Holi 2023: 'কেমিক্যাল' থেকে বাঁচিয়ে রাখুন ত্বক, চুল, চোখ! ৬ উপায়ে সহজে বাড়িতেই বানান হোলির রং! দোল খেলুন প্রাণ খুলে

Last Updated:
রঙের উৎসবে নিজেকে এবং অন্যকে রাঙাতে সকলের মন চায়৷ কিন্তু বাধ সাধছে বাজারের রাসায়নিক মেশানে রং৷ তবে খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন রং, জেনে নিন পদ্ধতি
1/8
খেলব হোলি অথচ রং দেব না তা কি করে হয়? রঙের উৎসবে নিজেকে এবং অন্যকে রাঙাতে সকলের মন চায়৷ কিন্তু বাধ সাধছে বাজারের রাসায়নিক মেশানে রং৷ চুল, ত্বক থেকে চোখ, কেমিক্যাল রঙের কারণে ভয়ঙ্কর ভাবে ক্ষতিগ্রস্থ হয় শরীরের নানা অঙ্গ৷
খেলব হোলি অথচ রং দেব না তা কি করে হয়? রঙের উৎসবে নিজেকে এবং অন্যকে রাঙাতে সকলের মন চায়৷ কিন্তু বাধ সাধছে বাজারের রাসায়নিক মেশানে রং৷ চুল, ত্বক থেকে চোখ, কেমিক্যাল রঙের কারণে ভয়ঙ্কর ভাবে ক্ষতিগ্রস্থ হয় শরীরের নানা অঙ্গ৷
advertisement
2/8
আবার অন্যদিকে, অরগ্যানিক রং কিনে দোল খেলতে চাইলে সেখানেও আছে এক বিপত্তি৷ বাজারে আগুন দাম বেশিরভাগ অরগ্যানিক রঙের৷ কিন্তু জানেন কি আপনি চাইলেই খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন রং ৷ লাল, সবুজ, হলুদ থেকে বেগুনি, হাতের কাছে থাকা সহজ জিনিস দিয়েই বানিয়ে ফেলুন পছন্দের সব রং৷
আবার অন্যদিকে, অরগ্যানিক রং কিনে দোল খেলতে চাইলে সেখানেও আছে এক বিপত্তি৷ বাজারে আগুন দাম বেশিরভাগ অরগ্যানিক রঙের৷ কিন্তু জানেন কি আপনি চাইলেই খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন রং ৷ লাল, সবুজ, হলুদ থেকে বেগুনি, হাতের কাছে থাকা সহজ জিনিস দিয়েই বানিয়ে ফেলুন পছন্দের সব রং৷
advertisement
3/8
হার্বাল লাল রং- প্রাকৃতিক উপায়ে সুন্দর লাল বানানোর জন্য ছোট ছোট করে বীট কেটে কুচিয়ে শুকিয়ে নিন৷ তারপর শুকনো বীট গুঁড়ো করে তার সঙ্গে অ্যারারুট, ময়দা বা চালের আটা মেশান৷ এছাড়া যদি গোলাপের পাঁপড়ি দিয়েও বানাতে পারেন লাল রং৷ লাল গোলাপের পাঁপড়ি শুকনো করে গুঁড়ো করে একইভাবে চালের আটার সঙ্গে মেশান৷
হার্বাল লাল রং- প্রাকৃতিক উপায়ে সুন্দর লাল বানানোর জন্য ছোট ছোট করে বীট কেটে কুচিয়ে শুকিয়ে নিন৷ তারপর শুকনো বীট গুঁড়ো করে তার সঙ্গে অ্যারারুট, ময়দা বা চালের আটা মেশান৷ এছাড়া যদি গোলাপের পাঁপড়ি দিয়েও বানাতে পারেন লাল রং৷ লাল গোলাপের পাঁপড়ি শুকনো করে গুঁড়ো করে একইভাবে চালের আটার সঙ্গে মেশান৷
advertisement
4/8
হার্বাল সবুজ রং- হার্বাল সবুজ রং বানাবার জন্য পালং শাক কিংবা মেথি শাকের ব্যবহার করুন৷ প্রথমে পালং বা মেথী গরম জলে ফুটিয়ে বেটে নিন৷ তৈরি  সবুজ জল রং৷ যদি সবুজ আবির বানাতে চান, আছে তারও উপায়৷ মেথি বা পালং শাক শুকিয়ে গুঁড়ো করে নিন৷ এখন এই পাউডারে অ্যারারুট বা চালের আটা মেশান৷ এবার নিজে হাতে বানান সবুজ রঙে রাঙিয়ে দিন আপনার প্রিয়জনকে৷
হার্বাল সবুজ রং- হার্বাল সবুজ রং বানাবার জন্য পালং শাক কিংবা মেথি শাকের ব্যবহার করুন৷ প্রথমে পালং বা মেথী গরম জলে ফুটিয়ে বেটে নিন৷ তৈরি সবুজ জল রং৷ যদি সবুজ আবির বানাতে চান, আছে তারও উপায়৷ মেথি বা পালং শাক শুকিয়ে গুঁড়ো করে নিন৷ এখন এই পাউডারে অ্যারারুট বা চালের আটা মেশান৷ এবার নিজে হাতে বানান সবুজ রঙে রাঙিয়ে দিন আপনার প্রিয়জনকে৷
advertisement
5/8
হার্বাল গেরুয়া রং- গেরুয়া রং বানাতে বাড়ি নিয়ে আসুন পলাশকে৷ এবার একইভাবে শুকিয়ে গুঁড়ো করে অ্যারারুট বা চালের আটার সঙ্গে মিশিয়ে নিন৷ এবারের পলাশ দিয়ে তৈরি গেরুয়া রঙে সেজে উঠুন, সাজিয়ে দিন৷
হার্বাল গেরুয়া রং- গেরুয়া রং বানাতে বাড়ি নিয়ে আসুন পলাশকে৷ এবার একইভাবে শুকিয়ে গুঁড়ো করে অ্যারারুট বা চালের আটার সঙ্গে মিশিয়ে নিন৷ এবারের পলাশ দিয়ে তৈরি গেরুয়া রঙে সেজে উঠুন, সাজিয়ে দিন৷
advertisement
6/8
হার্বাল হলুদ রং- রান্না ঘরে থাকা হলুদকে ব্যবহার করে হলুদ রং তো বানাতেই পারেন৷ হলুদ গুঁড়োর সঙ্গে মিশিয়ে নিতে পারেন চন্দন বা বেসন৷ নিশ্চিন্তে মাখান, ত্বকের দ্যুতি ফেরাবে এই আবির৷ তবে আরও একটি উপায় আছে৷ গাঁদা ফুল কে গরম জলে ফুটিয়ে নিন৷ তাহলে তৈরি হলুদ জ রং৷ আবার গাঁদা ফুল গুঁড়ো করেও বানাতে পারেন হলুদ রং৷
হার্বাল হলুদ রং- রান্না ঘরে থাকা হলুদকে ব্যবহার করে হলুদ রং তো বানাতেই পারেন৷ হলুদ গুঁড়োর সঙ্গে মিশিয়ে নিতে পারেন চন্দন বা বেসন৷ নিশ্চিন্তে মাখান, ত্বকের দ্যুতি ফেরাবে এই আবির৷ তবে আরও একটি উপায় আছে৷ গাঁদা ফুল কে গরম জলে ফুটিয়ে নিন৷ তাহলে তৈরি হলুদ জ রং৷ আবার গাঁদা ফুল গুঁড়ো করেও বানাতে পারেন হলুদ রং৷
advertisement
7/8
হার্বাল নীল রং- নীল রং বানানোর জন্য বেছে ঘন নীল অপরাজিতা ফুলকে৷ একই ভাবে জলে ফুটিয়ে তৈরি করুন নীল জল রং৷ আবার অপরাজিতা ফুলকে শুকনো করে গুঁড়ো করে বানিয়ে ফেলুন নীল আবির৷
হার্বাল নীল রং- নীল রং বানানোর জন্য বেছে ঘন নীল অপরাজিতা ফুলকে৷ একই ভাবে জলে ফুটিয়ে তৈরি করুন নীল জল রং৷ আবার অপরাজিতা ফুলকে শুকনো করে গুঁড়ো করে বানিয়ে ফেলুন নীল আবির৷
advertisement
8/8
হার্বাল কালো রং- কালো রং বানিয়ে বন্ধুকে মাখাতে চান? বানিয়ে ফেলুন বাড়িতেই৷ চাই কালো আঙুরকে পিষে রস বের করে নিন৷ এবার সেই রসে বেকিং সোডা আর একটু হলুদ গুঁড়ো করে মিশিয়ে বানিয়ে কালো রং৷
হার্বাল কালো রং- কালো রং বানিয়ে বন্ধুকে মাখাতে চান? বানিয়ে ফেলুন বাড়িতেই৷ চাই কালো আঙুরকে পিষে রস বের করে নিন৷ এবার সেই রসে বেকিং সোডা আর একটু হলুদ গুঁড়ো করে মিশিয়ে বানিয়ে কালো রং৷
advertisement
advertisement
advertisement