Fuchka Health Benefits|| টক জল ছাড়াই ফুচকা খাচ্ছেন? কত বড় ভুল করছেন জানেন? অবাক হয়ে যাবেন

Last Updated:

Health benefits of Fuchka tok jol: ফুচকার টক জলের মধ্যেই রয়েছে গরম থেকে স্বস্তি পাবার সাময়িক উপায়। ফুচকার টক জল তৈরি করা হয় তেঁতুল, পুদিনা পাতা, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং আরও বেশ কিছু মশলা গুঁড়ো মিশিয়ে।

+
ফুচকার

ফুচকার টকজল।

কোচবিহার: ইতিমধ্যেই রাজ্যজুড়ে পড়তে শুরু করেছে গরম। আর এই গরমের তীব্র দাবদাহে দুপুরের রোদে নাজেহাল হচ্ছে সাধারণ মানুষ। তবে এই দুপুরের রোদ এবং গরম থেকে সাময়িক স্বস্তি দিতে পারে ফুচকা। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। হ্যাঁ, ফুচকার টক জলের মধ্যেই রয়েছে গরম থেকে স্বস্তি পাবার সাময়িক উপায়।
ফুচকার টক জল তৈরি করা হয় তেঁতুল, পুদিনা পাতা, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং আরও বেশ কিছু মশলা গুঁড়ো মিশিয়ে। তাই গরমে যখন ঘামের মাধ্যমে আমাদের শরীরের থেকে মিনারেলস বের হয়ে যায়। তখন এই ফুচকার জল আমাদের শরীরে সেই মিনারেলস ফিরিয়ে দিতে পারে। এ ছাড়া তেঁতুলের জলের ভিটামিন সি ও পাওয়া যায়। তাই গরম থেকে অনেকটাই মুক্তি দিতে পারে এই ফুচকার টক জল।
advertisement
আরও পড়ুনঃ হুড়মুড়িয়ে বাড়ছে গরম, তাপপ্রবাহের সম্ভাবনা কোন কোন জেলায়? জানুন সর্বশেষ পূর্বাভাস
এই ফুচকার নাম শুনলে অনেকেরই জিভে জল চলে আসে। আর ফুচকা খেতে ভালোবাসেন না এমন মানুষ পাওয়া খুব কঠিন। ফুচকার স্বাদে মজে থাকে আট থেকে আশি সকলেই। দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধরনের ফুচকা পাওয়া যায়। প্রত্যেক জায়গার ফুচকাতে কিছু না কিছু বিশেষত্ব রয়েছে। তবে খাবারটি পাওয়া যায় দেশের প্রায় সব জায়গাতেই। আর এর চাহিদাও বেশ ভাল। সব জায়গার মানুষই এটি বেশ পছন্দ করেন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ প্রেমে হাবুডুবু খাচ্ছেন 'মিঠাই' সৌমিতৃষা! প্রেমিকও সকলের পরিচিত জনপ্রিয় নায়ক, কে জানেন?
বিভিন্ন এলাকায় ফুচকার নাম বিভিন্ন। কোথাও গুপচুপ, কোথাও গোলগাপ্পা, কোথাও পানিপুরি আবার কোথাও পানি কে পটাকে। আগে তেঁতুল জলের ফুচকা বা দই ফুচকাই বেশি পাওয়া যেত। তবে এখন আবার সেই সঙ্গে জুড়েছে আরও বিভিন্ন ধরন। চিকেন ফুচকা, চকোলেট ফুচকা, ঘুগনি ফুচকা, পনির ফুচকা বা আইসক্রিম ফুচকা এ ছাড়া আরও কত কী।
advertisement
তবে শুকনো ফুচকা নয়। টকজল দিয়েই ফুচকা খান। এতে শরীরের অনেক উপকার রয়েছে। হজমের সমস্যা কম বেশি প্রায় সবারই রয়েছে। কোনও কিছু খেলেই ঘনঘন অম্বল হয়ে যায়। আপনার এই সমস্যা দূর করবে ফুচকার টক জল। আপনার শরীরের হজমশক্তি বাড়াতে সাহায্য করে। ঘন-ঘন সর্দি-কাশি, জ্বরে ভুগে থাকলে, তাঁদের জন্যও খুবই উপকারী এই ফুচকা।
advertisement
কোচবিহারের এক ফুচকা বিক্রেতা কৃষ্ণ দাস জানান, "গরমের দুপুরে স্কুল পড়ুয়া থেকে শুরু করে কলেজ পড়ুয়া এবং পথ চলতি মানুষ পচুর পরিমাণে ভিড় করছেন ফুচকা খেতে।"
Sarthak Pandit
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Fuchka Health Benefits|| টক জল ছাড়াই ফুচকা খাচ্ছেন? কত বড় ভুল করছেন জানেন? অবাক হয়ে যাবেন
Next Article
advertisement
Raihan Vadra Engagement: বাগদান হয়ে গেল প্রিয়াঙ্কা গান্ধির পুত্র রাইহানের! কে এই আভিভা বেগ? চিনে নিন
বাগদান হয়ে গেল প্রিয়াঙ্কা গান্ধির পুত্র রাইহানের! কে এই আভিভা বেগ? চিনে নিন
  • বাগদান হয়ে গেল রাইহান বঢরার৷

  • প্রিয়াঙ্কা এবং রবার্ট বঢরার পুত্র রাইহান৷

  • বান্ধবী আভিভা বেগের সঙ্গে বাগদান সম্পন্ন৷

VIEW MORE
advertisement
advertisement