ভ্যাকসিনের চেয়েও কার্যকরী! সূর্যের আলো কমাতে পারে করোনায় মৃত্যু হার, বলছে নয়া সমীক্ষা!
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
নয়া সমীক্ষা বলছে, খুব সাধারণ ভাবেই রোদ এই ভাইরাস সংক্রমণ অনেকাংশে কমিয়ে ফেলতে পারে। কমিয়ে ফেলতে পারে মৃত্যুর হারও।
#এডিনবরা: অক্টোবরের পর থেকে ধীরে ধীরে করোনা পরিস্থিতি দেশে স্বাভাবিক হতে শুরু করে। কমতে থাকে আক্রান্তের সংখ্যা। শীতকালে করোনা সংক্রমণের সংখ্যা বাড়তে পারে এই আশঙ্কা থাকলেও, আদতে আমাদের দেশে শীতকাল অর্থাৎ নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত করোনা সংক্রমণের গ্রাফ নিম্নমুখীই ছিল। ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সাধারণ মানুষ। তার উপর ১৬ জানুয়ারি থেকে দেশে মাস ভ্যাকসিনেশন চালু হওয়ায় সংক্রমণ অনেকটাই ঠেকানো যাবে, এই আশাই ছিল।
কিন্তু পরিস্থিতি উলটো দিকে ঘুরতে শুরু করে এপ্রিলের শুরু থেকে। আবারও দেশের বেশ কিছু জায়গায় করোনা সংক্রমণ বাড়তে থাকে। দৈনিক ৬০ হাজারের কাছাকাছি আক্রান্তের সংখ্যা দাঁড়ায় মহারাষ্ট্রে। গুজরাত, ছত্তিসগঢ় ও দক্ষিণের রাজ্যগুলিতেও হু-হু করে বাড়তে থাকে করোনা। ফলে আবারও দেশে দৈনিক ২ লক্ষের কাছাকাছি পৌঁছায় সংক্রমণের মাত্রা।
এই পরিস্থিতিতে ভ্যাকসিন চালু হলেও করোনাবিধি মানতে হবে, বলছে প্রশাসন। সামাজিক দূরত্ব মেনে চলার পাশাপাশি সঙ্গে রাখতে হবে স্যানিটাইজার ও মাস্কও। এরই সঙ্গে নয়া সমীক্ষা বলছে, খুব সাধারণ ভাবেই রোদ এই ভাইরাস সংক্রমণ অনেকাংশে কমিয়ে ফেলতে পারে। কমিয়ে ফেলতে পারে মৃত্যুর হারও।
advertisement
advertisement
ছত্তিসগঢ়, মহারাষ্ট্র, গুজরাতের বেশ কিছু এলাকায় করোনা মৃতদেহ পোড়ানোর জায়গা নেই। অক্সিজেনের অভাবে মৃত্যু হচ্ছে শয়ে শয়ে মানুষের। এই পরিস্থিতিতে নয়া এই সমীক্ষা বলছে, কোভিডে মৃত্যু কমাতে পারে সূর্যের আলো। ফলে বিশেষজ্ঞরা বলছেন, যে সব দেশে সূর্যের আলো পড়ে সেখানে করোনায় মৃত্যুর হার কম।
কারণ হিসেবে তাঁরা বলছেন, রোদের জায়গায় যাঁরা থাকেন, তাঁদের শরীরে UV-A রশ্মি বেশি পরিমাণে প্রবেশ করে। পরীক্ষা করে দেখা গিয়েছে, এই UV-A রশ্মি মৃত্যুর হার কমাতে সাহায্য করে। এডিনবরা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন, পরীক্ষায় দেখা গিয়েছে, যাঁরা রোদে থাকেন, তাঁদের চেয়ে যাঁরা রোদের থাকেন না, তাঁদের করোনায় মৃত্যুর আশঙ্কা বেশি।
advertisement
UV-A রেডিয়েশন কী?
UV-A ৯৫ শতাংশ সূর্যের অতি বেগুনি রশ্মি তৈরি করে ও এটি ত্বকের সমস্ত স্তরে প্রবেশ করতে পারে। এক্ষেত্রে UV-C করোনার বিরুদ্ধে লড়তে সাহায্য করে। কিন্তু এটি সরাসরি পৃথিবীতে আসতে পারে না। British Journal of Dermatology-তে প্রকাশিত সমীক্ষা বলছে, আমেরিকায় জানুয়ারি ২০২০ থেকে এপ্রিল ২০২০ পর্যন্ত করোনায় মৃত্যু সমীক্ষা করা হয়েছে। ২ হাজার ৪৭৪টি মৃত্যুর ক্ষেত্রে UV পরিমাণ দেখা হয়েছে। তার পর এই একই সমীক্ষা ইতালি ও ইংল্যান্ডেও করা হয়।
advertisement
UV-B নেই একদম এমন কিছু প্রদেশ থেকেও তথ্য সংগ্রহ করা হয়। দেখা যায়, UV-B না থাকায় সে জায়গায় করোনায় মৃত্যু হার বেশি।
এই থিয়োরির পিছনে গবেষকদের বক্তব্য, নাইট্রাস অক্সাইডে করোনা কমে। এই নাইট্রাস অক্সাইড সূর্যের আলোয় ত্বকে তৈরি হয়। বেশ কয়েকটি গবেষণা বলছে, এই কেমিক্যালে SARS-CoV-2-এর কার্যক্ষমতা কমে। এর আগে এমন একটি সমীক্ষা দাবি করেছিল, সূর্যের আলোয় কার্ডিওভাসকুলার হেলথ ভালো থাকে, ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে থাকে ও হার্ট অ্যাটাকের প্রবণতা কমে।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 15, 2021 11:07 AM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
ভ্যাকসিনের চেয়েও কার্যকরী! সূর্যের আলো কমাতে পারে করোনায় মৃত্যু হার, বলছে নয়া সমীক্ষা!