Exam Anxiety : পরীক্ষা নিয়ে উদ্বেগে নাজেহাল? জীবনের গুরুত্বপূর্ণ সময়ে এভাবেই পাশে থাকুন সন্তানের

Last Updated:

পরীক্ষা নিয়ে উদ্বেগ বা পোশাকি ভাষায় ‘এক্সাম অ্যাংজাইটি’-তে (Exam Anxiety ) ভুগতে হয় না, এমন পড়ুয়া বিরল৷ অনেক ক্ষেত্রে এই উদ্বেগ ভয়াবহ হয়ে দেখা দেয়৷ তাতে ফল বিরূপও হয়৷

৩) অ্যাংজাইটি বা উদ্বেগে ভোগার অন্যতম লক্ষণ এটি। প্রথমেই সাবধান হোন। এর চিকিৎসার জন্য চিকিৎসক আপনাকে অ্যান্টি অ্যাংজাইটি ওষুধ দিতে পারে।
৩) অ্যাংজাইটি বা উদ্বেগে ভোগার অন্যতম লক্ষণ এটি। প্রথমেই সাবধান হোন। এর চিকিৎসার জন্য চিকিৎসক আপনাকে অ্যান্টি অ্যাংজাইটি ওষুধ দিতে পারে।
আমাদের দেশে যে পদ্ধতিতে পড়াশোনা হয়, সেখানে পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ৷ পরীক্ষার্থী একা নয়৷ ‘পরীক্ষা’ দেন তার বাবা মা এবং পরিবারের বাকিরাও! প্রতিযোগিতা, প্রত্যাশা এবং তুলনা থেকেই এই পরিস্থিতি তৈরি হয়৷ পরীক্ষা নিয়ে উদ্বেগ বা পোশাকি ভাষায় ‘এক্সাম অ্যাংজাইটি’-তে (Exam Anxiety ) ভুগতে হয় না, এমন পড়ুয়া বিরল৷ অনেক ক্ষেত্রে এই উদ্বেগ ভয়াবহ হয়ে দেখা দেয়৷ তাতে ফল বিরূপও হয়৷
আরও পড়ুন : প্রেমের নামে ‘আরশোলা-ডেটিং’! আপনি এই সম্পর্কের শিকার নন তো?
পরীক্ষা জীবনের পথে এগোনর একটা ধাপ৷ কিন্তু সম্পূর্ণ জীবন নয়৷ এটা প্রথম থেকেই সন্তানকে বোঝান এবং নিজেও বুঝুন৷ তাছাড়া পরীক্ষা নিয়ে উদ্বেগ অনেক সময়েই ভাল পারফর্ম করার পথে বাধা হয়ে দেখা দেয়৷
সন্তানকে বলুন, যে কোনও সমস্যায় মন খুলে কথা বলতে৷ বাবা মা ছাড়াও অন্য যে কোনও আত্মীয়, শিক্ষক বা বন্ধুর সঙ্গে  কথা বলতে পারে সে৷
advertisement
advertisement
আরও পড়ুন : ঝগড়া বন্ধ হচ্ছে না? বিবাদের পর পরিস্থিতি তিক্তই থাকছে? রইল সহজ উপায়
পরীক্ষার আগে সন্তানের খাওয়ার দিকেও নজর রাখুন৷ সুষম পুষ্টিকর আহারের পাশাপাশি প্রচুর জল পান করতে হবে৷ রাত জেগে পড়ার অভ্যাস থাকলেও বেশি কফি একদমই দেবেন না৷ দৈনিক ৭-৮ ঘণ্টা ঘুম কিন্তু অবশ্য প্রয়োজনীয়৷
সন্তানকে রোজ মেডিটেশন করাতে পারলে ভাল৷ কিছু মুহূর্তের জন্য হলেও গভীর ভাবে শ্বাস প্রশ্বাস বর্জন-গ্রহণের অভ্যাস পড়াশোনায় মনঃসংযোগ গভীর করে তুলবে৷
advertisement
আরও পড়ুন : চার পা-ই কেটে দিয়েছিল কেউ, কৃত্রিম অঙ্গ পেয়ে নতুন জীবনে ছোট্ট মনিকা
পরীক্ষা এসে গিয়েছে বলেই সন্তানের সব শখ আহ্লাদ বন্ধ করে দেবেন না৷ গল্পের বই পড়া, বাইরে খেলতে যাওয়ার মতো অভ্যাস পুরোপুরি বাদ দিয়ে দিতে বলবেন না৷ পড়ার ফাঁকে এই ধরনের অবসর বরং মনঃসংযোগ বাড়াতে তৈরি করে৷ বাড়িতে পোষ্য থাকলে সেটির সঙ্গেও সন্তান খেলতে পারে পড়ার মাঝে অবসরে৷ কারণ পরীক্ষার আগে শরীরের পাশাপাশি মনের সুস্থতাও খুবই দরকার৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Exam Anxiety : পরীক্ষা নিয়ে উদ্বেগে নাজেহাল? জীবনের গুরুত্বপূর্ণ সময়ে এভাবেই পাশে থাকুন সন্তানের
Next Article
advertisement
Indian Manager Beheaded in Texas: কাটা মাথায় লাথি মেরে ডাস্টবিনে ফেলল খুনি! আমেরিকায় স্ত্রী-ছেলের সামনে নৃশংস পরিণতি ভারতীয়ের
লাথি মারতে মারতে ডাস্টবিনে কাটা মাথা! আমেরিকায় স্ত্রী-ছেলের সামনে ভারতীয়ের নৃশংস পরিণতি
  • আমেরিকার টেক্সাসে স্ত্রী-ছেলের সামনে মাথা কেটে হত্যা করা হল এক ভারতীয়কে৷ শুধু তাই নয়, কর্ণাটকের বাসিন্দা ৫০ বছর বয়সি ওই ব্যক্তির কাটা মাথায় লাথিও মারতে দেখা যায় খুনিকে৷ মৃত ওই ব্যক্তির নাম চন্দ্র নাগামাল্লাইয়া৷

VIEW MORE
advertisement
advertisement