Exotic Arowana Fish: টাকার ঝড় তুলতে পারে এই মাছ, ফেং শুই-তে সবচেয়ে ভাগ্যবান! বিদেশি আরওয়ানা মাছের দাম জানেন কি!
- Reported by:RAKESH MAITY
- hyperlocal
- Published by:Teesta Barman
Last Updated:
Feng Shui Tips: জিনগত দিক থেকে মাছটি অরিজিনাল তাই এই সার্টিফিকেটে প্রদান করা হয়। এই মাছটি অত্যন্ত দামি মাছ। বাইরে থেকে ইম্পোর্ট হয়ে আসার সময় মাছটির দাম যা থাকে, পরে আরও বাড়তে থাকে।
হাওড়া: রঙিন মাছের প্রতি আগ্রহ কম বেশি প্রায় সকলেরই। ছোট বড় বিভিন্ন রকমের রঙিন মাছ, যা থেকে এক প্রকার চোখ ফেরানো দায়। আকর্ষণীয় এই রঙিন মাছের মধ্যে রেড টেল গোল্ড অ্যারোওয়ানা’ মাছ ফেং শুই-তে সবচেয়ে ভাগ্যবান মাছ হিসাবে বিবেচিত হয়।
শক্তি এবং সৌন্দর্যের জন্য ‘অ্যারোওয়ানা’ মাছটি সবচেয়ে দামি মাছ। ফেং শুই-তে এটি সবচেয়ে ভাগ্যবান মাছ এবং একটি ভাগ্যবান প্রতীক হিসাবেও বিবেচিত হয়। আমরা কথা বলেছিলাম হাওড়ার এক এ্যাকোরিয়াম মালিকের সঙ্গে, যিনি এই মাছ বিক্রি করেন। এই মাছের শরীরে চিপ ইনস্টল করা থাকে। সাধারণত বিদেশি মাছ হয় ‘রেড টেল গোল্ড অ্যারোওয়ানা’। সিঙ্গাপুরের মাছ এটি। সিঙ্গাপুরের যে কোম্পানি এই মাছের সার্টিফিকেট দেয়। তারা এই মাছের শরীরে চিপ ঢুকিয়ে দেয়।
advertisement
advertisement
জিনগত দিক থেকে মাছটি অরিজিনাল তাই এই সার্টিফিকেটে প্রদান করা হয়। এই মাছটি অত্যন্ত দামি মাছ। বাইরে থেকে ইম্পোর্ট হয়ে আসার সময় মাছটির দাম থাকে ১০ থেকে সাড়ে ১২ হাজার। সেই সময় মাছটির সাইজ থাকে ৬-৭ ইঞ্চি। মাছটি যত বড় হয় তার সৌন্দর্য বৃদ্ধি হয় এবং দাম ক্রমশ বাড়তে থাকে। এর লাল আভা এবং মুদ্রার অনুরূপ আঁশের কারণে এশিয়ান অ্যারোওয়ানা কখনও কখনও ড্রাগন মাছ নামেও পরিচিত।
advertisement
ভাগ্য, সমৃদ্ধি এবং ব্যবসায়িক সাফল্যের সবচেয়ে শক্তিশালী প্রতিনিধিত্বের মধ্যে একটি ফেং শুই। অ্যারোওয়ানার মালিক যারা ফেং শুই অনুশীলন করেন, তাঁরা মাছকে সঠিকভাবে খাওয়ানো এবং ভাল অবস্থায় আছে কিনা, তা নিশ্চিত করাকেই গুরুত্ব দিতে বলেন। যখন আঁশগুলি গোলাপি এবং সোনালি হতে শুরু করে, তখনই বোঝা যায়, মাছ ভাল আছে। অ্যারোওয়ানার শরীর গোলাপি এবং সোনার দেখায় এবং এটি বড় হওয়ার পর এটি সাফল্য, সম্পদ এবং অর্থনৈতিক প্রসারের প্রতীক।
advertisement
অ্যারোওয়ানা মাছ চিনের মানুষদের কাছে সোনার ড্রাগন হিসাবে পরিচিত।হাওড়ার সাধনা এ্যাকোরিয়ামে রয়েছে এই মাছ। এ্যাকোরিয়ামের মালিক দিব্যেন্দু মণ্ডল জানালেন, মূলত মিষ্টি জলের মাছ এটি। ভারতে দিল্লি, মুম্বই এবং রাঁচির দিকে এই মাছ কেনার চাহিদা বেশি। সাধারণত মলি, গাপ্পি, কাপ, গোল্ড এই জাতীয় ছোট জ্যান্ত মাছ খায় এই মাছ।
রাকেশ মাইতি
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 17, 2024 3:46 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Exotic Arowana Fish: টাকার ঝড় তুলতে পারে এই মাছ, ফেং শুই-তে সবচেয়ে ভাগ্যবান! বিদেশি আরওয়ানা মাছের দাম জানেন কি!









