হোম /খবর /স্বাস্থ্য /
কলকাতায় ৩০০-র বেশি ভর্তি হাসপাতালে, অ্যাডিনো ভাইরাস নিয়ে বাড়ছে উদ্বেগ

Adenovirus: কলকাতায় ৩০০-র বেশি ভর্তি হাসপাতালে, অ্যাডিনো ভাইরাস নিয়ে বাড়ছে উদ্বেগ

অ্যাডিনো ভাইরাস নিয়ে বাড়ছে উদ্বেগ

অ্যাডিনো ভাইরাস নিয়ে বাড়ছে উদ্বেগ

Adenovirus: শিশুদের মধ্যে এই রোগের উপসর্গ পাওয়া গিয়েছে। ঢাকুরিয়া, মুকুন্দপুর ও সল্টলেক আমরি থেকে এই পরিসংখ্যান দেওয়া হয়েছে।

  • Share this:

কলকাতা: অ্যাডিনো ভাইরাস নিয়ে আরও উদ্বেগ বাড়ছে। শনিবার আমরি হাসপাতালের দেওয়া তথ্য অনুযায়ী, শ্বাসকষ্ট-সহ বিভিন্ন উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ১১৫ জন। আইসিইউ/এইচডিইউতে শ্বাসকষ্ট নিয়ে ভর্তি রয়েছেন অন্তত ২২ জন রোগী। শিশুদের মধ্যে এই রোগের উপসর্গ পাওয়া গিয়েছে। ঢাকুরিয়া, মুকুন্দপুর ও সল্টলেক আমরি থেকে এই পরিসংখ্যান দেওয়া হয়েছে।

প্রাপ্তবয়স্করা বেশিরভাগই অ্যাডিনো ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা, প্যারা ইনফ্লুয়েঞ্জা, রাইনো ভাইরাস, নিউমোককাস এবং আরএসভি-তে আক্রান্ত। চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন যে মাস্ক পরে থাকতে। বিশেষ করে যাঁদের জ্বর এবং অন্যান্য উপসর্গ রয়েছে, তাঁদের জনসাধারণের থেকে দূরে থাকা উচিত। আইসোনেশনে রাখা উচিত নিজেকে।

শুধুমাত্র আমরি নয়, শহরের বাকি হাসপাতাল এবং নার্সিংহোম থেকে যে ছবি এদিন উঠে এসেছে, তা বেশ চিন্তাজনক। ফর্টিস হাসপাতালে ভর্তি ৩৪ জন, আইসিইউতে রয়েছেন ৭ জন। মেডিকা হাসপাতালে ভর্তি ৫৬ জন এবং আইসিইউ ১৭ জন। ৩৩ জন ভর্তি রয়েছেন রুবি হাসপাতালে। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন ১১ জন। পিয়ারলেস হাসপাতালে ভর্তি ৩৯ জন। ৯ জন ভর্তি আছেন আইসিইউতে। বেলভিউতে ভর্তি রয়েছেন ২৮ জন, আইসিইউতে রয়েছেন ৭ জন।

আরও পড়ুন,  ফের ভাইরাস-আতঙ্ক! জ্বর, কাশি, শ্বাসকষ্ট! এক্কেবারে করোনার মতো, বাচ্চাদের সামলে..

আরও পড়ুন, পার্ক সার্কাসেরহাসপাতালে ৮০ লক্ষ টাকা দিল কেন্দ্রীয় সংস্থা এমএসটিসি লিমিটেড

আপাতত সবাইকে সতর্ক থাকতে বলছেন বিশেষজ্ঞরা। বাইরে কিংবা লোকালয়ে বের হলে মাস্ক পরে থাকতে বলা হচ্ছে। সেই সঙ্গে জ্বর, সর্দি কিংবা কাশির মতো সমস্যা থাকলে এ বিষয়ে আরও বেশি সাবধান হতে বলছেন চিকিৎসকরায়

Published by:Suvam Mukherjee
First published:

Tags: Adenovirus, Hospital