শীত বাড়তেই রোগ বাড়ছে বাড়ির পোষ্য ছাগলের! কী করে রক্ষা করবেন জানুন চিকিৎসকের পরামর্শ
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:SUROJIT DEY
Last Updated:
শীত বাড়তেই নিজের সঙ্গে নিন বাড়ির গবাদি পশুদেরও যত্ন! তা না হলে সমস্যা হতে পারে। বাড়িতে থাকা গবাদি পশুদের মধ্যে ছাগল অন্যতম। এই শীতকালে বিশেষ করে ছাগলদের যত্ন নেওয়া উচিত। কারণ এই সময় পিপিআর এবংপক্স রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা থাকে। সঠিক সময়ে প্রয়োজন সঠিক ভ্যাকসিনেশনের। আপনার বাড়িতেও কি ছাগল রয়েছে? এই বিষয়গুলি না মানলে গুরুতর সমস্যার সম্মুখীন হতে পারেন। রইল বিশেষজ্ঞের পরামর্শ।
জলপাইগুড়ি: শীত বাড়তেই নিজের সঙ্গে নিন বাড়ির গবাদি পশুদেরও যত্ন! তা না হলে সমস্যা হতে পারে। বাড়িতে থাকা গবাদি পশুদের মধ্যে ছাগল অন্যতম। এই শীতকালে বিশেষ করে ছাগলদের যত্ন নেওয়া উচিত। কারণ এই সময় পিপিআর এবংপক্স রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা থাকে। সঠিক সময়ে প্রয়োজন সঠিক ভ্যাকসিনেশনের। আপনার বাড়িতেও কি ছাগল রয়েছে? এই বিষয়গুলি না মানলে গুরুতর সমস্যার সম্মুখীন হতে পারেন। রইল বিশেষজ্ঞের পরামর্শ।
আরও পড়ুন- মমতার পর বাংলার মসনদে কে? উত্তরসূরি কে হবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
উত্তরবঙ্গে নভেম্বর মাসের পর শীতের প্রভাব বাড়তে শুরু করেছে, যার ফলে ছাগলদের মধ্যে বিভিন্ন রোগের সৃষ্টি হচ্ছে। এর মধ্যে একটি অন্যতম রোগ হল শীতকালীন পিপিআর (PPR) রোগ, যা ছাগলের সর্দি ও শ্বাসকষ্টের মাধ্যমে মৃত্যু পর্যন্ত হতে পারে, যদি সঠিক চিকিৎসা না করা হয়।প্রাণী পালন বিশেষজ্ঞ ডাক্তার মনীষ কুমার দাস জানিয়েছেন, শীতের সময় ছাগলদের পক্স আরেকটি রোগও হতে পারে, যার প্রতিরোধে ভ্যাকসিন গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভ্যাকসিন না দিলে ছাগলের মৃত্যু বা বংশবিস্তার কমে যাওয়ার ঝুঁকি থাকে।
advertisement
advertisement
ডাঃ দাস আরও বলেন, শীতকালে ছাগলদের যত্নে কিছু বিষয় অনুসরণ করা উচিত। রাতের বেলায় ছাগলদের উঁচু জায়গায় মাচা করে রাখার ব্যবস্থা করতে হবে যাতে ঠান্ডা না লাগে। পাশাপাশি পক্স, পিপিআর, এবং কৃমির রোগের প্রতিরোধে সঠিক সময় ওষুধ খাওয়ানো উচিত। এছাড়া, ঠান্ডার সময়ে ছাগলদের সকালে খানিক রোদ উঠলে তবেই বাইরে বের করার পরামর্শ দিয়েছেন তিনি। এছাড়া, ছাগলদের স্বাস্থ্য সুরক্ষিত রাখতে স্থানীয় রাজ্য সরকারের স্বাস্থ্য কেন্দ্রগুলোতে গিয়ে ভ্যাকসিন প্রদান করা জরুরি। এই বিষয়াদি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন থাকতে হবে সর্বদা।
advertisement
সুরজিৎ দে
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 06, 2024 10:33 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
শীত বাড়তেই রোগ বাড়ছে বাড়ির পোষ্য ছাগলের! কী করে রক্ষা করবেন জানুন চিকিৎসকের পরামর্শ