শুধু ফ্যাশন নয়, সানগ্লাস পরা স্বাস্থ্যকরও

Last Updated:

বৈশাখ মাস শুরু হতে না হতেই খারাপ খবর এনেছে হাওয়া অপিস ৷ বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ঝড়-বৃষ্টির দিন অতীত ৷ এবার ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা ৷

#কলকাতা: বৈশাখ মাস শুরু হতে না হতেই খারাপ খবর এনেছে হাওয়া অপিস ৷ বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ঝড়-বৃষ্টির দিন অতীত ৷ এবার ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা ৷ বইতে পারে লু ৷ এই খবরের পর থেকেই মনে মনে তীব্র গরমের জন্য প্রস্তুত হচ্ছে শহরবাসী ৷ বৈশাখের পয়লা তারিখের গনগনে রোদের ঘনঘটা দেখে তার কিছুটা পূর্বাভাসও পাওয়া গিয়েছে ৷ তাই আর দেরি না করে সামার স্পেশ্যাল তোড়জোড় শুরু করে দিন ৷
advertisement
এই ঝাঁঝালো রোদে রাস্তায় বেরতে গেলে অবশ্যই ব্যাগে নিন জলের বোতল ৷ স্যালাইন জল নিতে পারলে সবচেয়ে ভাল ৷ আর অবশ্যই ব্যবহার করতে হবে ছাতা আর সানগ্লাস ৷ এই মুহূর্তে নানা ধাঁচের আর নানা রঙের সানগ্লাস খুবই ফ্যাশন ইন ৷ কিন্তু জেনে রাখুন, শুধু স্টাইল নয়, সানগ্লাস ব্যবহার করুন স্বাস্থ্যরক্ষার্থে ৷ দেখে নেওয়া যাক, কীভাবে শরীরকে রক্ষা করে সানগ্লাস ৷
advertisement
• অবশ্যই অতিবেগুনি রশ্মি প্রতিরোধী চশমা পরুন ৷ এই চশমা আপনার চোখকে অত্যধিক গরম ও সূর্যের ইউভি রশ্মির থেকে রক্ষা করবে ৷
• বাইরের জীবাণু, ব্যাকটেরিয়া, ভাইরাসের থেকে চোখকে রক্ষা করে সানগ্লাস ৷
• সূর্যরশ্মিকে প্রতিরোধ করে মাইগ্রেন ও সাইনাসের মতো যন্ত্রণার হাত থেকে রক্ষা করে ৷
advertisement
• প্রখর রোদে গাড়ি চালাতে হলে অবশ্যই সানগ্লাস ব্যবহার করুন ৷ দূরের জিনিস দেখতে সুবিধা হবে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
শুধু ফ্যাশন নয়, সানগ্লাস পরা স্বাস্থ্যকরও
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement