Dahi-Food Combination: শরীর ভাল রাখার জন্য প্রতিদিন দই খাচ্ছেন? সে ঠিক আছে! কিন্তু ভুলেও এই সব খাবারের সঙ্গে খাওয়া চলবে না
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Dahi-Food Combination:
লুচির সঙ্গে আলুর দম, মাটন বিরিয়ানির সঙ্গে চিকেন চাপ কিংবা ফ্রায়েড রাইসের সঙ্গে চিলি চিকেন - এ তো একেবারে মানিকজোড়! রসনাতৃপ্তির স্বর্গীয় অনুভূতির রহস্যটা লুকিয়ে আছে এর মধ্যেই! অনেকে আবার মাখনে ঠাসা পরোটার সঙ্গে ঠান্ডা টক দইও খেতে ভালবাসেন। তবে তাঁরা হয়তো জানেন না যে, এটা স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর।
advertisement
প্রোবায়োটিক, ভিটামিন-সি, অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ টক দই স্বাস্থ্যকর হলেও তা পরোটার সঙ্গে খেলে অ্যাসিডিটি, পেট ফোলা-ভাব ও অন্ত্র সংক্রান্ত সমস্যা দেখা যায়। সব মিলিয়ে প্রভাব পড়ে পরিপাক তন্ত্রের উপর। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, শুধু পরোটাই নয়, দই কিন্তু আরও কিছু খাবারের সঙ্গে খাওয়া বিপজ্জনক। রইল সেই সব খাবারের তালিকা।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement