্লি সরকারের তরফে সমস্ত হাসপাতাল, পলিক্লিনিক এবং ডিসপেনসারিতে কোভিড পরীক্ষার সংখ্যা অনেকটাই বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

করোনাভাইরাস নিয়ে বাড়ছে সতর্কতা
করোনাভাইরাস নিয়ে বাড়ছে সতর্কতা
নয়াদিল্লি:  ফের বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায়  আক্রান্ত হয়েছেন ৬ হাজার ১৫৫ জন। অ্যাকটিভ রোগীর সংখ্যাও বেডে় হয়েছে ৩১ হাজারেরও বেশি। এই পরিলস্থিতিতে বিভিন্ন রাজ্য তাঁদের স্বাস্থ্য দফতরের মাধ্যমে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
উত্তরপ্রদেশে বিদেশ থেকে আসা বিমানযাত্রীদের জন্য করোনা পরীক্ষা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত ঘোষণা করেছে। এই বিষয়ে রাজ্যের সমস্ত বিমানবন্দরগুলিতে জরুরি ভিত্তিতে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। এর আগেও বেশ কয়েকবার স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করেছিলেন বিদেশ থেকে আসা বিমানয়াত্রীদের জন্য করোনা পরীক্ষা বাধ্যতামূলক করা হোক। এবার সেই সুপারিশ মাফিক ব্যবস্থা নিল উত্তরপ্রদেশ প্রশাসন।
advertisement
পাশাপাশি যোগী রাজ্যে স্বাস্থ্য দফতরের তরফে আরও নির্দেশ দেওয়া হয়েছে কোথাও করোনা পরিটিভ রিপোর্ট পাওয়া গেলে সঙ্গে সঙ্গে তা যেন জিনোম পরীক্ষার জন্য পাঠানো হয়। করোনা পরিস্থিতিতে যে ধরণের বিশেষ টিম গঠন করা হয়েছিল তা অবিলম্বে সক্রিয় করারও নির্দেশ দেওয়া হয়েছে। কোনও বড় জমায়েতে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করার নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন: পয়লা বৈশাখের আগেই চরম গরম রাজ্যে, কলকাতায় তাপপ্রবাহের সতর্কতা! আবহাওয়ার আপডেটে চামড়ায় 'জ্বালাতঙ্ক'
একইরকমভাবে বাম শাসিত রাজ্য কেরালাতেও বয়স্ক ও গর্ভবতীদের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। কেন্দ্রের নির্দেশ মাফিক সরকারি হাসপাতালগুলিতে পরিস্থিতি মোকাবিলায় তৈরি থাকতে মক ড্রিল-এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেসরকারি হাসপাতালগুলিকে নিয়ে আলাদা বৈঠকে
আবার হরিয়ানা সরকারের তরফেও জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে যে কোনও প্রকাশ্য স্থানে মাস্ক পরা বাধ্যতামূলক। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর সভাপতিত্বে উচ্চ পর্যায়ের বৈঠকের পরে জারি হয়েছে ওই নির্দেশিকা।
advertisement
পাশাপাশি দিল্লি সরকারের তরফে সমস্ত হাসপাতাল, পলিক্লিনিক এবং ডিসপেনসারিতে কোভিড পরীক্ষার সংখ্যা অনেকটাই বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর সে জন্য রাজ্য সরকারের নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে জ্বর ফ্লু বা ওই ধরণের কোনও উপসর্গ নিয়ে আসা রোগীদের জন্য করোনা পরীক্ষা বাধ্যতামূলক।
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Coronavirus India : করোনা রুখতে আন্তর্জাতিক উড়ানে পরীক্ষায় জোর উত্তরপ্রদেশে, মাস্ক ফিরল কেরালা-হরিয়ানায়
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement