Hair Colour: চুল রাঙিয়ে নিন ২০২২-এর ট্রেন্ডি রঙে, দেখভাল করা যায় সহজে!
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Hair Colour Tips: এখানে এই বছরে ট্রেন্ড করতে পারে এমন কয়েকটি চুলের রঙ বেছে নেওয়া হল।
#কলকাতা: স্টাইলে বদল আনতে চাইলে প্রথমেই যেটা মাথায় আসে সেটা হল চুলের রং পাল্টে ফেলা (Hair Colour)। এটাই সবচেয়ে সহজ এবং কার্যকর। চুলের রং বদলালে মনটাও ফুরফুরে হয়ে যায়। পাশাপাশি নিজের লুক বদলে একটা মেকওভার নেওয়ার সবচেয়ে সহজ উপায় এটাই! কিন্তু নতুন কোন রঙে চুল রাঙানো যায়, সেই নিয়েও অনেকেই বিভ্রান্ত হন। এখানে এই বছরে ট্রেন্ড করতে পারে এমন কয়েকটি চুলের রং বেছে নেওয়া হল (Hair Colour Tips)।
চকোলেট ক্যারামেল বালায়েজ: চুলে ডাইমেনশন আনতে চাইলে অথবা চুল হাইলাইট বা লোলাইট করতে চাইলে ট্রাই করে দেখতেই হবে চকোলেট ক্যারামেল বালায়েজ। এই লুকে চুলের গোড়ার দিকটায় গাঢ় রং হয়, তারপর সেই গাঢ় রঙের চুলের নিচের প্রান্তে ধীরে ধীরে হালকা শেডে মিশে যায়। গাঢ় ব্রাউন চুলে ডেপথ আনে, অন্যদিকে হালকা শেড এনে দেয় ভল্যুম। যাঁরা উজ্জ্বল রং বা প্যাস্টেল শেড নিয়ে পরীক্ষানিরীক্ষা করতে রাজি নন, তাঁদের জন্য এই শেডটি আদর্শ!
advertisement
advertisement
সান কিসড হেয়ার: নিজের মনের দীপ্তি ছড়িয়ে পড়বে চুলেও। নিজেকে ভিড়ের থেকে আলাদা করতে চাইলে বেছে নিতেই হবে এই রং। ব্লন্ড, ব্রুনেট আর রেড টোনের মিশ্রণে তৈরি এই উজ্জ্বল শেড দেবে ঝলমলে মজাদার মেজাজ!
মানি পিস: নতুন লুক চাই, কিন্তু পুরো চুল রং করাতে নারাজ? মনের এমন পরিস্থিতি থাকলে ট্রাই করা যায় মানি পিস। এতে শুধু চুলের সামনের দিকে রঙ করা হয়। কয়েকটা স্ট্রিক মাত্র। এতে নজরকাড়াও সহজ হয়। মাথার পুরো চুল রং না করেও প্রাণবন্ত স্টাইল পাওয়ার দুর্দান্ত উপায় এটা।
advertisement
স্প্ল্যাশ অফ কালার: চলতি বছরে যা কিছু হবে সবই নাটকীয়! এটাই ২০২২-এর ট্রেন্ড হতে চলেছে অনুমান। তাই ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়ে চোখধাঁধানো, উজ্জ্বল, নাটকীয় রঙে চুল রাঙিয়ে তুলতে চাইলে করতে হবে স্প্ল্যাশ অফ কালার। চুলের অল্প অংশেও করা যায়। আবার চাইলে পুরো চুলও রাঙিয়ে তোলা যায় নাটকীয় রঙে। দেওয়া যায় বহুমাত্রিক প্যাস্টেল হাইলাইট। তবে চুলে এমন রং করতে হলে প্রচুর ধৈর্য দরকার, কারণ একটানা অনেকক্ষণ বসে বসে কালার করতে হবে! তবে কে না জানে সবুরে মেওয়া ফলে।
advertisement
রিভার্স বালায়েজ: সাম্প্রতিক মরশুমের সবচেয়ে জনপ্রিয় ট্রেন্ড বালায়েজ। এটা তার ঠিক উল্টো। চুলের গোড়ার পরিবর্তে বাকি জমিতে এই রং ব্যবহার করা হয়। যা চুলের প্রাকৃতিক রঙের তুলনায় এক শেড হালকা। এতে শুধু অন্যরকম লুক আসে তাই নয়, দেখভাল করাও সহজ।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 03, 2022 10:18 AM IST