Fertility Treatment: উদ্বেগ বাড়াচ্ছে বন্ধ্যাত্ব সংক্রান্ত সমস্যা! এই সব চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন ভারতীয়রা

Last Updated:

Infertility - Symptoms and causes: পরিসংখ্যান বলছে, আক্রান্তদের মধ্যে ১ শতাংশেরও কম মানুষ চিকিৎসা করানোর সিদ্ধান্ত নেন। সবথেকে বড় চ্যালেঞ্জ হল, উপলব্ধ চিকিৎসা ব্যবস্থা এবং পরিস্থিতি সম্পর্কে বুঝতে পারে না মানুষ।

উদ্বেগ বাড়াচ্ছে বন্ধ্যাত্ব সংক্রান্ত সমস্যা! এই সব চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন ভারতীয়রা (Representative Image)
উদ্বেগ বাড়াচ্ছে বন্ধ্যাত্ব সংক্রান্ত সমস্যা! এই সব চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন ভারতীয়রা (Representative Image)
কলকাতা: ভারতে বন্ধ্যাত্বের সমস্যা দিন দিন বাড়ছে। প্রতি ৬ জন দম্পতির মধ্যে প্রায় ১ জন দম্পতি এই সমস্যার মুখোমুখি হয়ে থাকেন। আসলে এই বিষয়ে সচেতনতা এবং এর সুবিধা গ্রহণের ক্ষমতার অভাব রয়েছে মানুষের মধ্যে। পরিসংখ্যান বলছে, আক্রান্তদের মধ্যে ১ শতাংশেরও কম মানুষ চিকিৎসা করানোর সিদ্ধান্ত নেন। সবথেকে বড় চ্যালেঞ্জ হল, উপলব্ধ চিকিৎসা ব্যবস্থা এবং পরিস্থিতি সম্পর্কে বুঝতে পারে না মানুষ। বন্ধ্যাত্ব নিয়ে অনেক ভুল ধারণা আর সামাজিক কলঙ্কও রয়েছে। আসলে বন্ধ্যাত্বের জন্য দায়ী করা হয় সাধারণত মহিলাদের। পুরুষদের যে এই সমস্যা হতে পারে, সেটা বহু পুরুষই মানেন না। ফলে চিকিৎসাও হয় না।
আমাদের দেশে বন্ধ্যাত্ব সংক্রান্ত অগণিত চ্যালেঞ্জ রয়েছে। যেসব দম্পতি স্বাভাবিক উপায়ে সন্তানধারণ করতে পারছেন না, তাঁরাই ফার্টিলিটি ট্রিটমেন্টের বিকল্প বেছে নেন। বন্ধ্যাত্বের কারণ হিসেবে দায়ী হতে পারে ব্লকড ফ্যালোপিয়ান টিউব, গুরুতর এন্ডোমেট্রিওসিস, ওভারির রোগ, পুরুষদের বন্ধ্যাত্ব-সহ জানা-অজানা বিভিন্ন সমস্যা। বয়সও একটা ফ্যাক্টর। কারণ বয়স বাড়লে ফার্টিলিটি ট্রিটমেন্টের সাফল্য কমতে থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানা যাচ্ছে যে, ভারতে প্রাথমিক বন্ধ্যাত্বের সামগ্রিক প্রবণতা ৩.৯ শতাংশ থেকে ১৬.৮ শতাংশ।
advertisement
advertisement
আবার বন্ধ্যাত্ব সংক্রান্ত সমস্যা শুধুমাত্র বড় শহরেই আটকে নেই। ছোট শহর কিংবা গ্রামীণ এলাকাতেও এর প্রবণতা বাড়ছে। সচেতনতা তো বাড়ছে। কিন্তু ভাল মানের ফার্টিলিটি ট্রিটমেন্টের বিষয়টাও মাথায় রাখতে হবে। আসলে এই চিকিৎসার বিষয়টা শুধুমাত্র বড় শহরেই সীমাবদ্ধ। দেশের অধিকাংশ গ্রামীণ এলাকায় বিশ্বমানের ভাল চিকিৎসা ব্যবস্থা পৌঁছে দেওয়ার উপর জোর দিতে হবে। সামাজিক বিষয়টাও মাথায় রাখা জরুরি। সন্তানধারণে অক্ষমতার কারণে শুধুমাত্র মহিলাদের দায়ী করার বিষয়টা বন্ধ করতে হবে। পুরুষ বন্ধ্যাত্বের বিষয়টা নিয়েও পরামর্শ করতে হবে।
advertisement
কলকাতার বিড়লা ফার্টিলিটি অ্যান্ড আইভিএফ সেন্টারের কনসালট্যান্ট ডা.স্বাতী মিশ্র বলেন যে, “ভারতে বন্ধ্যাত্ব সংক্রান্ত সমস্যা বৃদ্ধি পাচ্ছে। তবে এই সংক্রান্ত যেসব চ্যালেঞ্জ আসে, সেগুলি কিন্তু উদ্বেগের কারণ। সমস্যার সমাধানের তুলনায় চ্যালেঞ্জগুলি আরও কঠিন। বহু পরীক্ষার পরেও বহু দম্পতির ক্ষেত্রে এই সমস্যার কারণ অজানাই থেকে যায়। দেরিতে বিয়ে, ব্যস্ত জীবনযাপন, ওবেসিটি, অতিরিক্ত জাঙ্ক ফুড খাওয়া, ধূমপান, মদ্যপান, মাদকাসক্তি ইত্যাদি এর বড় কারণ। এর পাশাপাশি যৌনবাহিত সংক্রমণ, পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম, ফাইব্রয়েড এবং জেনিটাল টিউবারকিউলোসিসও কিন্তু এই সমস্যার অন্যতম কারণ।”
advertisement
তিনি আরও যোগ করেন, “তবে ভারতে আইভিএফ ট্রিটমেন্টের সাফল্যের হার বৃদ্ধি পাওয়ার কারণে ফার্টিলিটির হার সংক্রান্ত চ্যালেঞ্জ কিছুটা হলেও কমেছে। এমনকী বিশ্বের বহু দম্পতিই আইভিএফ চিকিৎসার জন্য ভারতে আসছেন। আসলে এখানে অন্যান্য দেশের তুলনায় এই ফার্টিলিটি ট্রিটমেন্টের সাফল্যের হার অনেকটাই বেশি। আবার আমাদের দেশে এর খরচও বেশ সাধ্যের মধ্যেই থাকে।”
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Fertility Treatment: উদ্বেগ বাড়াচ্ছে বন্ধ্যাত্ব সংক্রান্ত সমস্যা! এই সব চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন ভারতীয়রা
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement