ঘরেই আপনার রয়েছে ডেঙ্গির ওষুধ, সেগুলো কী জেনে নিন

Last Updated:

ভাইরাস ঢোকার পাঁচ-ছ’দিন পর রক্তপরীক্ষায় ডেঙ্গি ধরা পড়ে বলে অত্যন্ত সাংঘাতিক এই রোগ ৷

#কলকাতা: কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় এখন একটাই রোগ থাবা বসিয়েছে ৷ সেটা হল ডেঙ্গি ৷ মশাবাহিত এই রোগের থেকে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে এরাজ্যের অনেক বাসিন্দাদের ৷ ডেঙ্গি থেকে বাঁচার জন্য মানুষকে নানাভাবেই সচেতন করা হচ্ছে ৷  কিন্তু তাতেও বিশেষ কিছু লাভ হচ্ছে না ৷
ভাইরাস ঢোকার পাঁচ-ছ’দিন পর রক্তপরীক্ষায় ডেঙ্গি ধরা পড়ে বলে অত্যন্ত সাংঘাতিক এই রোগ ৷ সংক্রমণ থাকে প্রায় ১০-১২ দিন পর্যন্ত ৷ প্রচণ্ড জ্বর, গা হাত পায়ে ব্যাথা থেকে শুরু করে চুলকানি, রক্তক্ষরণ সবই হয় ৷ ডেঙ্গির কোনও নির্দিষ্ট ওষুধ নেই ৷ কিন্তু বাড়িতেই এমন অনেক টোটকা রয়েছে, যেগুলির থেকে এই রোগ ঠেকানো সম্ভব ৷ বিশেষ কিছু রস খেলেই হবে ৷ সেগুলো কী কী, দেখে নেওয়া যাক ৷
advertisement
১) পেঁপে পাতা বেটে রস করে খাওয়া।
advertisement
২) তুলসি পাতা চিবিয়ে বা সেদ্ধ করে সেই জল খাওয়া।
৩) নিম পাতা সেদ্ধ করে সেই জল খাওয়া।
৪) মেথি পাতা জলে ভিজিয়ে রেখে সেই জল খাওয়া। বা মেথির গুঁড়ো জলে মিশিয়ে খাওয়া।
advertisement
৫) কমলালেবুর রসে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিড্যান্ট ও ভিটামিন থাকে। যা ডেঙ্গি ভাইরাসের সংক্রমণ প্রতিহত করে।
৬)  দুধে হলুদ মিশিয়ে খেলেও উপকার পেতে পারেন।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
ঘরেই আপনার রয়েছে ডেঙ্গির ওষুধ, সেগুলো কী জেনে নিন
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement