Beautiful Hair Tips: যে কোনও অনুষ্ঠানে মানানসই হয় ফুল জড়ানো খোঁপা, করিনা থেকে দীপিকা দিচ্ছেন টিপস
- Published by:Debalina Datta
Last Updated:
Beautiful Hair Tips: বলিউডের (Bollywood) তাবড় সুন্দরীরা মজেছেন এই গজরা বানের (Gajra) মোহে।
#নয়াদিল্লি: মেয়েদের চুল (Hair Tips) হল তাঁদের সম্পদ। এই চুল (Hair Tips) দিয়ে একটা সামান্য একটা হাতখোঁপা করলেই দেখতে ভারী সুন্দর লাগে। এই খোঁপার সৌন্দর্য আরও দ্বিগুণ হয়ে যায় যখন তার মধ্যে বেল বা জুঁইয়ের মালা জড়ানো হয়। বলিউডি ভাষায় একে বলে গজরা বান। গজরা অর্থাৎ ফুলের মালা। বলিউডের (Bollywood) তাবড় সুন্দরীরা মজেছেন এই গজরা বানের (Gajra) মোহে। তার অন্যতম কারণ হচ্ছে শাড়ি, সালওয়ার কামিজ বা লেহেঙ্গা চোলি, যে কোনও ভারতীয় পোশাকের সঙ্গে এই গজরা বান (Gajra) দিব্যি মানিয়ে যায়।
এই গজরা বান (Gajra) যে কেউ নিজেই করে নিতে পারে। যেহেতু এটা সব অনুষ্ঠানেই মানানসই হয় তাই আপনিও শিখে রাখুন কীভাবে এই সহজ হেয়ার স্টাইল করবেন।
আরও পড়ুন - Valentine's Day: প্রেমিকার সঙ্গে পাল্লা দিয়ে ভ্যালেন্টাইনস ডে'তে সাজান নিজেকে, কী পরবেন? রইল টিপস!
advertisement
গজরা বানের (Gajra) জন্য যা যা লাগবে
বেশ কিছু চুলের কাঁটা বা ইউ পিনস, চুল বাঁধার জন্য গার্ডার, বান ডোনাট, ববি পিনস, হেয়ার মুজ ও চুল আঁচড়ানোর জন্য একটা ব্রাশ।
advertisement

কীভাবে করতে হবে
প্রথমে চুলে শ্যাম্পু করে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর অবশ্যই চুল শুকিয়ে নিতে হবে। কিন্তু চুল শুকনোর আগে চুলে সামান্য একটু হেয়ার মুজ লাগিয়ে নিতে হবে তারপর ড্রায়ার দিয়ে শুকিয়ে নিতে হবে। চুল শুকিয়ে গেলে ভালো করে আঁচড়ে নিতে হবে বা ব্রাশ করে নিতে হবে। এবার টানটান করে একটা পনিটেল বেঁধে নিতে হবে। যে গার্ডার দিয়ে পনিটেল বাঁধা হয়েছে এবার বাকি চুল উল্টোদিকে ঘুরিয়ে ফুলিয়ে নিয়ে গার্ডারের মধ্যে গুঁজে দিতে হবে। খোঁপা যাতে আঁটসাঁট হয় তার জন্য ববি পিনস ব্যবহার করতে হবে। এই পিন বা কাঁটা মাঝখানে গুঁজে খোঁপা টাইট করতে হবে। এবার বান ডোনাট আটকে দিতে হবে খোঁপায়। আর এটা আটকাতে হবে ইউ পিনস বা চুলের কাঁটা দিয়ে। সবশেষে এবার গজরা বা ফুলের মালা লাগানোর পালা। মালা খোঁপার চারপাশে ববি পিন দিয়ে আটকে দিতে হবে।
advertisement
করিনা কাপুর খান (Kareena Kapoor Khan) ও দীপিকা পাড়ুকোনের (Depeeka Padukone) বিশেষ পছন্দ এই গজরা বান। প্রায়শই তাঁদের বিভিন্ন অনুষ্ঠানে এই রকম হেয়ার স্টাইল করতে দেখা যায়। শাড়ির সঙ্গে গজরা বান ভালোবাসেন ঐশ্বর্য রাই বচ্চনও (Aishwarya Rai Bachchan)।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 09, 2022 9:36 AM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Beautiful Hair Tips: যে কোনও অনুষ্ঠানে মানানসই হয় ফুল জড়ানো খোঁপা, করিনা থেকে দীপিকা দিচ্ছেন টিপস