Gardening Tips: ছাদবাগানে মাটিও লাগবে না, উপচে যাবে সবজির ফলন শুধু এভাবে করুন গাছের যত্ন
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Gardening Tips: এই পদ্ধতিতে এবার মাটি ছাড়াও আপনার ছাদ বাগানে হবে চাষ! জানুন
বসিরহাট: এবার মাটি ছাড়াও আপনার ছাদ বাগানে হবে চাষ। পশ্চিমবঙ্গ একটি জনবহুল রাজ্য। প্রতি বছর সামনে আসছে নতুন নতুন চাষের পদ্ধতি। খাদ্য শস্য বা শাক সবজির চাহিদা বাড়লেও প্রতি বছর কমছে চাষযোগ্য আবাদি জমি। শাক-সবজি উৎপাদনের নতুন একটি পদ্ধতির এবার এসেছে সুন্দরবন এলাকার হিঙ্গলগঞ্জে, যা হাইড্রোপনিক্সনামে পরিচিতি।
এই পদ্ধতিতে ফসল উৎপাদনের জন্য মাটির প্রয়োজন হয় না। হাইড্রোপনিক্স পদ্ধতিতে মাটি ছাড়া জল অথবা মাটিবিহীন সাবস্ট্রেটে গাছের প্রয়োজনীয় খাদ্য উপাদান সরবরাহের মাধমে সবজি উৎপাদন করা হয়। এই পদ্ধতিতে গাছ বড়ো পাইপের মাধ্যে শুধুমাত্র তার শিকড় দিয়ে পুষ্টি সমৃদ্ধ দ্রবণে অথবা বিভিন্ন জৈব, অজৈব পদার্থ কোকোপিট, পিটমস ইত্যাদিতে জন্মায়। এই বিশেষ পদ্ধতিতে এলাকার কৃষকদের চাষের জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সুন্দরবন এলাকার হিঙ্গলগঞ্জে।
advertisement
advertisement
বিশেষ পদ্ধতিতে ফসল জন্মানোর সম্ভবত এটিই অন্যতম নিবিড় পদ্ধতি, যেখানে জল, গাছের পুষ্টি উপাদান ও স্থানের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা যায়। দ্রুত বর্ধনশীল ও উচ্চমূল্যের ফসল যেমন- লেটুস, টমেটো ক্যাপসিকাম, মেলন, শশা, বিভিন্ন ধরনের পাতা জাতীয় সবজি ও হার্ব এবং সৌন্দর্য বর্ধনকারী উদ্ভিদ সফলতার সঙ্গে বাণিজ্যিকভাবে চাষাবাদ করা সম্ভব।
advertisement
Julfikar Molla
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 20, 2024 3:36 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Gardening Tips: ছাদবাগানে মাটিও লাগবে না, উপচে যাবে সবজির ফলন শুধু এভাবে করুন গাছের যত্ন