মলের রং দেখেন রোজ? ক্যান্সার পাকছে বোঝা যায় যে রঙে...
Last Updated:
বিশেষ করে সেই রক্তের রং যদি গাঢ় হয়, তা হলে চিন্তার বিষয়৷ সে ক্ষেত্রে মলের রংও গাঢ় কালচে হয়৷ পাইলস হলে মলের সঙ্গে যে রক্ত বেরোয়, তা বাদামি রঙের হয়৷ কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকেও এই ধরনের রোগ হয়৷
#লন্ডন: মলত্যাগের সময় অনেকেই ঘেন্নায় নিজের মলের দিকে তাকান না৷ কিন্তু মলের রংই জানিয়ে দেয়, শরীরে কোনও রোগ বাসা বাঁধছে কি না৷ বিশেষ করে কোলন ক্যান্সার বা রেক্টাল ক্যান্সার৷ জানাচ্ছেন ব্রিটেনের বিখ্যাত চিকিত্সা বিজ্ঞানীরা৷
ব্রিটেনে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত কোলন ক্যান্সারেই৷ বিশেষ করে এই ধরনের ক্যান্সার হয় ৬০ বছর বা তার বেশি বয়সের মানুষদের৷ বিজ্ঞানীরা বলছেন, রোজ মলত্যাগের সময় একবার অন্তত মলের রং দেখুন৷ না-হলে অজান্তেই বাসা বাঁধতে পারে মারণ রোগ, চিকিত্সায় দেরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে৷
advertisement
advertisement
চিকিত্সকরা বলছেন, কোনও দিনও যদি মলের সঙ্গে রক্ত বেরোয়, তা হলে বিন্দুমাত্র দেরি না-করে ডাক্তারের কাছে যান৷ বিশেষ করে সেই রক্তের রং যদি গাঢ় হয়, তা হলে চিন্তার বিষয়৷ সে ক্ষেত্রে মলের রংও গাঢ় কালচে হয়৷ পাইলস হলে মলের সঙ্গে যে রক্ত বেরোয়, তা বাদামি রঙের হয়৷ কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকেও এই ধরনের রোগ হয়৷
advertisement
চিকিত্সকরা বলছেন, মলের রং যদি আলকাতরার মতো হয় বা গাঢ় বাদামি হয়, তা হলে রীতিমতো উদ্বেগের৷ সে ক্ষেত্রে তা ক্যান্সার বাসা বাঁধারই লক্ষণ৷ কোলনে ক্যান্সার হলে খাওয়ার সময় তলপেটে ব্যথা হয়৷
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 05, 2019 8:17 AM IST