ভ্যালেন্টাইনস ডে-র আগেই সঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি মেটান, সম্পর্ক নতুনের মতো রাখতে মানুন এই টিপস
- Published by:Anulekha Kar
Last Updated:
সম্পর্ক চির নতুন রাখতে মানতে হবে কিছু সহজ টিপস।
সামনেই ভ্যালেন্টাইনস ডে তার আগে নিজের সঙ্গীর সঙ্গে সমস্ত রকম ভুল বোঝাবুঝি মিটিয়ে ফেলতে হবে। মানুষের ব্যক্তিগত জীবনে সুখ না থাকলে মানুষ কোনও কাজেই ঠিক মতো মন দিতে পারে না। নিজেদের মধ্যে দূরত্ব কমাতে উভয়কেই নিজেদের দোষগুলো মেনে নিতে হবে। তাই সম্পর্ক চির নতুন রাখতে মানতে হবে কিছু সহজ টিপস-
ইউজিন থেরাপির খবর অনুযায়ী, সম্পর্ক প্রেমের হোক বা বিয়ের পর, উভয় ক্ষেত্রেই সঙ্গীদের একে অপরকে বুঝতে হবে। যদিও প্রত্যেক সম্পর্কই আলাদা, কিন্তু তবুও কিছু উপায় রয়েছে যা দুর্বল সম্পর্ককে নতুন জীবন দিতে পারে এবং সুখী সম্পর্ক গড়ে তুলতে পারে।
advertisement
advertisement
সঙ্গীর ভালো গুণের দিকে মনোযোগ দিন: একটি ভালো সম্পর্কের জন্য সঙ্গীর ভালো দিকগুলোকে বোঝা এবং তার ভালো গুণগুলোর দিকে মনোযোগ দেওয়া খুবই জরুরি। সঙ্গী যদি সময় দিতে না পারেন তাহলে তার ভালোবাসা কমে গেছে এমন নয়। এটা হতে পারে যে তিনি তার দায়িত্বের কারণে সময় দিতে পারছেন না অথবা তিনি কোনও মানসিক চাপের মধ্যে আছেন। এর জন্য আপনাদের দুজনকে একসঙ্গে বসে কথা বলা উচিত।
advertisement
একসঙ্গে মজা করুন: সম্পর্কের মধ্যে যদি দূরত্ব থাকে বা ফাটল দেখা দেয়, তাহলে কিছুটা সময় বের করে নিয়ে একসঙ্গে কাটানো জরুরি। একসঙ্গে কিছুক্ষণ মজা করতে হবে। মজায় ভরা মুহূর্তগুলি হারানো প্রেমকে আবার জাগিয়ে তুলতে পারে এবং সঙ্গীদের একে অপরের কাছাকাছি নিয়ে আসতে পারে।
আরও পড়ুন: শিশুর ওজন অতিরিক্ত বেড়ে গেলে ক্ষতি হতে পারে! সন্তানের স্বাস্থ্যের যত্ন নিতে মানুন এই টিপস
advertisement
সঙ্গীর অনুভূতি বোঝার চেষ্টা করতে হবে : অনেক সময় সঙ্গী লাজুক প্রকৃতির হয়, তাই সে নিজের মনের কথা বলতে দ্বিধাবোধ করতে পারে, তাই সময় সময় তার সঙ্গে কথা বলা খুবই গুরুত্বপূর্ণ। এটা জরুরী নয় যে তিনি নিজের সমস্যাগুলি অনায়াসেই বলতে পারবেন। তাই সঙ্গী কিছু না জানালেও নিজেকে বুঝে নিতে হবে যে তিনি কোনও সমস্যার মধ্যে আছেন।
advertisement
বর্তমান সময়ে বেঁচে থাকুন: সম্পর্ক মজবুত করার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে যখনই সঙ্গীর সঙ্গে থাকবেন, সেই মুহূর্তটিকে উপভোগ করতে হবে। এ সময় তার কথায় মনোযোগ দিতে হবে। পুরোনো কথা বা স্মৃতি একেবারে ভুলে যেতে হবে। বর্তমান সময়ে বেঁচে থাকতে হবে। এবং পুরোনো সব কিছু ভুলে নতুন করে বেঁচে থাকতে হবে।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 30, 2023 1:25 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
ভ্যালেন্টাইনস ডে-র আগেই সঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি মেটান, সম্পর্ক নতুনের মতো রাখতে মানুন এই টিপস