Durga Puja 2021: Beauty Tips: পুজোর সাজ মাটি করে দেবে গালের ব্রণ, শিখে নিন ব্রণ লুকিয়ে রাখার মন্ত্র

Last Updated:

Durga Puja 2021: Beauty Tips: অত তাড়াতাড়ি তো আর ব্রণটা ভ্যানিশ হয়ে যাবে না৷ তাই চলুন জেনে নেওয়া যাক, কী কী উপায়ে নিখুঁত ভাবে ব্রণ লুকিয়ে ফেলা যায়৷

পুজোর এক সপ্তাহও বাকি নেই৷ আর পুজোর (Durga Puja 2021) ঠিক মুখেই গালের মাঝখানে একটা ব্রণ (Problems of Pimples) বেরিয়েছে! এ বার কী হবে? ব্যস, গোটা পুজোই মাটি! পুজোর আগে বোধ হয় এর থেকে বড় দুঃস্বপ্ন আর কিছুই হতে পারে না৷ আসলে ব্রণ(Pimples) উঠলেই মনটা খারাপ হয়ে যায়৷ অনেকে আত্মবিশ্বাসের অভাবেও ভোগেন ব্রণর কারণে৷ কিন্তু অন্তত এক বার হলেও কখনও-না-কখনও প্রায় প্রতিটি মহিলাই এই পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছেন৷ আসলে পরিস্থিতি তো আর এড়ানো যায় না৷ পরিস্থিতি থেকে বার হতে মোকাবিলা করতে হয়৷ এ বার পুজোর মুখে ব্রণ হলে আর কী করা যাবে? পুজোর সাজগোজ বা মজা যাতে মাটি না-হয়, তার জন্য ব্রণটাকে লুকিয়ে ফেলতে হবে, যাতে বাইরে থেকে দেখে সে রকম কিছু বোঝা যায় না৷ কারণ অত তাড়াতাড়ি তো আর ব্রণটা ভ্যানিশ হয়ে যাবে না৷ তাই চলুন জেনে নেওয়া যাক, কী কী উপায়ে নিখুঁত ভাবে ব্রণ লুকিয়ে ফেলা যায়৷
নিখুঁত ভাবে ব্রণ লুকিয়ে ফেলার কয়েকটি উপায়-
টিন্টেড ময়শ্চারাইজার:
সামনেই কোনও অনুষ্ঠান৷ আর তার আগেই মুখে ব্রণ উঠেছে৷ এখন কী করণীয়? সব থেকে সোজা উপায় হল- টিন্টেড ময়শ্চারাইজার ব্যবহার করা৷ কারণ ব্রণর উপর টিন্টেড ময়শ্চারাইজার লাগিয়ে নিলে নিখুঁত ভাবে ব্রণ ঢেকে ফেলা যায়৷ এমনকী, বাইরে থেকে দেখলে কেউ বুঝতেই পারবে না যে, ব্রণ হয়েছে৷
advertisement
advertisement
পুজোর আগে হয় তো সকালে ঘুম থেকে উঠে দেখা গেল, ছোট্ট একটা ব্রণ বেরিয়েছে৷ তখন উপায়? এই পরিস্থিতিতে ব্রণর উপর কয়েক মিনিট ধরে বরফ ঘষে নিতে হবে৷ তা হলে দেখা যাবে, ব্রণর আশপাশের লাল দাগ অনেকটা কমে গিয়েছে৷ এ ভাবে বরফ ঘষতে থাকলে ধীরে ধীরে ব্রণও সেরে যায়৷
advertisement
কনসিলার:
চটজলদি ব্রণ লুকিয়ে ফেলতে অনেকেই ফাউন্ডেশন ব্যবহার করেন৷ কিন্তু সেটা না-করে কনসিলার ব্যবহার করে দেখতে পারেন৷ নিখুঁত ভাবে ব্রণ ঢাকতে অসাধারণ কাজে দেয় কনসিলার৷ আর বাইরে থেকে দেখে বোঝাও যাবে না যে, ব্রণ উঠেছে৷
advertisement
ব্রণ লুকিয়ে ফেলার দারুণ অপশন এটা৷ সবুজ অথবা হলুদ কালার কারেক্টর থাকলে তা ব্রণর উপর লাগিয়ে নিতে হবে৷ এর পর তার উপর কনসিলার লাগিয়ে নিলেই কেল্লা ফতে! গালে যে ব্রণ হয়েছে, সেটা বোঝাই যাবে না৷
প্রাইমার:
ব্রণর উপর সবুজ প্রাইমার ব্যবহার করলে একেবারে নিখুঁত ভাবে ব্রণ লুকিয়ে ফেলা যাবে৷
advertisement
ফাউন্ডেশন পাউডার:
যখন হাতের কাছে কোনও কিছুই নেই, তখন একমাত্র উপায় হচ্ছে ফাউন্ডেশন পাউডার৷ এটা আসলে ব্রণ লুকিয়ে ফেলার ইমার্জেন্সি হ্যাক৷ তাই ব্রণর উপর খানিকটা ফাউন্ডেশন পাউডার লাগিয়ে নিলেই সেটি ঢাকা পড়ে যাবে৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Durga Puja 2021: Beauty Tips: পুজোর সাজ মাটি করে দেবে গালের ব্রণ, শিখে নিন ব্রণ লুকিয়ে রাখার মন্ত্র
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement