Happy Teddy Day 2022: আজ টেডি দিবস, জেনে নিন কোন রংয়ের টেডির কী অর্থ...

Last Updated:

Teddy Day: প্রতি বছর ১০ ফেব্রুয়ারি উদযাপন করা হয় টেডি দিবস। তবে দিনটি এক থাকলেও সব টেডির মানে কিন্তু এক নয়। এক এক রকমের টেডি এক এক রকমের অর্থ বহন করে।

Every year on February 10, Teddy Day is celebrated all around the world. This year, Teddy Day falls on Thursday. (Images: Shutterstock)
Happy Teddy Day 2022
Every year on February 10, Teddy Day is celebrated all around the world. This year, Teddy Day falls on Thursday. (Images: Shutterstock) Happy Teddy Day 2022
প্রেমের সপ্তাহের (Valentine's Week) আজ চতুর্থ দিন। তবে আজকের দিনটা বাকি দিনগুলোর থেকে একটু আলাদা। আজকের দিন একটু বেশি মিষ্টি। আজকের দিনটা প্রেমিকের কাছে সেই ঠোঁট  ফোলানো শিশুটি হয়ে যাওয়ার দিন। আজ টেডি ডে (Happy Teddy Day 2022)।
এর আগেও প্রেমিকার মান ভাঙানোর জন্য় হরেক রং বা রকমের টেডি নিয়ে হাজির হয়েছেন না? তবে আজ এমনিই টেডি দেওয়ার দিন (Teddy Day)। আপনার দেওয়া এই উপহার আপনার প্রেমিকা বুকে জড়িয়ে রাখবে। আচ্ছা টেডি দিবস (Happy Teddy Day 2022) উদযাপন তো করছেন। কিন্তু জানেন কি কোন রংয়ের টেডির কী অর্থ? না জানলে চটপট জেনে ফেলুন।
advertisement
advertisement
লাল টেডি আবেগ এবং ভালবাসার প্রতিনিধিত্ব করে। আপনার ও আপনার প্রিয় মানুষটির সংযোগের মানসিক তীব্রতা বাড়ানোর জন্য লাল (Red) টেডি দেওয়া হয়।
নীল (Blue) টেডি গভীরতা, শক্তি, প্রজ্ঞা এবং প্রতিশ্রুতি বোঝায়। এটি বোঝায়, আপনার ভালবাসা সত্যিই শক্তিশালী এবং আপনি আপনার সম্পর্কের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।
advertisement
গোলাপী (Pink) টেডি আপনার প্রস্তাবের সম্মতি বোঝায়। বোঝায় যে সে আপনাকে ভালবাসে এবং আপনার আবেগকে সম্মান করে।
সবুজ (Green) টেডি আপনার প্রিয়জনের সঙ্গে গভীর সংযোগ এবং তাদের জন্য অপেক্ষা করারইচ্ছার প্রতীক।
advertisement
কমলা (Orange) টেডি সুখ, আশা এবং আলোর প্রতীক। যদি আপনাকে একটি কমলা টেডি দেওয়া হয় তাহলে আপনার সম্পর্কে আশার আলো অনেক বেশি।
তাহলে, মন জয় করতে, প্রিয়জনকে তার প্রিয় রঙের টেডি বিয়ার দিন এবং আপনার বিশেষ মানুষটির সঙ্গে এই দুর্দান্ত দিনটি (Happy Teddy Day 2022) উপভোগ করুন।
advertisement
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Happy Teddy Day 2022: আজ টেডি দিবস, জেনে নিন কোন রংয়ের টেডির কী অর্থ...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement