Eye Makeup: মাস্কারা চোখকে আকর্ষণীয় করে তোলে তো বটেই, শুধু যদি লাগানোর আগে আর পরে এই নিয়মগুলো মেনে চলেন
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
আজ আমরা জেনে নেব মাস্কারা লাগানোর সঠিক উপায় কী এবং এটি ব্যবহারের সময় কী কী বিষয় মাথায় রাখা দরকার।
কলকাতা: চোখের সাজ আজকাল আর শুধু কাজলেই থেমে নেই। তবে, চোখে কাজল লাগানো থেকে শুরু করে মাস্কারা (Mascara) লাগানো- সবই নিজেদের গায়ের রঙ ও রুচি অনুযায়ী বেছে নেওয়া উচিত। কেন না, বিচক্ষণের মতো লাগালে বিশেষ বিশেষ আইশ্যাডোর শেড আমাদের যে কোনও লুককে আকর্ষণীয় করে তোলে, সেটা রোজকার ঘরোয়া লুকই হোক বা পার্টি লুক। চোখের সৌন্দর্য বাড়াতে মেকআপে মাস্কারা ব্যবহার করলে চোখের পাতা সুন্দর, ঘন ও বড় দেখায়, তবে তা লাগানোর পদ্ধতি সঠিক হতে হবে।
আজ আমরা জেনে নেব মাস্কারা লাগানোর সঠিক উপায় কী এবং এটি ব্যবহারের সময় কী কী বিষয় মাথায় রাখা দরকার।
advertisement
সঠিক মাস্কারা নির্বাচন করা
মাস্কারা কেনার আগে নিশ্চিত হয়ে নেওয়া উচিত যে আমাদের চাহিদা কী। আমাদের প্রত্যেকের মাস্কারা ব্যবহারের আলাদা আলাদা চাহিদার কারণ রয়েছে। তাই আমাদের এমন একটি মাস্কারা কেনা উচিত যা আমাদেরই জন্য উপযুক্ত এবং এটি যাতে ওয়াটারপ্রুফ হয় সেটিও মাথায় রাখতে হবে। তবে, দৈনন্দিন ব্যবহারের জন্য ওয়াটারপ্রুফ মাস্কারা লাগানো উচিত নয়।
advertisement
আইল্যাশ কার্ল
মাস্কারা লাগানোর জন্য আইল্যাশ কার্ল করা প্রয়োজন। এর জন্য, একটি ভাল ল্যাশ কার্লার ব্যবহার করতে হবে এবং উপরের চোখের পাতার নীচে ল্যাশে কার্লারটি রেখে এটি প্রেস করতে হয়। এর পরই মাস্কারা লাগানো উচিৎ।

advertisement
খুব বেশি মাস্কারা ব্যবহার না করা
ব্রাশে অতিরিক্ত মাস্কারা থাকলে তা কমিয়ে নিতে হবে। অন্যথায়, যদি প্রচুর পরিমাণে একসঙ্গে ব্যবহার করা হয় তবে চোখের পাতায় প্যাচ দেখা যাবে।
advertisement
এভাবে ব্যবহার করা উচিত
এবার ব্রাশ দিয়ে উপরের চোখের পাতায় গোড়া থেকে শেষের দিকে মাস্কারা লাগাতে হবে। ব্রাশের সাহায্যে চোখের নিচের পাতায় মাস্কারা লাগানো উচিত। নিচের চোখের ল্যাশে সামনের অংশে মাস্কারা লাগানো উচিৎ। চোখের ল্যাশ আরও গাঢ় করার জন্য মাস্কারার দ্বিতীয় কোটও লাগানো যেতে পারে।

advertisement
আর যা মাথায় রাখা দরকার
যদি মাস্কারা জমে যায় তাহলে তা একটু গরম করে নিতে হবে। এর জন্য হাত দিয়ে ঘষে মাস্কারাটি কিছুক্ষণ রোদে রাখতে হবে। তার পরে আইল্যাশে ভাল ভাবে লাগাতে হবে নিয়ম মেনে।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
February 28, 2024 2:01 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Eye Makeup: মাস্কারা চোখকে আকর্ষণীয় করে তোলে তো বটেই, শুধু যদি লাগানোর আগে আর পরে এই নিয়মগুলো মেনে চলেন