Relationship Tips: আরও সুন্দর বানান সম্পর্ক, বুঝুন আর বোঝান! রইল সহজ কিছু উপায়...

Last Updated:

Relationship Tips: আপনার সঙ্গীকে গুরুত্ব দেওয়া এবং তাঁর জন্য সময় দেওয়া হল সম্পর্ক স্বাস্থ্য়কর করার সর্বোত্তম উপায়। দায়িত্ব ভাগ করে নিতেও শিখুন...

আকর্ষণীয় পেশী : পেশীবহুল পুরুষকে যে কারও দেখতে ভালো লাগে। তবে তৈরি করা অস্বাভাবিক পেশী অনেক নারীরই না-পসন্দ। মহিলারা অনেকেই বলেন, পুরুষকে তখনই অনেক বেশি আকর্ষণীয় দেখায় যখন তার পেশীবহুল বাহু টি-শার্টের মধ্য দিয়ে ফুটে ওঠে।
আকর্ষণীয় পেশী : পেশীবহুল পুরুষকে যে কারও দেখতে ভালো লাগে। তবে তৈরি করা অস্বাভাবিক পেশী অনেক নারীরই না-পসন্দ। মহিলারা অনেকেই বলেন, পুরুষকে তখনই অনেক বেশি আকর্ষণীয় দেখায় যখন তার পেশীবহুল বাহু টি-শার্টের মধ্য দিয়ে ফুটে ওঠে।
অনেকদিন ধরে সম্পর্কে থাকার পর  কিছু খুঁটিনাটি সমস্য়া তো হবেই। কথায় বলে বাসন একসঙ্গে থাকলে ঠোকাঠুকি হয়, আর মানুষের হবে না? কিন্তু তাই বলে হাল ছেড়ে দিয়ে কান্নাকাটি করব না। নিজেদের সম্পর্ককে আরও সহজ, আরও সুন্দর বানানোর জন্য় রইল কিছু টিপস্ (Relationship Tips)...
একটি সম্পর্কের মধ্যে  এমন সময় বা মুহূর্ত আসে যখন একজন  খিটখিটে হয় এবং অন্যজন ভুক্তভোগী। এই ধরনের সম্পর্ক পরিচালনা করা কঠিন হতে পারে। আপনি যতবার ক্ষমা চান না কেন দেখা যায় তা যথেষ্ট নয়। আপনাদের দু'জনের ভিন্ন মতামত থাকতে পারে।  পরিস্থিতি মোকাবিলায় আপনাকে সাহায্য করার অনেক উপায় আছে (Relationship Tips)।
advertisement
advertisement
 ধৈর্য একটা মূল জিনিস। সম্পর্কে (Relationship Tips) ধৈর্য ও সংযম রাখুন। যখনই মেজাজ হারাবেন, তখনই সম্পর্কটি (Relationship Tips) ভেঙে যেতে পারে। তাই সংযম প্রয়োজন। তবেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব।
আপনার সঙ্গীকে (Partner) এবং তাঁর আবেগকে  বোঝার চেষ্টা করুন। বেড়াতে যান।  আপনার সঙ্গীকে সপ্তাহে একবার সিনেমার (Movie Show) শো-এর জন্য বাইরে নিয়ে যাওয়া বা খাবারের জন্য কোনও ভাল ক্য়াফেতে যাওয়া, লং ড্রাইভ কিংবা ছোট ছুটি (Short Trip) সম্পর্ককে আরও ভালো করে তোলে।
advertisement
সঙ্গীকে গুরুত্ব দেওয়া এবং তার জন্য সময় দেওয়া ভালবাসার অনুভূতি প্রকাশের সর্বোত্তম উপায়। দায়িত্ব ভাগ করুন।   উভয়ে একসঙ্গে কাজ করুন। বেশি করে সময় কাটান।  আপনার সঙ্গীর সঙ্গে সময় কাটানো একটি সুস্থ সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অংশ। সময় যত বেশি দেবেন, সম্পর্ক তত স্বাস্থ্য়কর হবে। ভেঙে পড়বেন না বা কখনওই হাল ছাড়বেন না। উল্টোদিকের মানুষটাকে বুঝুন। দেখবেন, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। সব কিছু সেই প্রথম দিনের মতোই সাবলীল লাগবে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Relationship Tips: আরও সুন্দর বানান সম্পর্ক, বুঝুন আর বোঝান! রইল সহজ কিছু উপায়...
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement