হোম » ছবি » বিনোদন » প্রেমে হাবুডুবু খাচ্ছেন সৌমিতৃষা! প্রেমিকও সকলের পরিচিত জনপ্রিয় নায়ক, কে জানেন?

Mithai| Soumitrisha Kundu|| প্রেমে হাবুডুবু খাচ্ছেন 'মিঠাই' সৌমিতৃষা! প্রেমিকও সকলের পরিচিত জনপ্রিয় নায়ক, কে জানেন?

  • 111

    Mithai| Soumitrisha Kundu|| প্রেমে হাবুডুবু খাচ্ছেন 'মিঠাই' সৌমিতৃষা! প্রেমিকও সকলের পরিচিত জনপ্রিয় নায়ক, কে জানেন?

    *প্রায় ৭৫০ পর্ব অর্থাৎ ২ বছর রমরম করে পেরিয়ে গেলেও মিঠাই সিরিয়ালের জনপ্রিয়তা এতটুকু কমেনি। কমেনি মিঠাই বা মিঠি অর্থাৎ অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু এবং তাঁর উচ্ছেবাবু আদৃত রায়ের জনপ্রিয়তাও। ছবিঃ সংগৃহীত।  

    MORE
    GALLERIES

  • 211

    Mithai| Soumitrisha Kundu|| প্রেমে হাবুডুবু খাচ্ছেন 'মিঠাই' সৌমিতৃষা! প্রেমিকও সকলের পরিচিত জনপ্রিয় নায়ক, কে জানেন?

    *যেখানে নতুন নতুন সিরিয়াল বন্ধ হয়ে যাচ্ছে। সেখানে সিদ্ধার্থ-মিঠাই, টেস-সোম দা, রাজীব-নন্দা, শ্রীতমা-রাতুল, দাদাই-ঠাম্মি, মিষ্টি-শাক্য, নিপা এবং তাঁর পুলিশবাবুকে দেখার জন্য টিভির সামনে অপেক্ষা করে থাকেন দর্শকরা। ছবিঃ সংগৃহীত।  

    MORE
    GALLERIES

  • 311

    Mithai| Soumitrisha Kundu|| প্রেমে হাবুডুবু খাচ্ছেন 'মিঠাই' সৌমিতৃষা! প্রেমিকও সকলের পরিচিত জনপ্রিয় নায়ক, কে জানেন?

    *তবে সিরিয়ালের পর্দায় উচ্ছেবাবুর প্রেমে পাগল হলেও বাস্তবে মিঠাই কার প্রেমে পড়েছে জানেন? সেই নামটা প্রথমে আদৃত রায়ের শোনা গেলেও পরে জানা যায় ঘটনা আদৌ তেমন নয়। বরং দিদিয়া অর্থাৎ কৌশাম্বীর সঙ্গে প্রেম করছিলেন উচ্ছেবাবু। সেই নিয়ে সোশ্যাল মিডিয়াতেও কম জলঘোলা হয়নি। ছবিঃ সংগৃহীত।  

    MORE
    GALLERIES

  • 411

    Mithai| Soumitrisha Kundu|| প্রেমে হাবুডুবু খাচ্ছেন 'মিঠাই' সৌমিতৃষা! প্রেমিকও সকলের পরিচিত জনপ্রিয় নায়ক, কে জানেন?

    *তাই পর্দার উচ্ছেবাবুর প্রেমিকার নাম এখন সকলের জানা। তবে এই সম্পর্কের জেরে নানা সমীকরণ বদলেছিল এক সময়ে। শোনা গিয়েছিল আদৃতকেই এক সময় মন দিয়ে বসেছিলেন সৌমিতৃষা। তা নিয়ে 'সিধাই' ফ্যানদের উত্তেজনাও কম ছিল না। কিন্তু সে সব এখন অতীত। ছবিঃ সংগৃহীত।  

    MORE
    GALLERIES

  • 511

    Mithai| Soumitrisha Kundu|| প্রেমে হাবুডুবু খাচ্ছেন 'মিঠাই' সৌমিতৃষা! প্রেমিকও সকলের পরিচিত জনপ্রিয় নায়ক, কে জানেন?

    *টেলিপাড়া এখন মজেছে মিঠাই-ের প্রেমের খবরে। সেখানে আকাশে-বাতাসে ভাসছে প্রেমের গুঞ্জন। শোনা যাচ্ছে মিঠাই নাকি প্রেম করছেন স্টার জলসার পরিবারের টিআরপি তালিকার শীর্ষে থাকা সিরিয়ালের নায়কের সঙ্গে। ছবিঃ সংগৃহীত।  

    MORE
    GALLERIES

  • 611

    Mithai| Soumitrisha Kundu|| প্রেমে হাবুডুবু খাচ্ছেন 'মিঠাই' সৌমিতৃষা! প্রেমিকও সকলের পরিচিত জনপ্রিয় নায়ক, কে জানেন?

    *তবে এই খবর কতটা সত্যি তা অবশ্য জানা যায়নি। দু'জনকে একসঙ্গে প্রকাশ্যে দেখাও যায়নি সেভাবে। ফলে কথাটা কতটা সত্যি তা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হতে পারে। তবে যা, রটে তার কিছু কিছু তো ঘটে বলে ধরে নেওয়া হয়ই। ছবিঃ সংগৃহীত।  

    MORE
    GALLERIES

  • 711

    Mithai| Soumitrisha Kundu|| প্রেমে হাবুডুবু খাচ্ছেন 'মিঠাই' সৌমিতৃষা! প্রেমিকও সকলের পরিচিত জনপ্রিয় নায়ক, কে জানেন?

    *সূত্রের খবর, সৌমিতৃষার সঙ্গে মন দেওয়া-নেওয়া হয়েছে ‘অনুরাগের ছোঁয়া’ নায়ক দিব্যজ্যোতি দত্তের। সেই খবরে এখন তোলপাড় স্টুডিও পাড়া। সৌমিতৃষা এবং দিব্যজ্যোতির সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে এমনটাই আন্দাজ করছেন তাঁদের ভক্তরা। ছবিঃ সংগৃহীত।  

    MORE
    GALLERIES

  • 811

    Mithai| Soumitrisha Kundu|| প্রেমে হাবুডুবু খাচ্ছেন 'মিঠাই' সৌমিতৃষা! প্রেমিকও সকলের পরিচিত জনপ্রিয় নায়ক, কে জানেন?

    *কিছুদিন আগেই সৌমিতৃষা কৃষ্ণ সাজে ছবি দিয়েছিলেন। এ দিকে দিব্যজ্যোতিরও সোশ্যাল মিডিয়া পেজ ঘেঁটে দেখা গিয়েছে, তাঁর কপালেও রসকলি দিয়ে তিলক আঁকা। তাতেই ভক্তরা একপ্রকার নিশ্চিত হয়েছেন। ছবিঃ সংগৃহীত।  

    MORE
    GALLERIES

  • 911

    Mithai| Soumitrisha Kundu|| প্রেমে হাবুডুবু খাচ্ছেন 'মিঠাই' সৌমিতৃষা! প্রেমিকও সকলের পরিচিত জনপ্রিয় নায়ক, কে জানেন?

    *তবে বাংলা সিরিয়ালের নায়ক-নায়িকাদের নিয়ে এমন খবর তো হামেশাই রটতে থাকে। তাই এটাও রটনা নাকি ঘটনা, সে প্রসঙ্গে পর্দার মিঠাই এবং সূর্য মুখে কুলুপ এঁটে রয়েছেন। ছবিঃ সংগৃহীত।  

    MORE
    GALLERIES

  • 1011

    Mithai| Soumitrisha Kundu|| প্রেমে হাবুডুবু খাচ্ছেন 'মিঠাই' সৌমিতৃষা! প্রেমিকও সকলের পরিচিত জনপ্রিয় নায়ক, কে জানেন?

    *তবে এই প্রথম নয়। আগেও দিব্যজ্যোতি এবং সৌমিতৃষাকে নিয়ে এমন খবর রটেছিল। মিঠাই ভক্তরা নাকি খবর পেয়েছিলেন দিব্যজ্যোতিই প্রথম সৌমিতৃষাকে প্রেমের প্রস্তাব দেন। ছবিঃ সংগৃহীত।  

    MORE
    GALLERIES

  • 1111

    Mithai| Soumitrisha Kundu|| প্রেমে হাবুডুবু খাচ্ছেন 'মিঠাই' সৌমিতৃষা! প্রেমিকও সকলের পরিচিত জনপ্রিয় নায়ক, কে জানেন?

    *উল্লেখ্য, এর আগে দিব্যজ্যোতির প্রেমিকা হিসেবে নাম শোনা গিয়েছিল স্বস্তিকা ঘোষ ওরফে অনুরাগের ছোঁয়ার দীপার। সহ অভিনেত্রীর প্রেমেই নাকি হাবুডুবু খাচ্ছিলেন ডাক্তারবাবু। কিন্তু তখনও চুপই ছিলেন দিব্যজ্যোতি। তাই এ বারে মিঠাই-প্রেমে পড়লেন কিনা পর্দার দাক্তার, তা যানতে আরও অপেক্ষা করতে হবে দর্শকদের। ছবিঃ সংগৃহীত।

    MORE
    GALLERIES