Mahua Moitra : এবার ম্যাগাজিনের কভার গার্ল! নতুন লুকে সাংসদ মহুয়া মৈত্র, দেখুন ফটোশ্যুটের ঝলক...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
'প্যাশন, পাওয়ার, পলিটিক্স'। ক্যাপশনের পাশেই ঝকঝকে ছবিতে দেখা গিয়েছে সাংসদ মহুয়া মৈত্রকে (Mahua Moitra)। চাঁচাছোলা মন্তব্য, আত্মবিশ্বাসের ঝলক বরাবরই আলাদা করেছে এই মহিলা রাজনীতিবিদকে। সংসদেও বারবার নজর কেড়েছেন। কিন্তু এবার অন্য রকম সাজের জন্য সকলকে তাক লাগিয়ে দিলেন তৃণমূল সাংসদ।
'প্যাশন, পাওয়ার, পলিটিক্স'। ক্যাপশনের পাশেই ঝকঝকে ছবিতে দেখা গিয়েছে সাংসদকে (Mahua Moitra)। চাঁচাছোলা মন্তব্য, আত্মবিশ্বাসের ঝলক বরাবরই আলাদা করেছে এই মহিলা রাজনীতিবিদকে। স্পষ্ট নির্ভীক বক্তা হিসেবে সংসদেও বারবার নজর কেড়েছেন মহুয়া মৈত্র। কিন্তু এবার অন্য রকম সাজের জন্য সকলকে তাক লাগিয়ে দিলেন তৃণমূল সাংসদ। সম্প্রতি এক ফ্যাশন পত্রিকার প্রচ্ছদে দেখা গিয়েছে তাঁকে।
advertisement
হালকা মেকআপ, লাল টিপ আর অলংকার বর্জিত সাজে পত্রিকার কভার পেজেও মানিয়ে গিয়েছেন মহুয়া। কালার ব্লক করা মেটালিক স্ট্রাইপ দেওয়া শাড়ি তাঁর সৌন্দর্যে অভিজাত ছোঁয়া এনে দিয়েছে। এই সাজের সঙ্গে গয়না বা অন্য কোনও অ্যাকসেসরি পরেননি মহুয়া। খুঁজে না পাওয়া যায় এমন ছোট্ট স্টাড-পরেছেন কানে। তারইমধ্যে আত্মবিশ্বাস ও গ্ল্যামারের ছোঁয়া দেখা গিয়েছে চোখে পড়ার মত।
advertisement
advertisement
advertisement
অন্য একটি সাজে গোলাপি ট্রাডিশনাল সিল্কের শাড়ি পড়েছেন মহুয়া। সঙ্গে চকচকে নীল ব্লাউজ। তবে ব্লাউজের ফ্যাশনে বজায় রেখেছেন নিজস্ব স্টাইল। এখানেও তিনি কোনও রকম অ্যাকসেসরি পরেননি। নামমাত্র প্রসাধনে নিজের নিজস্বতা বজায় রেখেছেন তৃণমূল সাংসদ।
advertisement
হারপার'স বাজার ইন্ডিয়া নামের এই ইংরেজি পত্রিকায় এর আগে কভার গার্ল হিসেবে দেখা গিয়েছে করিনা কাপুর, অদিতি রায়, সোনম কাপুর, দিয়া মির্জা, লিজা হেইডেনদের মত গ্ল্যামার দুনিয়ার চেনা মুখেদের। দেখা গিয়েছে দীপিকা পাডুকোনকেও। কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্বকে সেভাবে চোখে পড়েনি এর আগে। পত্রিকাটির ১২ তম বার্ষিকী সংখ্যায় ২৭ হাজারের শাড়িতে ফটোশ্যুট করে চমক দিয়েছেন মহুয়া।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 13, 2021 10:45 AM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Mahua Moitra : এবার ম্যাগাজিনের কভার গার্ল! নতুন লুকে সাংসদ মহুয়া মৈত্র, দেখুন ফটোশ্যুটের ঝলক...

