পার্লার থেকে রেস্তোরাঁ ! গুগলের নয়া এই অ্য়াপের দৌলতে আপনার দরকারি সমস্ত জিনিসই এবার হাতের মুঠোয়

Last Updated:
1/7
আপনার বাড়ির চারপাশে কোথায় কোন দোকান রয়েছে ৷ কোথায় গেলে কোন জিনিসটি আপনি পেতে পারেন ৷ এই বিষয়টি তো একেবারেই আপনার নখদর্পনে ৷ কিন্তু কাজের সূত্রে যখন অন্যত্র শিফট হতে গেলেই ঘটে বিপত্তি ৷ নতুন জায়গায় এসে একেবারে হাবুডুবু খান সকলে ৷ দোকানপাট, বাসস্টপ, রেস্টুরেন্ট, পার্লার কোথায় ? সেই সমস্ত কিছুর খোঁজ নিতে নিতে নাভিশ্বাস ওঠে ৷ তবে, এই সমস্ত কিছুর এবার সহজ সমাধান হবে ডিজিটালি উপায়ে ৷ শুধু আপনার হাতে একটা স্মার্টফোন থাকতে হবে ৷ গুগল থেকে একটি অ্যাপ ডাউনলোড করলেই কেল্লাফতে ৷ ‘Neighbourly’ অ্যাপেই মিলবে আপনার সমস্ত প্রশ্নের উত্তর ৷
আপনার বাড়ির চারপাশে কোথায় কোন দোকান রয়েছে ৷ কোথায় গেলে কোন জিনিসটি আপনি পেতে পারেন ৷ এই বিষয়টি তো একেবারেই আপনার নখদর্পনে ৷ কিন্তু কাজের সূত্রে যখন অন্যত্র শিফট হতে গেলেই ঘটে বিপত্তি ৷ নতুন জায়গায় এসে একেবারে হাবুডুবু খান সকলে ৷ দোকানপাট, বাসস্টপ, রেস্টুরেন্ট, পার্লার কোথায় ? সেই সমস্ত কিছুর খোঁজ নিতে নিতে নাভিশ্বাস ওঠে ৷ তবে, এই সমস্ত কিছুর এবার সহজ সমাধান হবে ডিজিটালি উপায়ে ৷ শুধু আপনার হাতে একটা স্মার্টফোন থাকতে হবে ৷ গুগল থেকে একটি অ্যাপ ডাউনলোড করলেই কেল্লাফতে ৷ ‘Neighbourly’ অ্যাপেই মিলবে আপনার সমস্ত প্রশ্নের উত্তর ৷
advertisement
2/7
গুগলের তরফে জানানো হয়েছে, ‘Neighbourly’ অ্যাপের মাধ্যমে আপনি ডিজিটালি আপনার প্রতিবেশীর সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন ৷ রয়েছে প্রশ্নোত্তর সেকশনও ৷ সেই প্রশ্নোত্তর মারফত সহজেই মিলবে উত্তর ৷
গুগলের তরফে জানানো হয়েছে, ‘Neighbourly’ অ্যাপের মাধ্যমে আপনি ডিজিটালি আপনার প্রতিবেশীর সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন ৷ রয়েছে প্রশ্নোত্তর সেকশনও ৷ সেই প্রশ্নোত্তর মারফত সহজেই মিলবে উত্তর ৷
advertisement
3/7
 এই অ্যাপ নির্মানকারী কর্মী ফৌহর জানিয়েছেন, আপাতত এই অ্যাপটিকে পরীক্ষামূলক ভাবে সূচনা করা হয়েছে ৷ মুম্বই এবং জয়পুরের বাসিন্দারা এই অ্যাপটি ব্যবহার করতে পারছেন ৷ যদি ওই দুই শহরে এই অ্যাপটির পরীক্ষা সফল হয় ৷ তবেই অন্যান্য শহরে এই অ্যাপটির সূচনা করা হবে ৷
এই অ্যাপ নির্মানকারী কর্মী ফৌহর জানিয়েছেন, আপাতত এই অ্যাপটিকে পরীক্ষামূলক ভাবে সূচনা করা হয়েছে ৷ মুম্বই এবং জয়পুরের বাসিন্দারা এই অ্যাপটি ব্যবহার করতে পারছেন ৷ যদি ওই দুই শহরে এই অ্যাপটির পরীক্ষা সফল হয় ৷ তবেই অন্যান্য শহরে এই অ্যাপটির সূচনা করা হবে ৷
advertisement
4/7
তবে, এই অ্যাপটি নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠছে ৷ অ্যাপটি যেহেতু আপনার বাড়ির আশেপাশের সমস্ত খবর দিতে সক্ষম ৷ সেক্ষেত্রে কি এই অ্যাপটিতে ব্যাবহারকারীর ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার সম্ভাবনা রয়েছে ? এটি নিয়েই মূলত প্রশ্ন উঠছে ৷ গুগলের তরফ থেকে জানানো হয়েছে, এই অ্যাপটিতে নিজের ছবি শেয়ার করার কোনও প্রয়োজন পড়ে না ৷ এমনকী, আপনার কনটাক্ট নম্বরেরও কোনও প্রয়োজন নেই ৷ শুধুমাত্র আপনার নাম দিয়েই আপনি নিজের মোবাইলে এই অ্যাপটি ইনস্টল করতে পারবেন ৷
তবে, এই অ্যাপটি নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠছে ৷ অ্যাপটি যেহেতু আপনার বাড়ির আশেপাশের সমস্ত খবর দিতে সক্ষম ৷ সেক্ষেত্রে কি এই অ্যাপটিতে ব্যাবহারকারীর ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার সম্ভাবনা রয়েছে ? এটি নিয়েই মূলত প্রশ্ন উঠছে ৷ গুগলের তরফ থেকে জানানো হয়েছে, এই অ্যাপটিতে নিজের ছবি শেয়ার করার কোনও প্রয়োজন পড়ে না ৷ এমনকী, আপনার কনটাক্ট নম্বরেরও কোনও প্রয়োজন নেই ৷ শুধুমাত্র আপনার নাম দিয়েই আপনি নিজের মোবাইলে এই অ্যাপটি ইনস্টল করতে পারবেন ৷
advertisement
5/7
এবার জেনে নেওয়া যাক, কীভাবে কাজ হয় এই অ্যাপটির মারফত ৷ আপনি যখন কোনও একটি এলাকায় গিয়ে ‘Neighbourly’ অ্যাপে আপনার প্রশ্ন রাখছেন ৷ ঠিক তখনই আশেপাশের স্থানীয় বাসিন্দাদের কাছে সেই প্রশ্ন পৌঁছে যাবে ৷
এবার জেনে নেওয়া যাক, কীভাবে কাজ হয় এই অ্যাপটির মারফত ৷ আপনি যখন কোনও একটি এলাকায় গিয়ে ‘Neighbourly’ অ্যাপে আপনার প্রশ্ন রাখছেন ৷ ঠিক তখনই আশেপাশের স্থানীয় বাসিন্দাদের কাছে সেই প্রশ্ন পৌঁছে যাবে ৷
advertisement
6/7
কোন কোন ভাষায় এই অ্যাপটি কাজ করে ? গুগলের তরফে জানানো হয়েছে, মারাঠি, হিন্দি, ইংরেজি, গুজরাতি, কন্নড়, মালায়লাম, তেলেগু, তামিল এবং বাংলা ভাষাতেও এই অ্যাপটি কাজ করবে ৷
কোন কোন ভাষায় এই অ্যাপটি কাজ করে ? গুগলের তরফে জানানো হয়েছে, মারাঠি, হিন্দি, ইংরেজি, গুজরাতি, কন্নড়, মালায়লাম, তেলেগু, তামিল এবং বাংলা ভাষাতেও এই অ্যাপটি কাজ করবে ৷
advertisement
7/7
এই অ্যাপে যদি আপনি কোনও প্রশ্ন করেন ৷ তাহলে টাইপ করারও প্রয়োজন নেই ৷ আপনি ভয়েস মেসেজ করেও বলে দিতে পারেন আপনি কি জানতে চাইছেন ৷
এই অ্যাপে যদি আপনি কোনও প্রশ্ন করেন ৷ তাহলে টাইপ করারও প্রয়োজন নেই ৷ আপনি ভয়েস মেসেজ করেও বলে দিতে পারেন আপনি কি জানতে চাইছেন ৷
advertisement
advertisement
advertisement