Optical Illusion: ১০ সেকেন্ডে খুঁজে বার করুন! একগুচ্ছ বন্ধ তালার মাঝে একটিমাত্র খোলা, কোনটি বলুন তো

Last Updated:
Optical Illusion: অপটিক্যাল ইলিউশন ধাঁধার জন্য আপনি প্রস্তুত? এই ছবিতে একগুচ্ছ তালা রয়েছে, যেগুলি বন্ধ তালা। আর সেগুলির মধ্যে একটি এমন তালা রয়েছে, যেটি খোলা। ১০ সেকেন্ডের মধ্যে সেই তালাটা খুঁজে বার করুন তো।
1/5
আমাদের আশপাশে যা কিছু সুস্পষ্ট, যা কিছু বাইরে থেকে দেখা যায়, অপটিক্যাল ইলিউশন তারই মধ্যে একাধিক স্তরের সৃষ্টি করে। মন দিয়ে সমস্যা সমাধানের দক্ষতা পরীক্ষা করে।
আমাদের আশপাশে যা কিছু সুস্পষ্ট, যা কিছু বাইরে থেকে দেখা যায়, অপটিক্যাল ইলিউশন তারই মধ্যে একাধিক স্তরের সৃষ্টি করে। মন দিয়ে সমস্যা সমাধানের দক্ষতা পরীক্ষা করে।
advertisement
2/5
অপটিক্যাল ইলিউশন হল আইকিউ এবং জ্ঞানের ক্ষমতা পরীক্ষা করার জন্য একটি বিশেষ উপায়। চোখের ধাঁধাগুলি মস্তিষ্কে শান দিতে সাহায্য করে। এমন কিছু প্রশ্নের মুখে ফেলে, যার উত্তর মেলার পর নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়ে।
অপটিক্যাল ইলিউশন হল আইকিউ এবং জ্ঞানের ক্ষমতা পরীক্ষা করার জন্য একটি বিশেষ উপায়। চোখের ধাঁধাগুলি মস্তিষ্কে শান দিতে সাহায্য করে। এমন কিছু প্রশ্নের মুখে ফেলে, যার উত্তর মেলার পর নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়ে।
advertisement
3/5
উচ্চ আইকিউ ব্যক্তিরা প্রায়শই অপটিক্যাল ইলিউশনে পারদর্শী হন। কারণ তাঁরা জটিল তথ্য দ্রুত এবং নির্ভুলভাবে প্রক্রিয়া করতে পারেন। সূক্ষ্ম পার্থক্য লক্ষ্য করেন, যা অন্যরা উপেক্ষা করে যান।
উচ্চ আইকিউ ব্যক্তিরা প্রায়শই অপটিক্যাল ইলিউশনে পারদর্শী হন। কারণ তাঁরা জটিল তথ্য দ্রুত এবং নির্ভুলভাবে প্রক্রিয়া করতে পারেন। সূক্ষ্ম পার্থক্য লক্ষ্য করেন, যা অন্যরা উপেক্ষা করে যান।
advertisement
4/5
তেমনই এক অপটিক্যাল ইলিউশন ধাঁধার জন্য আপনি প্রস্তুত? এই ছবিতে একগুচ্ছ তালা রয়েছে, যেগুলি বন্ধ তালা। আর সেগুলির মধ্যে একটি এমন তালা রয়েছে, যেটি খোলা। ১০ সেকেন্ডের মধ্যে সেই তালাটা খুঁজে বার করুন তো।
তেমনই এক অপটিক্যাল ইলিউশন ধাঁধার জন্য আপনি প্রস্তুত? এই ছবিতে একগুচ্ছ তালা রয়েছে, যেগুলি বন্ধ তালা। আর সেগুলির মধ্যে একটি এমন তালা রয়েছে, যেটি খোলা। ১০ সেকেন্ডের মধ্যে সেই তালাটা খুঁজে বার করুন তো।
advertisement
5/5
উত্তর খুবই সোজা। যেই তালাটির মাথায় লোহার বাঁকানো রডটা খোলা রয়েছে, সেটাই খুঁজে বার করতে বলা হয়েছিল। লাল গোল করে দেওয়া আছে সেই তালাটির উপর।
উত্তর খুবই সোজা। যেই তালাটির মাথায় লোহার বাঁকানো রডটা খোলা রয়েছে, সেটাই খুঁজে বার করতে বলা হয়েছিল। লাল গোল করে দেওয়া আছে সেই তালাটির উপর।
advertisement
advertisement
advertisement