National Women's Day 2022: সরোজিনী নাইডুর জন্মজয়ন্তীতে আজ দেশজুড়ে পালিত জাতীয় মহিলা দিবস

Last Updated:

First Lady Governor of UP: সাহিত্যিক সরোজিনী নাইডু ছিলেন উত্তর প্রদেশের প্রথম মহিলা গভর্নর। বুদ্ধিজীবী এবং পণ্ডিত সরোজিনী প্রথম মহিলা হিসেবে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতিও নির্বাচিত হয়েছিলেন।

#নয়াদিল্লি: বিপ্লবের জন্ম হয় চেতনায়। বিপ্লবকে ঘটমান করে তোলে কর্মসূচি। ভারতে এই বিপ্লবের জন্ম হয়েছিল যাদের চেতনার স্ফুলিঙ্গে, তাঁদেরই অন্যতম সরোজিনী নাইডু (Sarojini Naidu)। নিজের বিচক্ষণতা এবং বক্তব্য দিয়ে দেশের ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখে গিয়েছেন সরোজিনী। ১৮৯৭ সালের ১৩ ফেব্রুয়ারি (Sarojini Naidu Birth Anniversary) সরোজিনী চট্টোপাধ্যায় হিসাবে জন্মগ্রহণ করেন তিনি। একজন রাজনৈতিক নেতা এবং কবি হিসেবে চিরকালই নারীর অধিকার (National Women's Day 2022) এবং নাগরিক অধিকারের জন্য দৃঢ়চেতা হয়ে লড়াই করেছেন ‘ভারতের নাইটিঙ্গেল’ সরোজিনী।
সরোজিনী নাইডুর জন্মবার্ষিকীতে (Sarojini Naidu Birth Anniversary) জাতীয় মহিলা দিবস (National Women's Day 2022)
ভারতের স্বাধীনতা আন্দোলনে এক গভীর ছাপ ফেলে ছিল সরোজিনী নাইডুর লেখা কবিতাগুলি। তবে শুধু এই কবিতার মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি সরজিনী। রোম্যান্স এবং শিশুদের কবিতার মতো সেই সময়ে তথাকথিত কম গুরুত্বপূর্ণ দিকেও নিজের লেখনীর শক্তি পরীক্ষা করেছিলেন তিনি। প্রতি বছর, ১৩ ফেব্রুয়ারি সরোজিনী নাইডুর জন্মবার্ষিকী স্মরণে জাতীয় মহিলা দিবস (National Women's Day 2022) পালিত হয়।
advertisement
advertisement
সাহিত্যিক সরোজিনী নাইডু ছিলেন উত্তর প্রদেশের প্রথম মহিলা গভর্নর। সেই সময় ইউনাইটেড প্রদেশ নামে পরিচিত ছিল এই রাজ্য। বুদ্ধিজীবী এবং পণ্ডিত সরোজিনী প্রথম মহিলা হিসেবে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতিও (National Women's Day 2022) নির্বাচিত হয়েছিলেন।
advertisement
১৯৪২ সালে মহাত্মা গান্ধির ভারত ছাড়ো আন্দোলনের সময় সরোজিনী নাইডুকেও ব্রিটিশ সরকার গ্রেফতার করে জেলে পাঠায়। ২১ মাস কারারুদ্ধ করে রাখা হয় সরোজিনীকে।
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
National Women's Day 2022: সরোজিনী নাইডুর জন্মজয়ন্তীতে আজ দেশজুড়ে পালিত জাতীয় মহিলা দিবস
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement