China New Virus HMPV Outbreak: চিনে চোখ রাঙাচ্ছে রহস্যময় ভাইরাস! কী এই এইচএমপিভি? ভারতেও হানা দিতে পারে? কী বলছেন ডাক্তাররা?

Last Updated:
HMPV outbreak in China: কোভিডের অতিমারির পাঁচ বছরের মধ্যেই ফের চোখ রাঙাচ্ছে নতুন এক রহস্যময় ভাইরাস। ইতিমধ্যেই, চিনের বেশ কিছু জায়গায় বেড়ে চলেছে এই ভাইরাসের প্রকোপ।
1/7
ইতিমধ্যেই, চিনে আরও ভয় বাড়িয়েছে এক রহস্যময় ভাইরাস। নতুন এই ভাইরাসের নাম রাখা হয়েছে হিউমাননিউমনোভাইরাস (এইচএমপিভি)। কিন্তু, চিন সরকার এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা কেউই কোনও সতর্কতা জারি করেনি। প্রতীকী ছবি
কোভিডের অতিমারির পাঁচ বছরের মধ্যেই ফের চোখ রাঙাচ্ছে নতুন এক রহস্যময় ভাইরাস। ইতিমধ্যেই, চিনের বেশ কিছু জায়গায় বেড়ে চলেছে এই ভাইরাসের প্রকোপ। প্রতীকী ছবি
advertisement
2/7
HMPV,China,virus outbreak,influenza A,Mycoplasma pneumoniae,pneumonia,respiratory diseases, China New Virus HMPV News, China News, China Virus, Covid19, HMPV Virus, Human metapneumovirus, China COVID-19, human metapneumovirus, mysterious virus China, human metapneumovirus, HMPV RNA virus, What is HMPV
নতুন এই ভাইরাসের নাম রাখা হয়েছে হিউম্যান মেটানিউমভাইরাস, যা চিনের বেশ কিছু জায়গায় রীতিমত ভয় ধরাচ্ছে। প্রতীকী ছবি
advertisement
3/7
সমাজমাধ্যম সূত্রে খবর, ইনফ্লুয়েঞ্জা এ, মাইকোপ্লাজমা নিউমনিউনিয়া-সহ একাধিক ভাইরাসে জর্জরিত হয়ে পড়েছে ড্রাগনের দেশ। কিন্তু, এখনও পর্যন্ত সে কথা স্বীকার করেনি সে দেশের সরকার। প্রতীকী ছবি
তবে, এখনও চিন সরকার বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা কারোর পক্ষ থেকেই কোনও ধরনের সতর্কতা জারি করা হয়নি। প্রতীকী ছবি
advertisement
4/7
করোনা অতিমারির স্মৃতি এখনও টাটকা, এর মাঝেই ফের টাটকা হয়ে উঠছে আরও এক মহামারির চোখ রাঙানি। প্রতীকী ছবি, HMPV,China,virus outbreak,influenza A,Mycoplasma pneumoniae,pneumonia,respiratory diseases, China New Virus HMPV News, China News, China Virus, Covid19, HMPV Virus, Human metapneumovirus, China COVID-19, human metapneumovirus, mysterious virus China, human metapneumovirus, HMPV RNA virus, What is HMPV. করোনা অতিমারির পাঁচ বছর বাদে ফের সমাজ মাধ্যমে ঘুরে ফিরে আসছে চিনে ছড়িয়ে পড়া নতুন মহামারির খবর। করোনা অতিমারির মতন একই দৃশ্য, হাসপাতাল শয্যা নেই, শ্মশানে উপচে পড়ছে দেহ। ফের, সেই দৃশ্যই নাকি ফুটে উঠেছে চিনে। প্রতীকী ছবি
এই বিষয় ডাক্তার শরদ জোশি জানাচ্ছেন, এটি নতুন কোনও ভাইরাস নয়। তবে, এই ভাইরাসের নতুন কোনও ভ্যারিয়েন্ট আসেনি। প্রতীকী ছবি
advertisement
5/7
এইচএমপিভি এই ভাইরাস মূলত শ্বাসনালীর ভাইরাস, ফলে এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তিরা শ্বাসকষ্ট, কাশির মাধ্যমে সুস্থ ব্যক্তিদের মধ্যে ছড়িয়ে দিতে পারে। ফলে এই সময় ভিড় এলাকা এড়িয়ে চলাই শ্রেয়। প্রতীকী ছবি
ভারতে কোনও প্রকোপ রয়েছে?ভারতে ইনফ্লুয়েঞ্জা-সহ শ্বাসকষ্টজনিত রোগের সমস্যা নিয়ে গত দুমাস ধরে রোগীর সংখ্যা বাড়লেও এখনই কোনও ধরনের ভয়ের সম্ভাবনা নেই। প্রতীকী ছবি
advertisement
6/7
যদি আপনার সিওপিডি বা হাঁপানি থাকে তবে এই ভাইরাসে আক্রান্ত থাকলে তা আপনার ফুসফুসে আরও বেশি প্রভাব ফেলবে। তাই এই সময় পরিশ্রমজনক কোনও কাজ এড়িয়ে চলুন। পারলে সম্পূর্ণ বিশ্রামে থাকুন। প্রতীকী ছবি
তবে কিছু বিষয়ে সাবধান করছেন ডাক্তাররা।যদি আপনার সিওপিডি বা হাঁপানি থাকে তবে এই ভাইরাসে আক্রান্ত থাকলে তা আপনার ফুসফুসে আরও বেশি প্রভাব ফেলবে। তাই এই সময় পরিশ্রমজনক কোনও কাজ এড়িয়ে চলুন। পারলে সম্পূর্ণ বিশ্রামে থাকুন। প্রতীকী ছবি
advertisement
7/7
HMPV,China,virus outbreak,influenza A,Mycoplasma pneumoniae,pneumonia,respiratory diseases, China New Virus HMPV News, China News, China Virus, Covid19, HMPV Virus, Human metapneumovirus, China COVID-19, human metapneumovirus, mysterious virus China, human metapneumovirus, HMPV RNA virus, What is HMPV
এই ভাইরাস মূলত শ্বাসকষ্টজনিত রোগ তাই এই রোগের ফলে হাঁপানি-সহ একাধিক সমস্যার সম্মুখীন হতে হয় বলে জানাচ্ছেন ডাক্তাররা।
advertisement
advertisement
advertisement