Holi 2023 Eyecare: ক্ষতিকারক রঙ থেকে সাবধানে রাখুন চোখ, জানুন বিশেষজ্ঞ চিকিৎসক কী বলছেন
- Published by:Salmali Das
Last Updated:
Holi 2023 Eyecare: দোল বা হোলি খেলার আগে এবং পরে চোখকে কীভাবে সুরক্ষিত রাখবেন পরামর্শ দিচ্ছেন শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালের চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাঃ বিপ্লব কুমার হালদার।
দোল এসেই গেছে। দোকান-বাজার রঙিন আবির আর পিচকারিতে ভরে গেছে। কিন্তু রঙ খেলতে গিয়ে যদি সতর্ক না থাকেন বা বাচ্চাকে সতর্ক না রাখেন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে আপনার চোখ। তাই, দোল বা হোলি খেলার আগে এবং পরে চোখকে কীভাবে সুরক্ষিত রাখবেন পরামর্শ দিচ্ছেন শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালের চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাঃ বিপ্লব কুমার হালদার।

সিনিয়র চক্ষু বিশেষজ্ঞ
advertisement
এস এন পন্ডিত হাসপাতাল
১. হোলি খেলার সময় আমাদের চোখের জন্য কী কী সতর্কতা অবলম্বন করা দরকার?
উঃ রং বা আবীর, কিছুই চোখে দেওয়া উচিত নয়। যে হাত দিয়ে আবীর খেলছেন সেটি যেন চোখ না যায় কোনও ভাবে। পিচকারির বা বেলুনের মাধ্যমে জল রঙ সরাসরি চোখের দিকে একদম ফেলা উচিত নয়। চোখের বড় ক্ষতি হতে পারে।
advertisement
২. কনট্যাক্ট লেন্স পরে কি হোলি খেলা যায়?
উঃ না, একেবারেই না। হোলি খেলার সময় লেন্স খুবই বিপজ্জনক। চশমা পরে হোলি খেলা উচিত। কিন্তু, যাদের চোখে বেশি পাওয়ার তাঁদের ভীষণভাবে সাবধানে খেলতে হবে। যেন তাঁদের চোখে কিছুতেই আঘাত না লাগে, কারণ অনেক সময় এই আঘাত থেকে রেটিনাল ডিটাচমেন্ট হওয়ার সম্ভাবনা থাকে যায়।
advertisement
৩. শিশুদের জন্য কী কী সতর্কতা অবলম্বন করা উচিত?
উঃ শিশুদের মধ্যে উত্তেজনা সর্বোচ্চ থাকে। কিন্তু যখন তাঁরা রঙ খেলছে তখন একজন অভিভাবকের সেখানে উপস্থিত থাকা উচিত। ৪-৫ বছরের বাচ্চাকে একদমই একা ছাড়া যাবে না। তাঁদেরও সানগ্লাস পড়িয়ে দিন, চোখ দুটি আরাম পাবে। এবং তাঁদের বারবার বলুন তাঁরা যেন নিজের চোখে বা বন্ধুদের চোখে হাত না দেয়।
advertisement
৪. কারওর চোখে আবীর চলে গেলে কী করা উচিত?
উঃ প্রথমত, চোখের কাছে বা ভিতরে কোনরকম রঙ বা আবীর ব্যবহার না করার চেষ্টা করতে হবে। এটা খুবই বিপজ্জনক। তবে যদি কারুর চোখে আবীর চলে যায় তবে যতটা সম্ভব জল দিয়ে ধোয়ার চেষ্টা করুন। রঙ বের না হওয়া পর্যন্ত ধুয়ে যান। তারপরও ব্যথা থাকলে পেনকিলার ওষুধ খান কিন্তু ডাক্তারের প্রেসক্রিপশনে ছাড়া আইড্রপ ব্যবহার করবেন না।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 06, 2023 11:54 AM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Holi 2023 Eyecare: ক্ষতিকারক রঙ থেকে সাবধানে রাখুন চোখ, জানুন বিশেষজ্ঞ চিকিৎসক কী বলছেন