Food Viral: মাত্র ৮০ টাকায় ১২ রকম পদ দিয়ে কাঁসার থালায় মিলছে ভেজ থালি

Last Updated:

Food Viral: মুর্শিদাবাদ জেলার কাঁসা ও পিতল বিখ্যাত গোটা রাজ্যে তথা দেশ জুড়ে। খাগড়ার কাঁসা শিল্প সকলেই জানেন। এবার সেই কাঁসার থালায় মাত্র পকেটে ৮০ টাকা নিয়ে এলেই বহরমপুরে মিলবে পাত ভরে সবজি ভাত।

+
১২

১২ রকমের পদ দিয়ে ভেজ থালি 

বহরমপুর: মুর্শিদাবাদ জেলার কাঁসা ও পিতল বিখ্যাত গোটা রাজ্যে তথা দেশ জুড়ে। খাগড়ার কাঁসা শিল্প সকলেই জানেন। এবার সেই কাঁসার থালায় মাত্র পকেটে ৮০ টাকা নিয়ে এলেই বহরমপুরে মিলবে পাত ভরে সবজি ভাত। ৮০ টাকাতে বারোটি পদ মিলবে অতি সহজেই। অবিশ্বাস্য হলেও একেবারেই সত্যি।  এই প্রথমবার শহর বহরমপুরে মোহনা বাসস্ট্যান্ড সংলগ্ন পথ চলতি সাধারণ মানুষের কথা মাথায় রেখে মাত্র ৮০ টাকায় ভেজ থালি উপহার দিচ্ছে জেলা বাসিকে। ৮০ টাকাতে ১২টি পদের রান্না করে সাজিয়ে দেওয়া হচ্ছে ভোজন রসিকদের। দি ঢাকা হিন্দু হোটেল বাসট্যান্ডের কাছে দোতলায় এই গরিব হোটেলে ভিড় জমান দুপুর হতেই ক্রেতারা।
আরও পড়ুনঃ গোপনে নাতনির ডিএনএ পরীক্ষা করিয়েছিলেন বৃদ্ধা, তাতে যা জানা গেল… বিপর্যয় নেমে এল গোটা পরিবারে
কথায় বলে বাঙালি মানেই ভোজন রসিক। আর ভোজন রসিক বাঙালি ভালো খাবার পেলে তা পেট পুরে খেতে পছন্দ করেন। এবার ভোজন রসিকদের কথা মাথায় রেখে বহরমপুরে মিলছে ১২ পদের রান্না। যা দৈনন্দিন দুপুর হতেই ভিড় হচ্ছে এই হোটেলে। এছাড়াও মিলছে বিরিয়ানি।
advertisement
বিক্রেতা সুমন সাহার কথায়, মুর্শিদাবাদ জেলা মানেই নবাবের জেলা। সেই জেলাতে নবাবী ঐতিহ্য দিতে মুর্শিদাবাদ জেলার খাগড়ার কাঁসা শিল্প কে বাঁচিয়ে রেখে ভোজন রসিকদের কাছে খাদ্য পরিবেশনের জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মাত্র ৮০ টাকায় ১২ পদের রান্না থাকছে। যার মধ্যে আছে ভাত, পোলাও, ডাল, আলুভাজা, শাক, আলু পোস্ত, দু’রকমের সব্জি, পোস্তর বড়া, চাটনি, মিষ্টি, দই, ও পাঁপড় দেওয়া হচ্ছে তাও সম্পুর্ণ কাঁসার থালা বাসনে।
advertisement
advertisement
ভোজন রসিক ক্রেতাদের কথায়, বাঙালিরা ভাল খাবার তৃপ্তি করে খেতে চান সকলেই। তবে অনেক ক্ষেত্রে ভাল খেতে গেলে টাকা দিতে হয়। তবে মাত্র ৮০ টাকায় এত গুলো পদের রাজকীয় খাবার খেতে পাচ্ছি এটাতে বেশ ভাল লাগছে বলেই জানান এক ভোজন রসিক বাঙালি ।
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Food Viral: মাত্র ৮০ টাকায় ১২ রকম পদ দিয়ে কাঁসার থালায় মিলছে ভেজ থালি
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement