কলকাতায় এবার ভারতের বৃহত্তম ট্রানজিশন কেয়ার পরিষেবা; স্ট্রোক, মাথার আঘাত এবং শিরদাঁড়ায় আঘাত পাওয়া রোগীদের জন্য আশার আলো

Last Updated:

দীর্ঘকালীন এই পরিষেবা কিন্তু অন্যান্য হাসপাতালের এইচডিইউ কিংবা আইসিইউ-এর তুলনায় বেশ সাশ্রয়ী। সেই সঙ্গে মিলবে দক্ষ নার্সিং সুবিধাও।

কলকাতায় এবার ভারতের বৃহত্তম ট্রানজিশন কেয়ার পরিষেবা; স্ট্রোক, মাথার আঘাত এবং শিরদাঁড়ায় আঘাত পাওয়া রোগীদের জন্য আশার আলো
কলকাতায় এবার ভারতের বৃহত্তম ট্রানজিশন কেয়ার পরিষেবা; স্ট্রোক, মাথার আঘাত এবং শিরদাঁড়ায় আঘাত পাওয়া রোগীদের জন্য আশার আলো
কলকাতা: হেলথ-টেক সংস্থা এইচসিএএইচ এবার কলকাতায়। সম্প্রতি শহরের সম্মিলনী পার্কে নিজেদের প্রথম ট্রানজিশনাল কেয়ার সেন্টার (টিসিসি) লঞ্চ করল তারা। দেশের মধ্যে এটাই ষষ্ঠ টিসিসি। স্ট্রোক, মাথার আঘাত এবং শিরদাঁড়ায় আঘাত পাওয়া রোগীরা যাতে সম্পূর্ণ রূপে আরোগ্য লাভ করতে পারেন, তার জন্য পরিষেবা প্রদান করবে ওই কেন্দ্র। দীর্ঘকালীন এই পরিষেবা কিন্তু অন্যান্য হাসপাতালের এইচডিইউ কিংবা আইসিইউ-এর তুলনায় বেশ সাশ্রয়ী। সেই সঙ্গে মিলবে দক্ষ নার্সিং সুবিধাও। অর্থাৎ হাসপাতালের বাইরে রোগীদের দুর্দান্ত পরিষেবা প্রদানের ক্ষেত্রে প্রথম সারিতেই রয়েছে এইচসিএএইচ।
কলকাতায় যে নতুন টিসিসি খোলা হচ্ছে, সেখানে থাকবে ৪৪টি বেড। সেই সঙ্গে সারা দিনে প্রতি মুহূর্তে দক্ষ ডাক্তাররা রোগীদের সেবায় নিয়োজিত থাকবেন। যেসব রোগী স্ট্রোক, স্পাইন ইঞ্জুরি, ট্রমা, পার্কিনসন্স, অ্যালঝাইমার্স-সহ নানা রোগ থেকে সেরে উঠছেন, তাঁরা রিহ্যাবিলিটেশনের সুবিধা পাবেন। শুধু তা-ই নয়, এমনকী যাঁদের অপারেশন পরবর্তী কেয়ারের প্রয়োজন রয়েছে, তাঁরাও এখানে পরিষেবা পাবেন। এর জন্য তৈরি করা হয়েছে নিরাপদ এবং সংক্রমণ-মুক্তি একটা পরিবেশ। থাকছে দক্ষ স্টাফ এবং উন্নত মানের যন্ত্রপাতি।
advertisement
advertisement
এছাড়া অন্যান্য এইচসিএএইচ-এর মতো উন্নত প্রযুক্তি, দক্ষ নার্স, ফিজিওথেরাপিস্ট, অক্যুপেশনাল, রেসপিরেটরি ও স্পিচ স্যালো থেরাপিস্ট, ডায়েটিশিয়ান ও ক্লিনিক্যাল সাইকোলজিস্টদের মতো দক্ষ রিহ্যাব প্রফেশনাল। যাতে রোগীরা দ্রুত সেরে উঠে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে পারেন, সেদিকটা নজর রাখা হবে এখানে। এই নয়া কেন্দ্রটি হওয়ার ফলে পূর্ব এবং উত্তর-পূর্ব ভারতের মানুষদের ব্যাপক সুবিধা হবে।
advertisement
এই প্রসঙ্গে এইচসিএএইচ-এর সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও বিবেক শ্রীবাস্তব বলেন, “ট্রানজিশনাল কেয়ার পরিষেবা প্রদানের মাধ্যমে রোগীদের জীবনের মান আরও উন্নত করতে আমরা অঙ্গীকারবদ্ধ। আমাদের এই কেন্দ্রের মাধ্যমে আমরা রিহ্যাবিলিটেশন প্রয়োজনীয়তার কথা তুলে ধরছি। সাশ্রয়ী মূল্যে সহজে যাতে রোগীরা ভাল মানের স্বাস্থ্যপরিষেবা পান, সেদিকটাও দেখা হবে এই কেন্দ্রে।”
advertisement
এইচসিএএইচ-এর সিওও ডা. গৌরব ঠুকরাল আবার জানান, রোগীরা যাতে পুরোপুরি সেরে উঠতে পারেন এবং আগের মতো ফের স্বাভাবিক জীবনে ফিরতে পারেন, তার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এইচসিএএইচ।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
কলকাতায় এবার ভারতের বৃহত্তম ট্রানজিশন কেয়ার পরিষেবা; স্ট্রোক, মাথার আঘাত এবং শিরদাঁড়ায় আঘাত পাওয়া রোগীদের জন্য আশার আলো
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement