Health Care Trends 2022: টেলিমেডিসিন থেকে হেলথ ক্লাউড! অতিমারীতে কতটা প্রযুক্তি নির্ভর বিশ্বের স্বাস্থ্য পরিষেবা?

Last Updated:

Health Care in Covid-19: বিশেষজ্ঞদের একাংশের মত, আর কোনওভাবেই করোনা পূর্ববর্তী সময়ে ফিরতে পারবে না মানুষ।

#নয়াদিল্লি: করোনা মহামারী বদলে দিয়েছে মানুষের জীবনযাত্রা। বিশেষজ্ঞদের একাংশের মত, আর কোনওভাবেই করোনা পূর্ববর্তী সময়ে ফিরতে পারবে না মানুষ। বিগত দুই বছরে জীবনযাত্রার সঙ্গে তাল মিলিয়েই আমূল বদল ঘটেছে স্বাস্থ্য পরিষেবায় (Health Care Trends 2022)। স্বাস্থ্য পরিষেবার বিকাশ তো ঘটেইছে কিন্তু তার একটা বড় অংশ জুড়ে রয়েছে প্রযুক্তি। বিশ্বব্যাপী এই বদল স্বাস্থ্য পরিশেবার সঙ্গে জড়িতদের জন্য ঠিক কতখানি সহায়ক হবে তা অবশ্য সময়ই বলবে। এই সময়ের কিছু স্বাস্থ্য প্রযুক্তির (Healthcare Technology) খবর দেখে নিতে পারেন এক ঝলকে।
HEALTH CLOUD
ডেটা সংরক্ষণের বিষয়ক বিপ্লবে হেলথ ক্লাউড নবতম সংযোজন। হেলথ ক্লাউডের মাধ্যমে অনন্ত তথ্য সংরক্ষণ করে রাখা যেতে পারে এবং এর নিরাপত্তাও থাকবে অনেক বেশি। স্বাস্থ্যসেবা প্রদানকারী কর্মী থেকে শুরু করে রোগী পর্যন্ত প্রত্যেকের কাছে সঠিক ডেটা এবং তথ্য অ্যাক্সেসের অনুমতিও রইবে। স্বাস্থ্য পরিষেবার প্রতি মানুষের আস্থা তৈরির বড় অস্ত্র হতে পারে হেলথ ক্লাউড (Health Care Trends 2022)।
advertisement
advertisement
TELEMEDICINE
টেলিমেডিসিন অবশ্য ই-মেডিসিন নামেও পরিচিত। টেলিমেডিসিনের মাধ্যমে টেলিকমিউনিকেশন প্রযুক্তির সাহায্যে রোগীকে স্বাস্থ্যসেবা প্রদানকারীর সঙ্গে সংযুক্ত করা যেতে পারে। এখানে কোন ওষুধ খাবেন বা খাবেন না সেই সম্পর্কেও জানতে পারেন, ব্যক্তিগত যত্ন, পরামর্শ, বহু দূরে থেকেও চিকিৎসকের সঙ্গে কথা বলা সবটাই এখন সম্ভব। COVID-19-এর সময়ে লকডাউন ও সামাজিক দূরত্ববিধির কারণে টেলিমেডিসিন পরিষেবা (Health Care Trends 2022) অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে।
advertisement
PERSONALISED MEDICINE
একজন ব্যক্তির ব্যক্তিগত হেলথ ডেটা ব্যবহার করে নির্দিষ্ট ওষুধ তৈরি করতে এটি কাজে আসে। জেনেটিক প্রোফাইলের তথ্য দিয়ে রোগের নির্ণয়, প্রতিরোধ, এবং চিকিত্সায় সাহায্য করে এই ব্যবস্থা।
NURSING WORKFLOW
নার্সিং সেক্টর মহামারীকালীন (Covid-19 Pandemic) পরিস্থিতিতে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে এবং এই পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে বহু অগ্রগতিও ঘটিয়েছে। নার্সিং ওয়ার্কফ্লো স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ এবং মারণ করোনাভাইরাসের প্রাদুর্ভাবের ফলে এই বিভাগটি আরও আরও সমৃদ্ধও করছে নিজেকে।
advertisement
AI ADAPTION
স্বাস্থ্য পরিচর্যার ক্ষেত্রে AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্বাস্থ্য পরিষেবা প্রদানকারীদের দুর্দান্ত সহযোগী হিসেবেই সামনে এসেছে। দ্রুত এবং সহজে কাজ করার সুযোগ দিয়েছে এই প্রযুক্তি। এছাড়াও, AI রোগী এবং তার ইতিহাস বিষয়ক ডেটা সংরক্ষণে অত্যন্ত উপযোগী।
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Health Care Trends 2022: টেলিমেডিসিন থেকে হেলথ ক্লাউড! অতিমারীতে কতটা প্রযুক্তি নির্ভর বিশ্বের স্বাস্থ্য পরিষেবা?
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement