হোম /খবর /কলকাতা /
পার্ক সার্কাসেরহাসপাতালে ৮০ লক্ষ টাকা দিল কেন্দ্রীয় সংস্থা এমএসটিসি লিমিটেড

পার্ক সার্কাসের বেসরকারি শিশু হাসপাতালে ৮০ লক্ষ টাকা দান করল কেন্দ্রীয় সংস্থা এমএসটিসি লিমিটেড

এমএসটিসি দাম করল বিপুল পরিমাণ অর্থ

এমএসটিসি দাম করল বিপুল পরিমাণ অর্থ

বিভিন্ন রক্ত দান কেন্দ্র থেকে রক্ত সংগ্রহ করে পাক সার্কাসের শিশুদের এই হাসপাতাল। এই হাসপাতালেও রোগীকে দেওয়ার জন্য অনেকেই রক্তদান করেন।

  • Share this:

কলকাতা: পার্ক সার্কাসের বেসরকারি শিশু হাসপাতালে ৮০ লক্ষ টাকা দান করল কেন্দ্রীয় সংস্থা এমএসটিসি লিমিটেড। ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথের বিভিন্ন চিকিৎসা সংক্রান্ত সরঞ্জামের জন্য এই দান কেন্দ্রীয় সংস্থার।

কেন্দ্রীয় সংস্থা মেটাল স্ক্রাব ট্রেড কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর সুরিন্দর কুমার গুপ্তা-সহ সংস্থার আধিকারিকরা এদিন উপস্থিত ছিলেন। পার্ক সার্কাসের আই সি এইচ এ কেন্দ্রীয় সংস্থার আর্থিক সহযোগিতায় কেনা মেশিনগুলি ঘুরে দেখেন সংস্থার আধিকারিকেরা। এর ফলে হাসপাতালে শিশু চিকিৎসা আরও উন্নত হবে বলে জানান হাসপাতালের সিইও দেবপ্রসাদ সরকার।

কেন্দ্রীয় সংস্থা মেটাল স্ক্রাব ট্রেড কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর সুরিন্দর কুমার গুপ্তাকে সঙ্গে করে রক্ত পরীক্ষা বিভাগের বিভিন্ন ঘর ঘুরে দেখান ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ এর সিইও দেবপ্রসাদ সরকার। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় সংস্থা মেটাল স্ক্রাব ট্রেড কর্পোরেশন লিমিটেডের ফিন্যান্স বিভাগের ডিরেক্টর সুব্রত সরকার এবং বাণিজ্য বিভাগের ডিরেক্টর শ্রীমতি ভানু কুমার। এ ছাড়াও এমএসটিসি লিমিটেডের আধিকারিকরা ছিলেন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে।

আরও পড়ুন: পড়াশোনা করে চাকরি মিলবে কি না ঠিক নেই, পড়ুয়াদের চপ ভাজার 'শিক্ষা' প্রধান শিক্ষকের

আরও পড়ুন: ডিএ নিয়ে বাড়ছে ক্ষোভ! মমতা বললেন, 'আমি গুপি গাইন, বাঘা বাইন নই'

বিভিন্ন রক্ত দান কেন্দ্র থেকে রক্ত সংগ্রহ করে পাক সার্কাসের শিশুদের এই হাসপাতাল। এই হাসপাতালেও রোগীকে দেওয়ার জন্য অনেকেই রক্তদান করেন। সেই সমস্ত রক্ত রোগীর দেহে দেওয়ার আগে সব দিক খতিয়ে দেখে উপযুক্ত কিনা তা পরীক্ষা করতে এতদিন অনেক কাল ঘাম ছোটাতে হতো হাসপাতাল কর্তৃপক্ষকে। এমিসিসি লিমিটেডের আর্থিক সহযোগিতায় একটি নতুন যন্ত্র কেনা হয়েছে যা রক্ত পরীক্ষাকে আরও সহজ করবে। রক্তে কোন রোগের জীবাণু রয়েছে কিনা বা রোগীর দেহে সেই রক্ত উপযুক্ত কিনা তা সহজেই জানিয়ে দেবে এই যন্ত্র। সেই রক্ত পরীক্ষার যন্ত্রটি ঘুরে দেখেন এম এস টি সি লিমিটেড-এর আধিকারিকরা।

কেন্দ্রীয় সংস্থা মেটাল স্ক্রাব ট্রেড কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর সুরিন্দর কুমার গুপ্তা  নিউজ এইট্টিন বাংলাকে বলেন, এই হাসপাতাল গরিব পরিবারের রোগীদের জন্য সহায়তা করে। এই হাসপাতালে চিকিৎসা খরচ অনেক হাসপাতালে তুলনায় বেশ কম। উন্নতমানের পরিষেবা আরও সহজ মূল্যে শুরু হয়ে দেওয়ার জন্যই এই হাসপাতালকে আর্থিক সাহায্য করেছে এমএসটিসি লিমিটেড ভবিষ্যতে আরও প্রয়োজনে পাশে দাঁড়াবে আমাদের সংস্থা।

ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ-এর পক্ষ থেকে এই উপলক্ষে একটি অনুষ্ঠান করা হয়। সেখানে ছিলেন ইনস্টিটিউট ডিরেক্টর অপূর্ব ঘোষ। শিশু চিকিৎসক অপূর্ব ঘোষ জানান, বেসরকারি হাসপাতাল থেকে অনেক কম খরচে এই হাসপাতালে চিকিৎসা করা হয়। চিকিৎসার মান সঠিক রেখে পরিষেবা দেওয়ার জন্য বিভিন্ন কর্পোরেট সংস্থা ও অন্যান্য সংস্থার কাছে সাহায্য নিতে হয়। এই ধরনের সাহায্য যত আসবে ততই চিকিৎসাকে আরো সুলভে দেওয়া সম্ভব হবে এই হাসপাতালের ট্রাস্টের পক্ষে।

হাসপাতালের সিইও দেবপ্রসাদ সরকার বলেন গত বছরের তিন কোটিরও বেশি আর্থিক সাহায্য করা হয়েছে শিশু চিকিৎসায়। আর্থিকভাবে দুস্থ পরিবারের শিশুদের চিকিৎসায় সাহায্য করা হয়েছে। সুলভ মূল্যে চিকিৎসার পরেও আমাদের হাসপাতাল এবং ট্রাস্টের পক্ষ থেকে বিনামূল্যে অনেক চিকিৎসা করা হয়। এই ধরনের সামাজিক কাজ আরও বেশি করা যাবে যদি এমসিসি লিমিটেডের মত অন্যান্য সংস্থা ও তাদের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি মাধ্যমে আমাদের পাশে এসে দাঁড়ায়।

Published by:Uddalak B
First published:

Tags: Health News