রাস্তায় টাকা পড়ে থাকতে দেখেও এড়িয়ে যাচ্ছেন? সাবধান! জেনে নিন ওই পরিস্থিতিতে কী করণীয়
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
হিন্দুশাস্ত্র মতে, অর্থ আসলে দেবী লক্ষ্মীর প্রতীক। এই পরিস্থিতিতে রাস্তায় টাকা পড়ে থাকতে দেখেও সেটা না দেখার ভান করার অর্থ হচ্ছে মা লক্ষ্মীকে অপমান করা।
অনেক সময় রাস্তায় চলতে-ফিরতে গিয়ে টাকা পড়ে থাকতে দেখা যায়। এমন পরিস্থিতি তৈরি হলে অনেকেই সেই টাকা তুলে নিয়ে খোঁজ করেন যে, কারও টাকা খোওয়া গিয়েছে কি না! সেই ব্যক্তিকে পাওয়া গেলে সেই টাকা তাঁর হাতে তুলে দেওয়া হয়। আর কাউকে পাওয়া না গেলে তো কথাই নেই। রাস্তায় খুঁজে পাওয়া টাকা তখন নিজের কাছেই রেখে দেন অনেকে। আবার অনেকে তা দান করে দেন। Representative Image
advertisement
তবে জ্যোতিষীরা বলেন, এভাবে অর্থপ্রাপ্তি আসলে কোনও কিছুর ইঙ্গিত হতে পারে! হিন্দুশাস্ত্র মতে, অর্থ আসলে দেবী লক্ষ্মীর প্রতীক। এই পরিস্থিতিতে রাস্তায় টাকা পড়ে থাকতে দেখেও সেটা না দেখার ভান করার অর্থ হচ্ছে মা লক্ষ্মীকে অপমান করা। তাই বলা হয় যে, রাস্তায় যদি টাকা পড়েও থাকে, তার অপমান করা একেবারেই উচিত নয়। Representative Image
advertisement
advertisement
প্রচলিত বিশ্বাস অনুযায়ী, রাস্তায় অর্থ প্রাপ্তির দু’টো আলাদা আলাদা অর্থ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল বাড়ি থেকে বেরোনোর সময় টাকা দেখা অথবা বাড়ি ফেরার সময় টাকাপয়সা খুঁজে পাওয়া। তাই বলা হয় যে, বাড়ি থেকে বেরোনোর সময় টাকা-পয়সা পাওয়া গেলে তা নিজের অফিসে রেখে দিতে হবে, কিংবা কোনও মন্দিরে অনুদানে দিয়ে দিতে হবে। অর্থাৎ সেই টাকা নিজের কাছে রেখে খরচ করা একেবারেই চলবে না।Representative Image
advertisement
তবে আবার যদি কখনও অফিস অথবা কোনও গুরুত্বপূর্ণ কাজ করে ফেরার সময় টাকা খুঁজে পান, তাহলে সেটা নিজের কাছেই রাখা যেতে পারে। যদিও এক্ষেত্রে অবশ্য মনে রাখা দরকার যে, খুঁজে পাওয়া ওই টাকা কিন্তু নিজের আয় করা নয়। সেই টাকা যদি নিয়ে খরচ করা হয়, তাহলে অপ্রয়োজনীয় খরচ বেড়ে যাবে। তাই সেই টাকা সঙ্গে রাখলেও সেটা ডায়েরি কিংবা একটা খামের মধ্যে রেখে দেওয়া উচিত। Representative Image
advertisement
সাধারণত জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, রাস্তায় যদি টাকা-পয়সা পাওয়া যায়, তাহলে সেটা ভাল প্রতীক হিসেবে বিবেচিত হয়। কারণ জ্যোতিষশাস্ত্র মতে, টাকা আসলে দেবী লক্ষ্মীরই আর এক রূপ। তাই যখন কারও অর্থপ্রাপ্তি ঘটে, তখন মনে করা হয় যে, মা লক্ষ্মীর আশীর্বাদ তাঁর উপর রয়েছে। আর সেই ব্যক্তির জীবনে যদি কোনও আর্থিক সমস্যা এসেও থাকে, সেটা খুব শীঘ্রই দূর হবে। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)