Happy Teddy Day 2022: টেডি দিবসের ছোট্ট-মিষ্টি প্রেমের বার্তায় ভরপুর হোক আপনার ঝুলি, দেখে নিন প্রিয়জনকে শুভেচ্ছা পাঠানোর ভাবনা...

Last Updated:

Happy Teddy Day 2022: টেডি বিয়ার আমাকে তোমার কথা মনে করিয়ে দেয়। ও একদম তোমার মতোই নরম আর উষ্ণ। শুভ টেডি দিবস!

Happy Teddy Day 2022: Wishes, Images, Greetings, Cards, Quotes Messages, Photos, SMSs WhatsApp and Facebook Status
Happy Teddy Day 2022: Wishes, Images, Greetings, Cards, Quotes Messages, Photos, SMSs WhatsApp and Facebook Status
আমরা যতই বড় হয়ে যাই না কেন, ভিতরের শিশুটি কখনই মারা যাবে বলে মনে হয় না। একটাই তো জীবন। যাক না যেদিকে যেতে চায় প্রাণ... মাঝেমধ্য়ে শিশু হয়ে গেলে ক্ষতি তো কিছু নেই। রামগড়ুরের ছানা হয়েই যদি জীবন কাটিয়ে দিলেন, তাহলে আর করলেন কী? 
প্রেমের সপ্তাহের (Valentine's Week) আজ চতুর্থ দিন। তবে আজকের দিনটা বাকি দিনগুলোর থেকে একটু আলাদা। আজকের দিন একটু বেশি মিষ্টি। আজ টেডি ডে (Happy Teddy Day 2022)।  এই দিনটির উদ্দেশ্যই হল আপনার ভালবাসার মানুষকে টেডি বিয়ার দেওয়া, বিশেষ অনুভূতি ভাগ করে নেওয়া। রইল টেডি দিবসের ( Happy Teddy Day 2022) শুভেচ্ছা, উদ্ধৃতি... 
advertisement
advertisement
(১) টেডি ডে-তে, আমরা এমন মানুষের কথা ভাবি যারা আমাদের উৎসাহিত করেছে। চলার পথে একটা জায়গা করে নিয়েছে। সদয় এবং যত্নশীল হতে শিখিয়েছে। তুমি তাদের মধ্য়েই একজন। ধন্য়বাদ। শুভ টেডি দিবস।
advertisement
(২) জানো তো, একটা টেডি বিয়ার আমাকে তোমার কথ মনে করিয়ে দেয়। এটা তোমার মতোই নরম আর উষ্ণ। শুভ টেডি দিবস! 
(৩) আমি চাই তুমি আমাকে তোমার টেডির মতোই শক্ত করে জড়িয়ে ধরো আর তোমার সবটা সময় আমার সঙ্গে কাটাও। শুভ টেডি দিবস!
(৪) আমার নরম, মিষ্টি  টেডিকে টেডি দিবসের শুভেচ্ছা। তুমি আমার সবচেয়ে সুন্দর টেডির চেয়েও সুন্দর।
advertisement
(৫) তোমাকে একটা বড়োসড়ো, মোটাসোটা টেডি উপহার দিলাম। আমি চাইব যেন কখনই তুমি আমার অনুপস্থিতি অনুভব না কর। শুভ টেডি দিবস। 
 (৬) টেডি কখনওই কোনও প্রজন্মের জন্য সেকেলে উপহার নয়, তা শৈশব হোক বা প্রাপ্তবয়স্ক- সবার জন্যই সমান আনন্দের। শুভ টেডি দিবস!
advertisement
(৭) তোমার জন্য এই টেডি বিয়ার দিবসে আমার পক্ষ থেকে অনেক অনেক  উষ্ণ আলিঙ্গন এবং চুমু! ভালবাসি ...
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Happy Teddy Day 2022: টেডি দিবসের ছোট্ট-মিষ্টি প্রেমের বার্তায় ভরপুর হোক আপনার ঝুলি, দেখে নিন প্রিয়জনকে শুভেচ্ছা পাঠানোর ভাবনা...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement