ওজন কমাতে চান ? তাহলে ডায়েট প্ল্যানে অবশ্যই রাখুন ইডলি

Last Updated:
ইডলি ৷ দক্ষিণ ভারতে এই খাবারটি খুবই জনপ্রিয় ৷ ডালে-চালে মেশানো একটি উপাদেয় খাদ্য এই ইডলি ৷ খেতে যেমন সুস্বাদু ৷ তেমনই এই খাবারটি অত্যন্ত পুষ্টিকরও বটে ৷ শুধু তাই-ই নয় ৷ এটি যদি নিয়মিত আপনি ব্রেকফাস্টে খান ৷ তাহলে আপনার ওজনও থাকবে একেবারে নিয়ন্ত্রনে ৷
কলকাতা, নিউ দিল্লি, মুম্বই, চেন্নাই ৷ এই চারটি শহরের বাসিন্দাদের ব্রেকফাস্টের উপর সমীক্ষা চালায় ইন্ডিয়ান ব্রেকফাস্ট হ্যাবিটস স্টাডি ৷ সেই সমীক্ষা করার পরই উঠে এসেছে এই তথ্য ৷ সমীক্ষার পর এও জানা গিয়েছে যে, এই চারটি শহরের মধ্যে চেন্নাই হল বেস্ট ‘নিউট্রিয়েন্ট প্রোফাইল’ শহর ৷ দক্ষিণ ভারতে অবস্থিত এই শহরের কমন ব্রেকফাস্টই হল এই ইডলি ৷ ডালে চালে মিলিয়ে তৈরি করা হয় এই ইডলি ৷ বলা হয়ে থাকে, ইডলিতে ফ্যাট কিংবা কোলেস্টেরলের রেশমাত্র থাকে না ৷
advertisement
advertisement
এক একটি ইডলিতে ৩৯ ক্যালোরি থাকে ৷ যেখানে আমাদের শরীরে কমবেশি প্রতিদিন ২ হাজার ক্যালোরি প্রয়োজন থাকে ৷ অতএব আপনি যদি ডায়েট করেন ৷ তাহলে অবশ্যই ডায়েট চার্টে রাখুন ইডলি ৷ কারণ ইডলিতে যথাযথ পরিমাণে প্রোটিন, ফাইবার এবং কার্বোহাইড্রেটস থাকে ৷ এক পিস ইডলিতে থাকে ২ গ্রাম প্রোটিন, ২ গ্রাম ফাইবার এবং ৮ গ্রাম কার্বোহাইড্রেট থাকে ৷
advertisement
কেউ কেউ আবার ইডলিতে অভিনবত্ব আনার জন্য কালো মশলাও ব্যবহার করেন ৷ যেটিও শরীরের পক্ষে খুবই উপকারি ৷
তবে, ইডলি খাওয়ার জেরেই যে আপনার ওজন কমবে ৷ এই বিষয়টি একেবারেই সরাসরি বলা যায়না ৷ কিন্তু আপনার ডায়েট প্ল্যানে রাখতেই পারেন ইডলি ৷
ঘরে বসেই বানাতে পারেন আপনি হরেক রকমের ইডলি ৷
advertisement
রাভা ইডলি: শরীরের পক্ষে এটি খুবই স্বাস্থ্যকর ৷ কারণ এই ইডলিতে থাকে আয়রন ৷
রাগি ইডলি: ফাইবারে ভরা এই ইডলি ওজন কমানোর জন্য একেবারে আদর্শ ৷
পোড়ি ইডলি: এটি খেতে খুবই টেস্টি ৷ দক্ষিণ ভারতে কোনও স্পেশাল অনুষ্ঠানে এটি তৈরি করা হয়ে থাকে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
ওজন কমাতে চান ? তাহলে ডায়েট প্ল্যানে অবশ্যই রাখুন ইডলি
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement