World Radio Day 2022: ভুয়ো খবরের দুনিয়ায় এখনও 'বিশ্বস্ত' মাধ্যম রেডিও!

Last Updated:

World Radio Day: COVID-19 মহামারী চলাকালীন, রেডিও ঘৃণা বা বৈষম্যকে প্ররোচিত না করে তথ্যের একটি নির্ভরযোগ্য উৎস হিসেবে প্রমাণিত হয়েছে।

#নয়াদিল্লি: ছাপার হরফেই সংবাদপত্রের মাধ্যমে গণমাধ্যমের সূচনা হয়েছিল বিশ্বে। তথ্য ছড়িয়ে দেওয়ার প্রথম মাধ্যমটিই ছিল কলম এবং কাগজ। প্রযুক্তির বিবর্তনের সঙ্গে সঙ্গে বিজ্ঞানীরা ট্রান্সমিশন এবং শব্দ তরঙ্গ নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করেন। যারই ফলস্বরূপ জনপ্রিয় সম্প্রচার মাধ্যম রেডিওর (World Radio Day 2022) জন্ম।
বিশ্ব রেডিও দিবস: ইতিহাস
১৯ শতকের মাঝামাঝি থেকে বিশ্বে রেডিও সম্প্রচার শুরু হয়। শব্দ তরঙ্গ এবং সংকেতের সাহায্যে একটি নির্দিষ্ট ব্যান্ডউইথের মধ্যে বার্তা পাঠানো শুরু হয়। তবে ভারতে রেডিওর আগমন বিংশ শতাব্দীর গোড়ার দিকে। যদিও গণমাধ্যমের জনপ্রিয় মাধ্যম হয়ে উঠতে বেশ কয়েক বছর সময় লেগেছিল।
advertisement
advertisement
তথাকথিত অশিক্ষিত মানুষের জন্য তথ্য প্রচারের কথা মাথায় রেখে রেডিওর প্রয়োজনীয়তা অনুভূত হয়। যারা বিজ্ঞাপন এবং সংবাদপত্র পড়তে পারতেন না তারা রেডিওর উদ্ভাবনের পরে বিভিন্ন তথ্য ও সংবাদ ভালোভাবে শুনতে ও বুঝতে পারতেন। এই গণমাধ্যমটির জনপ্রিয়তাকে বাঁচিয়ে রাখতে এবং এর ব্যবহারের বিস্তারের জন্য প্রতি বছর ১৩ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী বিশ্ব বেতার দিবস পালিত হয়।
advertisement
বিশ্ব রেডিও দিবস ২০২২: তাৎপর্য
দিনটি (World Radio Day 2022) উদযাপনের মূল উদ্দেশ্যই হল শ্রবণের মাধ্যমের বর্তমান সময়ের সংবাদ, বিনোদন, বিতর্ক সবকিছুর সঙ্গে মানুষকে তাল মিলিয়ে চলতে শিখতে উৎসাহিত করা। টেলিভিশন জনপ্রিয়তার এত এত বছর পরেও, রেডিও গানের বিশ্বস্ত মাধ্যম, ভ্রমণের সঙ্গী এবং সর্বোপরি কমিউনিটি রেডিওর মাধ্যমে দেশের বিভিন্ন সম্প্রদায়ের কণ্ঠস্বর বিশ্বের কাছে পৌঁছে দিয়েছে বেতার।
advertisement
ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচারিত ভুয়ো খবরে ছেয়ে গিয়েছে বিশ্ব। এরই মাঝে রেডিও কিন্তু এখনও সংবাদের বিশ্বস্ত উৎস হিসাবে মানুষের কাছে নিজের ভাবমূর্তি রাখতে সক্ষম হয়েছে। COVID-19 মহামারী চলাকালীন, রেডিও ঘৃণা বা বৈষম্যকে প্ররোচিত না করে তথ্যের একটি নির্ভরযোগ্য উৎস হিসেবে প্রমাণিত হয়েছে।
বিশ্ব রেডিও দিবস ২০২২: থিম
এ বছর বিশ্ব বেতার দিবসের (World Radio Day 2022) মূল থিম ‘রেডিও অ্যান্ড ট্রাস্ট’ (Radion and Trust)। সংবাদ প্রচারের মাধ্যমের বিশ্বাসযোগ্যতার কথা মাথায় রেখে এই থিমটির প্রস্তাব দেওয়া হয়েছিল।
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
World Radio Day 2022: ভুয়ো খবরের দুনিয়ায় এখনও 'বিশ্বস্ত' মাধ্যম রেডিও!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement