Hypertension-High Blood Pressure : এড়িয়ে যাচ্ছেন এই উপসর্গগুলি? উচ্চ রক্তচাপের জেরে ঘনিয়ে আসতে পারে চরম বিপদ! কী বলছেন বিশেষজ্ঞ
- Published by:Teesta Barman
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Hypertension-High Blood Pressure : এই প্রসঙ্গে কথা বলছেন মুম্বইয়ের এশিয়ান হার্ট ইনস্টিটিউটের সিনিয়র ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. তিলক সুবর্ণা।
মুম্বই: হাইপারটেনসিভ ক্রাইসিস হল মেডিকেল এমার্জেন্সি। এক্ষেত্রে আসলে রক্তচাপ বা ব্লাড প্রেশার মারাত্মক ভাবে বেড়ে যায়। তা মূলত ১৮০/১২০ এমএম এইচজি-তে পৌঁছে যায় কিংবা সেই পরিমাপ অতিক্রম করে। আর রক্তচাপ বাড়লে কার্ডিওভাস্কুলার সিস্টেমের ভারসাম্য নষ্ট হয়। এর ফলে হৃদযন্ত্র, মস্তিষ্ক ও কিডনির মতো মূল অঙ্গগুলির উপর চাপ পড়ে। রক্তচাপ বাড়লে রক্তবাহী নালী নষ্ট হয়ে ব্লকেজ হতে পারে এমনকী তা ফেটেও যাওয়ার আশঙ্কাও বাড়ে। ভারতের মতো দেশে উচ্চ রক্তচাপের বেশিরভাগ উপসর্গ এড়িয়ে যায় মানুষ। যা সময়ের সঙ্গে সঙ্গে গুরুতর হতে থাকে। এই প্রসঙ্গে কথা বলছেন মুম্বইয়ের এশিয়ান হার্ট ইনস্টিটিউটের সিনিয়র ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. তিলক সুবর্ণা।

উপসর্গ:
তীব্র মাথা ব্যথা হল এই সমস্যার সবথেকে সাধারণ উপসর্গ। এর সঙ্গে মাথা ঘোরা ও বিভ্রান্তির মতো লক্ষণও দেখা যায়।
advertisement
হার্টের উপর চাপ পড়া এবং অপর্যাপ্ত অক্সিজেন সরবরাহের জন্য বুকে ব্যথা কিংবা চাপ অনুভূত হয়।
advertisement
শ্বাসকষ্টও অন্যতম প্রধান উপসর্গ। উচ্চ রক্তচাপের কারণে ফুসফুসে ফ্লুয়িড জমে যায়। ফলে শ্বাস নিতে সমস্যা হয়।
দৃষ্টিশক্তিতে সমস্যা। রক্তচাপ বেড়ে গেলে দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যায়। এমনকী দৃষ্টিশক্তি নষ্টও হয়ে যেতে পারে।
রোগের কারণ:
ডাক্তারের নির্দেশ না অনুসরণ করতে পারা। অর্থাৎ ডাক্তারের পরামর্শ মেনে অ্যান্টিহাইপারটেনসিভ ওষুধ না খাওয়া।
advertisement
ক্রনিক কিডনির রোগ, হরমোনজনিত সমস্যা অথবা ধমনীর প্রাচীর সংকীর্ণ হয়ে যাওয়াও এর কারণ।
আরও পড়ুন: এক চুমুকেই পাল্টে যাবে জীবন! খাবার আগে, পরে না খেতে খেতে? আয়ুর্বেদে জল পান করার সঠিক পদ্ধতি কোনটা?
অবৈধ ওষুধ, অ্যান্টি-ইনফ্লেমেটরি ওষুধ অথবা ওরাল কন্ট্রাসেপ্টিভ সেবন।
মানসিক চাপ।
অতিরিক্ত লবণ সেবন, ওবেসিটি, ধূমপান-সহ জীবনযাত্রাজনিত বিষয়।
advertisement
প্রতিরোধ ও নিয়ন্ত্রণ:
রোগ প্রতিরোধ কিংবা নিয়ন্ত্রণের জন্য নিম্নোক্ত উপায়গুলি অবলম্বন করা আবশ্যক।
নিয়মিত রক্তচাপ পরিমাপ।
অ্যান্টিহাইপারটেনসিভ ওষুধের রুটিন মেনে চলা।
সুস্থ জীবনযাপন করা। (নিয়মিত এক্সারসাইজ, মানসিক চাপ নিয়ন্ত্রণ, স্বাস্থ্যকর খাবার খাওয়া, ধূমপান ও মদ্যপানে রাশ টানা প্রভৃতি)
রোগ নিয়ন্ত্রণের জন্য নিয়মিত ডাক্তারের পরামর্শ নেওয়া আবশ্যক।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 29, 2023 8:27 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Hypertension-High Blood Pressure : এড়িয়ে যাচ্ছেন এই উপসর্গগুলি? উচ্চ রক্তচাপের জেরে ঘনিয়ে আসতে পারে চরম বিপদ! কী বলছেন বিশেষজ্ঞ