জঙ্গল, পাহাড়, নদী, আদিবাসী গ্রাম, পুজোয় বেড়াতে যেতে পারেন মুকুটমণিপুরে
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
মুকুটমণিপুর থেকে একটু দূরেই বারুঘুট পাহাড়। পাহাড়ের চুড়ায় বসে দেখা যায় নদীর জলে সুর্যাস্তের সাঁতার।
#কলকাতা: পুজো এলেই বেড়ানোর গল্প। শুরু হয়ে যায় ঘুরতে যাওয়ার প্ল্যান। বাঙালির পায়ের তলায় সর্ষে। কাছেপিঠে একটু হাওয়া বদল চাইলে যেতেই পারেন মুকুটমণিপুর। জল,জঙ্গল, টিলা, নদী, আদিবাসী গ্রাম। সবই আছে মুকুটমণিপুরের পাতায়।
পুজো এলেই মন উড়ুউড়ু। বেড়ানোর উঁকিঝুঁকি। মন চায়, একলা হতে। শহরের কোলাহল থেকে হারিয়ে যেতে। বাঁকুড়ার মুকুটমণিপুরে বেড়ানোর জলসা। জঙ্গল আর টিলার গল্প। বাঁকুড়া শহর থেকে গাড়িতে ঘণ্টাখানেকের রাস্তা। পথের ধারে সবজের হাতছানি। এসব দেখতে দেখতেই মুকুটমণিপুর। কংসাবতী আর কুমারী নদীর হাত ধরে দাঁড়িয়ে আছে এখানেই। একদিকে নদীর গান। মাথায় নীল আকাশের হুটোপাটি।
advertisement
advertisement
মুকুটমণিপুর থেকে একটু দূরেই বারুঘুট পাহাড়। পাহাড়ের চুড়ায় বসে দেখা যায় নদীর জলে সুর্যাস্তের সাঁতার। জঙ্গল ,পাহাড়, নদী, আদিবাসী গ্রাম। বাড়তি আকর্ষণ ডিয়ার পার্ক। সবমিলিয়ে নেশা ধরায় মুকুটমণিপুর।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 14, 2022 1:15 PM IST