Ankylosing Spondylitis: ওয়ার্ক ফ্রম হোমের থাবা, ভারতের তরুণ প্রজন্মের নতুন সমস্যা ‘অ্যাঙ্কিলুজিং স্পন্ডিলাইটিস’!

Last Updated:

Alarming rise in Ankylosing Spondylitis amongst young Indians: ঘণ্টার পর ঘণ্টা একভাবে ল্যাপটপ ও কম্পিউটারের সামনে বসে কাজ করার ফলে দেখা দিচ্ছে এই রোগ।

Ankylosing Spondylitis
Ankylosing Spondylitis
#কলকাতা: বর্তমানে সমাজের সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে, এমনিতেই শরীরের ওপর বিশেষ নজর দেওয়া হয় না। নানা ধরনের রোগ নিজেদের অজান্তেই বাসা বাঁধতে শুরু করে শরীরে। ভারতের তরুণ প্রজন্মের কাছে তেমনই এক নতুন সমস্যা স্পন্ডিলাইটিস। নিজেদের অজান্তেই তারা শিকার হচ্ছে এই জটিল রোগের এক বিশেষ ধরন অ্যাঙ্কিলুজিং স্পন্ডিলাইটিসের (Ankylosing Spondylitis)। করোনা মহামারীর জন্য ওয়ার্ক ফর হোম এর একটি বিশেষ কারণ। ঘণ্টার পর ঘণ্টা একভাবে ল্যাপটপ ও কম্পিউটারের সামনে বসে কাজ করার ফলে দেখা দিচ্ছে এই রোগ।
বর্তমানে ভারতে প্রায় ১.৬৫ মিলিয়ন এই অ্যাঙ্কিলুজিং স্পন্ডিলাইটিস (AS) রোগের শিকার। প্রতি বছর ২.৯৫ শতাংশ হারে এটি বেড়ে চলেছে, এর ফলে ২০২৮ সালের মধ্যেই প্রায় ২ মিলিয়ন ভারতীয় এই রোগের শিকার হবে। এর মধ্যে শুধুমাত্র কলকাতাতেই এর সংখ্যা হবে প্রায় ২ থেকে ৩ লাখ।
advertisement
advertisement
২০ থেকে ৩০ বছর বয়সীদের মধ্যেই সবথেকে বেশি এই রোগ দেখা যায়। মহিলাদের থেকে প্রায় ২ থেকে ৩ গুণ বেশি পুরুষদের মধ্যে এই রোগ দেখা যায়। এই রোগের শুরুতে শুধুমাত্র ব্যাক পেইন হয়, যা অনেকেই হালকা ভাবে নেয় এবং প্রয়োজনীয় চিকিৎসা করে না। এই অবহেলার ফলে তাদের স্পাইনের পজিশন বদলে গিয়ে তা মারাত্মক ক্ষতির সৃষ্টি করে। এক নজরে দেখে নেওয়া যাক এই রোগের কয়েকটি লক্ষণ-
advertisement
অ্যাঙ্কিলুজিং স্পন্ডিলাইটিস রোগের লক্ষণ
- প্রতি দিন সকালে প্রায় ৪৫ মিনিট ধরে শরীরের লোয়ার ব্যাকে পেইন ও স্টিফনেসের সমস্যা হবে।
- চিকিৎসা করেও, প্রায় ৯০ দিন ধরে শরীরের ব্যাকে পেইন ও স্টিফনেসের সমস্যা হবে।
- আচমকাই শরীরের ব্যাক এবং জয়েন্টে পেইন-এর সমস্যা হবে।
advertisement
কলকাতার অ্যাপোলো গ্লেনেগলস হসপিটালের (Apollo Gleneagles Hospital) রিউমেটালজিস্ট (Rheumatologist) ডাক্তার শ্যামাশিস বন্দ্যোপাধ্যায় (Dr. Syamasis Bandyopadhyay) জানিয়েছেন, ‘‘প্রতি মাসে আমাদের হাসপাতালে প্রায় ২৫০টি অ্যাঙ্কিলুজিং স্পন্ডিলাইটিসের কেস আসে। কলকাতাতেই এর সংখ্যা প্রায় ২ থেকে ৩ লাখ হলেও এখনও অনেকে এটাকে শুধুমাত্র ব্যাক পেইন বলে অবহেলা করে। প্রথমেই এর চিকিৎসা না করে অনেক দেরি করে তা শুরু করে সৃষ্টি করে জটিলতা। কিন্তু সময় মতো এই রোগের চিকিৎসা করলে সহজেই এর থেকে মুক্তি পাওয়া যায়"।
advertisement
অ্যাঙ্কিলুজিং স্পন্ডিলাইটিসের ফলে শরীরের স্পাইন এবং তার জয়েন্ট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। অনেক দিন ধরে এই রোগ থাকলে স্পাইন ফ্র্যাকচার হতে পারে। এর ফলে শরীরের বিভিন্ন নার্ভ ড্যামেজ হয়ে কমিয়ে দিতে পারে ফ্লেক্সিবিলিটি। তাই সময় নষ্ট না করে অবলম্বে এই রোগের চিকিৎসা করা দরকার।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Ankylosing Spondylitis: ওয়ার্ক ফ্রম হোমের থাবা, ভারতের তরুণ প্রজন্মের নতুন সমস্যা ‘অ্যাঙ্কিলুজিং স্পন্ডিলাইটিস’!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement