Medical Website: ডাক্তারের চেম্বারে গিয়ে অপেক্ষা আর নয়! পরিষেবা পাবেন এবার ঘরে বসেই, চিকিৎসা ব্যবস্থায় নতুন দিশা দেখাচ্ছে এই সংস্থা

Last Updated:

ডাক্তার এবং প্রযুক্তিবিদদের আন্তর্জাতিক দল দ্বারা প্রতিষ্ঠিত একটি স্বাস্থ্যসেবা স্টার্ট-আপ দেশের চিকিৎসা ব্যবস্থায় এক নতুন দিশা দেখাতে চলেছে। শীঘ্রই কলকাতায় তাঁরা তাঁদের কার্যক্রম চালু করতে চলেছে।

News18
News18
মুমূর্ষু রোগী বা বয়স্ক মানুষদের ক্ষেত্রে যেকোনও কঠিন মুহূর্তে ডাক্তারের চেম্বারে গিয়ে চিকিৎসা পরিষেবা মাঝে মধ্যেই অসুবিধাজনক হয়ে পরে। বা কোনও রোগী যদি বাড়িতে একা থাকেন পরিস্থিতি খারাপ হলে তাঁকে দেখার কেউ থাকে না। এবার এই সকল সমস্যার সমাধান হয়ে যাবে নিমেষেই। কারণ কলকাতায় চালু হতে চলেছে এমন এক পরিষেবা যা সর্বদা খেয়াল রাখবে আপনার বাড়ির রোগীটির।
সম্প্রতি কলকাতায় এক সাংবাদিক বৈঠকে এমনই ঘোষণা করেছে ”গ্লোবাল ক্লাউড কেয়ার’ বলে এক সংস্থা। মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক বিশেষজ্ঞ চিকিৎসকদের কাজে লাগিয়ে এই স্টার্টআপ সংস্থাটি শীঘ্রই তাঁদের পরিষেবা চালু করতে চলেছেন কলকাতায়। তাঁদের মূল লক্ষ্যই হল ‘চিকিৎসা ব্যবস্থাকে মানুষের ঘরে বা তাঁদের পছন্দের জায়গায় নিয়ে আসা।’
advertisement
advertisement
জিসিসি স্বাস্থ্যসেবায় বিভিন্ন চাহিদা মেটাতে দুর্দান্ত কার্যকরী ভূমিকা নেওয়ার দাবি করে। ডায়াবেটিস এবং হৃদরোগের মতো দীর্ঘমেয়াদী রোগের জন্য ব্যক্তিগত যত্নের পরিকল্পনা-সহ দীর্ঘস্থায়ী রোগের যত্নে ও স্বল্পমেয়াদী অসুস্থতা বা আঘাতের সমাধানে কার্যকরী স্বাস্থ্যসেবামূলক প্যাকেজ, এবং গুরুতর পরিস্থিতির জন্য জরুরি সহায়তা দুই দিতে বদ্ধপরিকর জিসিসি। এছাড়া ক্রমাগত পর্যবেক্ষণের মাধ্যমে যে কোনও রোগীর স্বাস্থ্য সম্পর্কে খেয়াল রাখা এবং প্রয়োজনমত তাঁকে তাঁর স্বাস্থ্য অবস্থার জানান দেওয়া ইত্যাদি থাকবে এই পরিষেবায়। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল এই গোটা কার্যক্রমটাই ঘটবে একটি নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে।
advertisement
এদিন গ্লোবাল ক্লাউড কেয়ারের প্রতিষ্ঠাতা ও পরিচালক স্বেতাঙ্ক শেখর বলেন, ‘জিসিসি-তে, মানুষের প্রতি সহানুভূতিশীল হওয়া আমাদের পরিষেবার মূল কথা। আমরা স্বাস্থ্যসেবাকে পুনরায় সংজ্ঞায়িত করছি যা শুধুমাত্র চিকিৎসা ব্যবস্থার চাহিদা পূরণ করবে তা নয়, সেইসঙ্গে আমরা রোগীদের মানসিক ও সামাজিক সুস্থতার দিকেও সমানভাবে মনোযোগ দিচ্ছি। আমরা চাই যে প্রত্যেকে যেন তাদের অনন্য চাহিদা অনুযায়ী মর্যাদাপূর্ণ, ক্রমাগত যত্ন পায়।’ এছাড়াও ডঃ কানিনিকা ভার্মা , প্রতিষ্ঠাতা এবং উপদেষ্টা, জানান, ‘আমরা তৎপরতার সঙ্গে যত্ন নিয়ে একটি উচ্চ মান প্রতিষ্ঠা করতে চাই। আমাদের লক্ষ্যে সবার প্রথমেই আসে মানুষ এবং যথাযত পরিষেবার মাধ্যমে তাদের সমস্যার সমাধান করা।’
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Medical Website: ডাক্তারের চেম্বারে গিয়ে অপেক্ষা আর নয়! পরিষেবা পাবেন এবার ঘরে বসেই, চিকিৎসা ব্যবস্থায় নতুন দিশা দেখাচ্ছে এই সংস্থা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement