ট্রেন্ডি ফার্নিচার ব্যবহার করে ২০২৩ সালে নিজের ঘরকে দিন একটা নতুন লুক
- Published by:Brototi Nandy
Last Updated:
The year-end is possibly one of the best times to let go of the old and welcome new furniture that shall help in ushering in a fresh look to one’s home. give a fresh look to your home
নতুন বছর সবার জীবনে অনেক নতুন আশা , স্বপ্ন নিয়ে আসে। পুরনো জিনিষকে বিদায় দিয়ে নতুন জিনিস বাড়িতে এনে ঘরকে মনের মতো করে সুসজ্জিত করতে কে না চায়। কিন্তু কিভাবে আপনার ঘরকে সুন্দর ভাবে সাজাবেন তা ভেবেছেন কি ? আসুন বাড়ি সাজাবার কিছু ট্রেন্ডি আসবাবপত্র সম্মন্ধে জানা যাক।
মানুষ হিসাবে আমরা সাধারণত প্রকৃতির কাছাকাছি থাকতেই বেশি ভালবাসি। বিগত দু তিন বছর ধরে কোভিড ১৯ এর কারণে আমরা বেশ কিছুদিন ঘরবন্দি হয়েছিলাম। কোভিড ১৯ এর প্রভাব অনেকাংশে কমে যাওয়ার ফলে মানুষ নতুন করে প্রকৃতির কাছাকাছি বেঁচে থাকার স্বপ্ন দেখছে এবং নিজের ঘরেও প্রাকৃতিক সৌন্দর্য্যকে ধরে রাখতে চাইছে। সিনামন হোমসের প্রতিষ্ঠাতা আনন্দ সুমনের কথায় প্রকৃতির কাছাকাছি থাকাটা ২০২৩ সালের ইন থিম হতে পারে। আজকাল কাঠের তৈরি আসবাবপত্রগুলো বেশ ট্রেন্ডি হয়ে উঠেছে এবং লোকেদের মধ্যে এর জনপ্রিয়তাও অনেক বেশি। তাই ঘর সাজাবার ক্ষেত্রে কাঠের ফার্নিচার ব্যবহার করুন যা ঘরের সাজসজ্জায় আলাদা মাত্রা এনে দেবে।
advertisement
যেহেতু আমরা সবাই জানি ক্রিস্টমাস এবং নববর্ষ হল ছুটির মরশুম , এই সময় অনেকেরই বাড়িতে ছোটোখাটো পার্টি, সেলেব্রেশন , গেট টুগেদার ধুম লেগে যায়। তাই নিজের ঘরকে সুন্দর করে তোলা খুবই জরুরি হয়ে ওঠে। ঘরের মধ্যেই যদি একটা রেক্রিশনাল এরিয়া তৈরি করা যায় তাহলে তো আর কথায় নেই। সঙ্গে কোজি কাউচ ,কমফোর্ট চেয়ার ,বার ইউনিট আপনার ঘরকে একটা দারুন আকর্ষণীয় লুক দেবে। সুমনের আরো বলেছেন বার্ন্ট উড , ন্যাচারাল ফিনিশ , রাস্টিক এলিমেন্টসের মতো কাঠের ফার্নিচার এখন ঘর সাজাবার ক্ষেত্রে খুবই ট্রেন্ডি।
advertisement
advertisement
স্পেসমন্ত্রের ফাউন্ডার নিধি আগারওয়াল বলেছেন ২০২৩ সালে মাল্টিফাঙ্কশনাল বাড়িগুলো ট্রেন্ডি ইন্টিরিয়র ডিজাইন দিয়ে তৈরি হবে।
কিছু পুরোনো দিনের বাঁকানো ঘর সাজাবার সামগ্রী কার্ভড ব্যাক কাউচেস , ব্যারেল সিটস ,রাউন্ড কুশন্স , এম্বেলিশমেন্টস ২০২৩ সালে নতুন রূপে আবার ফিরে আসছে ঘর সাজাবার ট্রেন্ডি ফার্নিচার হিসাবে।
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 07, 2022 6:19 PM IST