এত কম বয়সে ইনসুলিন! শিশু এবং কিশোর-কিশোরীদের মধ্যে বাড়ছে ডায়াবেটিসের প্রবণতা, কী বলছেন চিকিৎসক?

Last Updated:

Diabetes In Kids: মাত্র ৬ বছর বয়সী শিশুরাও টাইপ ২ ডায়াবেটিস (T2D)-এ আক্রান্ত হচ্ছে। অথচ এই রোগ মূলত প্রাপ্তবয়স্কদের মধ্যেই আগে দেখা যেত। কেন এমন হচ্ছে? জানালেন এম এম মেডিক্যাল সেন্টারের এন্ডোক্রিনোলজিস্ট ডা. বিনায়ক সিনহা।

কমবয়সীদের মধ্যে বাড়ছে টাইপ ১ এবং টাইপ ২ ডায়াবেটিস।  (Representative Image: AI)
কমবয়সীদের মধ্যে বাড়ছে টাইপ ১ এবং টাইপ ২ ডায়াবেটিস। (Representative Image: AI)
এক সময়ে ডায়াবেটিস সাধারণ ভাবে আক্রমণ করত বয়স্কদেরই। কিন্তু আজকাল কমবয়সী এমনকী শিশু এবং কিশোর-কিশোরীদের মধ্যেও এই রোগের হার লাগামছাড়া ভাবে বাড়ছে। যার ফলে অভিভাবক তো বটেই, স্বাস্থ্যকর্মীরাও সিঁদুরে মেঘ দেখছেন! ভারত এবং সারা বিশ্বে চিকিৎসকেরা একটি ঝুঁকিপূর্ণ প্রবণতার বিষয়ে কথা বলেছেন। আর সেটা হল – মাত্র ৬ বছর বয়সী শিশুরাও টাইপ ২ ডায়াবেটিস (T2D)-এ আক্রান্ত হচ্ছে। অথচ এই রোগ মূলত প্রাপ্তবয়স্কদের মধ্যেই আগে দেখা যেত।
শুধু তা-ই নয়, কমবয়সীদের মধ্যে বাড়ছে টাইপ ১ এবং টাইপ ২ ডায়াবেটিস। তবে T2D ভয় ধরাচ্ছে সকলের মনে। আসলে এই সমস্য়ার সঙ্গে ওবেসিটি, খারাপ ডায়েট এবং শারীরিক কসরতের যোগ রয়েছে।
advertisement
advertisement
এএম মেডিকেল সেন্টারের এন্ডোক্রিনোলজিস্ট ডা. বিনায়ক সিনহা Growing Burden of Diabetes on Kids and Teens Too Young for Insulin Rising Type 2 Diabetes in Children how to cure Worries Parents what expert says
advertisement
Dr. Binayak Sinha, Endocrinologist at A M Medical Centre
এএম মেডিকেল সেন্টারের এন্ডোক্রিনোলজিস্ট ডা. বিনায়ক সিনহা বলেন যে, T2D এমন রোগের বোঝা বহন করে, যা প্রাণঘাতী রোগের ঝুঁকি বাড়ায়। অনেক সময় তা চোখ, নার্ভ, লিভার, কিডনি, মস্তিষ্ক, হার্ট এবং নিম্নাঙ্গের অসাড়তা দেখা দেয়। T2D যতদিন দীর্ঘস্থায়ী হবে, তার জটিলতাও বৃদ্ধি পাবে। আর চিকিৎসার ক্ষেত্রেও সমস্যা দেখা দেবে।
advertisement
ডা. সিনহা আরও বলেন যে, সারা বিশ্বের মতো এটা ভারতবর্ষেও ভয়ঙ্কর সত্য হয়ে উঠেছে। কমবয়সী এমনকী শিশুদের মধ্যেও T2D দেখা যাচ্ছে। আসলে ওবেসিটির হার বৃদ্ধির কারণেই এমনটা হচ্ছে বলে ধারণা। বাচ্চারা সাধারণত অস্বাস্থ্যকর এবং ফাস্ট ফুড খেতে পছন্দ করে। আর খেলাধূলা কিংবা এক্সারসাইজও করে না তারা। বরং ল্যাপটপ কিংবা মোবাইল স্ক্রিনেই মুখ গুঁজে থাকে।
advertisement
যেসব শিশুর ডায়াবেটিস রয়েছে, তাদের নিয়মিত শর্করার মাত্রা পরীক্ষা করাতে হবে। ইনসুলিন নেওয়া, খাদ্যাভ্যাসের বিধিনিষেধ নিয়ন্ত্রণ করা ইত্যাদি উপায়ও অবলম্বন করতে হবে। নাহলে যৌবনে দীর্ঘস্থায়ী অসুস্থতাকে ঘিরে থাকা কলঙ্ককেও আরও বাড়িয়ে তোলে। আর এর পিছনে জীবনযাত্রার পরিবর্তনকেই দায়ী করেছেন বিশেষজ্ঞরা। জাঙ্ক ফুড সেবন, আল্ট্রা-প্রসেসড খাবার খাওয়া এবং অতিরিক্ত স্ক্রিন দেখার মতো আচরণ শিশুদের জীবনযাত্রায় ঢুকে পড়েছে। এমনকী স্কুলগুলিও শিশুদের এই জীবনযাত্রার সঙ্গে তাল মিলিয়ে চলতে হিমশিম খাচ্ছে।
advertisement
বর্ষার আগে যখন তখন সাপের ছোবল…! যাচ্ছে প্রাণ! রান্নাঘরের এই ‘মশলা’ সঙ্গে থাকলে লেজ তুলে পালাবে সাপ
এই প্রসঙ্গে ডা. সিনহা জোর দিয়ে বলেন যে, আমাদের সামাজিক পরিবর্তনের প্রয়োজন। শুধুমাত্র স্বাস্থ্যকর্মীদের উপরেই নির্ভর করলে হবে না, সেই সঙ্গে স্কুল ও মা-বাবাদেরও সচেতন হতে হবে। স্বাস্থ্যকর খাওয়াদাওয়ার উপর জোর দিতে হবে। ফাস্ট ফুড এড়িয়ে চলতে হবে। তার বদলে খেতে হবে তাজা ফল এবং শাকসবজি, স্বাস্থ্যকর প্রোটিন ও বাদাম। কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার থেকে বিরত থাকতে হবে। তিনি আরও বলেন, এর পাশাপাশি খেলাধূলার উপরেও জোর দিতে হবে।
advertisement
দ্রুত রোগ নির্ণয়ের গুরুত্বও গভীর। হার্ট, কিডনি, নার্ভ এমনকী দৃষ্টিশক্তির ক্ষেত্রেও দীর্ঘস্থায়ী এই রোগ ঝুঁকি বাড়ায়। যদিও এত কিছু সত্ত্বেও আশার আলো রয়েছে। বাচ্চাদের মধ্যে ওবেসিটি কমানোর লক্ষ্যে তৈরি করা হচ্ছে নতুন নতুন ডিজিটাল টুল, কমিউনিটি হেলথ প্রোগ্রাম এবং স্কুল-ভিত্তিক ওয়েলনেস উদ্যোগ। শিশুদের মধ্যে খাওয়াদাওয়া এবং নিয়মিত শারীরিক কসরতের অভ্যাস তৈরি করা জরুরি।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
এত কম বয়সে ইনসুলিন! শিশু এবং কিশোর-কিশোরীদের মধ্যে বাড়ছে ডায়াবেটিসের প্রবণতা, কী বলছেন চিকিৎসক?
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement