Gift: এই কটি গাছ ভুলেও উপহার দেবেন না, ফল হবে মারাত্মক! অন্যের জীবন নষ্ট করবেন না

Last Updated:

Gift: ছাদে হোক বা বারান্দায় এমনকী ঘরের ভিতরেও অনেকে গাছ রাখেন। তাতে ঘরের সৌন্দর্য বেড়েও যায় কয়েকগুণ।

কলকাতা: গাছ আমাদের রক্ষক। এটা আমরা সকলেই জানি। ক্রমাগত বৃক্ষচ্ছেদনের ফলে পৃথিবী যথেষ্ট ক্ষতিগ্রস্ত। তাই নতুন করে চেষ্টা চলছে বন সৃজনের। সকলেই চান আবার সবুজে ভরে উঠুক পৃথিবী। একটু সবুজ গাছ মন ভাল করে দিতে পারে।
আজকাল অনেকেই তাঁদের বাড়িতে ছোট ছোট বাগান করতে উৎসাহী। ছাদে হোক বা বারান্দায় এমনকী ঘরের ভিতরেও অনেকে গাছ রাখেন। তাতে ঘরের সৌন্দর্য বেড়েও যায় কয়েকগুণ।
অনেকেই আজকাল উপহার হিসেবে গাছ উপহার দিয়ে থাকেন। উপহার হিসেবে গাছ পেতেও চান অনেকে। এযেন এক অমূল্য উপহার। কিন্তু কী গাছ উপহার দেওয়া হচ্ছে সেদিকে নজর রাখা দরকার। বাস্তু অনুযায়ী বেশ কিছু গাছ সংসারের অমঙ্গল করতে পারে। তাই এই গাছগুলি কখনই কাউকে উপহার দেওয়া উচিত নয়—
advertisement
advertisement
ক্যাকটাস—
ক্যাকটাস ধৈর্যের প্রতীক। কিন্তু এর কাঁটার কারণেই এই ধরনের গাছ উপহার হিসেবে আদর্শ নয়।
মৃত গাছ—
মৃত বা শুকিয়ে যাওয়া গাছ ভীষণ ভাবে নেতিবাচকতা বহন করে। এটি ক্ষতির প্রতীক। তাই এই গাছ ঘরে রাখা মোটেও উচিত নয়।
advertisement
বিষাক্ত গাছ—
কোনও রকম বিষাক্ত গাছও উপহার দেওয়া উচিত নয়। এতে দ্বন্দ্ব তৈরি হতে পারে। ভুল বার্তাও যেতে পারে।
ইনভেসিভ প্লান্টস—
বেশ কিছু খুবই আধিপত্যকামী হয়ে থাকে। এগুলি অন্য প্রজাতির গাছ মেরে ফেলে নিজের প্রজাতি বাড়িয়ে যায়। এই ধরনের গাছও উপহার দেওয়া উচিত নয়। এতে অধিকারপ্রবণতার বার্তা যেতে পারে।
advertisement
কাঁটাযুক্ত গোলাপ—
এই গাছ হৃদয় বেদনার প্রতীক। তাই উপহার হিসেবে এই গাছ দেওয়াও ঠিক নয়।
ইউকা গাছ—
তরোয়ালের মতো পাতাযুক্ত এই গাছে সাদা ফুল হয়। কিন্তু এগুলি কঠোরতার প্রতীক। তাই উপহার হিসেবে এগুলিও আদর্শ নয়।
ল্যাভেন্ডার—
ল্যাভেন্ডারের সুগন্ধ এবং রঙ সকলকেই মোহিত করে। কিন্তু ল্যাভেন্ডার নিজে অবিশ্বাসের প্রতিনিধি। তাই সকলকে এই গাছ উপহার দেওয়া যায় না। বিষয়টি খেয়াল রাখতে হবে।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Gift: এই কটি গাছ ভুলেও উপহার দেবেন না, ফল হবে মারাত্মক! অন্যের জীবন নষ্ট করবেন না
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement