বর্ষাকাল হল মশার বংশবৃদ্ধির আঁতুড়ঘর ৷ মশার হাত থেকে বাঁচতে ঘরে ঘরে স্প্রে, জেল, কয়েল. অয়েন্টমেন্ট-সহ আরও কত তোড়জোড় ৷ এ সব রাসায়নিক উপায় এড়িয়ে মশার কামড় ও মশাবাহিত রোগের হাত থেকে বাঁচতে পারেন প্রাকৃতিক উপায়েও৷ সেই মুশকিল আসান হল গ্রিন টি৷ ৫ হাজার বছর ধরে প্রচলিত গ্রিন টি-র উপকারিতা অসংখ্য৷
স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি রপচর্চারও অন্যতম অঙ্গ গ্রিন টি বা সবুজ চা৷ নন টক্সিক গ্রিন টি মশা তাড়াতেও খুবই কার্যকর ৷ কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ের আয়ুর্বেদ বিভাগের প্রধান কে এন দ্বিবেদীর দাবি, গ্রিন টি-র গন্ধ মশা তাড়ায় ৷ লেবুর মতো গ্রিন টি-ও মৌমাছি ও মশা তাড়ায় ৷ রাসায়নিক উপাদানের তুলনায় এটা ভেষজ, নিরাপদ ও অর্থ সাশ্রয়ী৷
আরও পড়ুন : সদ্য সমুদ্রের কাছ থেকে বেড়িয়ে এলেন? ঘরোয়া উপায়ে সহজেই তুলে ফেলুন ত্বকের রোদপোড়া অংশ
মশা তাড়াতে কীভাবে কাজে লাগাবেন গ্রিন টি-
# বাড়ির এক কোণায় গ্রিন টি-র পাতা পোড়ান ৷ যাতে এর গন্ধ সারা বাড়ি ও ফ্ল্যাট ছেয়ে যায় ৷ এই গন্ধ জাদুর মতো কাজকরবে মশা তাড়াতে৷
# গ্রিন টি-র পেস্ট বানিয়ে দেহের অনাবৃত অংশে মালিশ করলে সেখানে মশা বসবে না
আরও পড়ুন : শরীর ভাল রাখতে কাঁচা দুধ খাচ্ছেন? দেখে নিন কী বিপদ লুকিয়ে আছে!
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।