Eggless Cake Recipe: হেঁশেলে থাকা জিনিস দিয়েই বড়দিনে সহজে বানিয়ে ফেলুন ডিম ছাড়া কেক! লাগবে না ওভেনও

Last Updated:

Eggless Cake Recipe: বাড়িতে সহজেই ডিম ছাড়া কেক বানিয়ে নিতে পারবেন। জেনে নিন রেসিপি।

+
ডিম

ডিম ছাড়া কেক

জলপাইগুড়ি: আপনি কি বাড়িতে নিরামিষ খান? চিন্তিত কী ভাবে বড়দিন উদযাপন করবেন? সেই দিন কেক খেতে কমবেশি সকলেই বেশ পছন্দ করেন। রসনাতৃপ্ত করতে চারদিকে ছড়িয়ে আছে নানা রকমের কেকের সম্ভার। চকোলেট, ভ্যানিলা, বাটারস্কচ, স্ট্রবেরি , ম্যাঙ্গো কিংবা পাইনঅ্যাপেল, কী নেই তালিকায়! কিন্তু কেক বানাতে প্রয়োজনীয় উপাদান গুলির মধ্যে ডিম অন্যতম। তবে নিরামিষাসীদের জন্য রয়েছে সুখবর। বড়দিনের প্রাক্কালে জলপাইগুড়ির বাজারে যেমন মিলছে এগলেস কেক। তেমনই বাড়িতেও কিন্তু সহজেই এগলেস কেক বানাতে পারবেন। রইল রেসিপি।
প্রথমে দেখে নেওয়া যাক উপকরণগুলি। এই কেকে যে সমস্ত উপকরণ দরকার, তা হল ময়দা, চিনি, বেকিং সোডা, কোকো পাউডার ( ইচ্ছা হলে ব্যবহার করতে পারেন), স্বাদ মতো নুন, তেল, গরম জল, ঠাণ্ডা দুধ, ভ্যানিলা ক্রিম(ইচ্ছা হলে ব্যবহার করতে পারেন), টক দই, ড্রাই ফ্রুটস। একটি পাত্রে ময়দা, চিনি, কোকো পাউডার, বেকিং সোডা, চিনি, নুন, দই মিশিয়ে নিন। মিশ্রণ যেন খুব ভাল হয়, সেসদিকে খেয়াল রাখতে হবে। আলাদা পাত্রে অর্ধেক কাপ তেল আর অর্ধেক কাপ গরম জল ভাল করে মিশিয়ে নিয়ে দুধ এবং ভ্যানিলা ক্রিম তেল-জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। সব কিছু ভাল ভাবে মিশে গেলে কেক বানানোর পাত্রে হালকা ঘি কিংবা মাখন ব্রাশ করে গোটা মিশ্রণটি ঢেলে রান্নার ওভেনেই বেক করে নিন ২০ মিনিট।
advertisement
advertisement
কড়াইয়ে জল গরম করে তার ওপর একটি স্ট্যান্ড বসিয়ে কেকের পাত্র রেখে ঢেকে দিলেই সুন্দর ভাবে বেক হবে। দরকার পড়বে না মাইক্রোওভেনেও। মাঝে মাঝে দেখতে হবে বেকিং কতটা হয়েছে। গার্নিশিংয়ে চকোলেট গুঁড়ো, চকোলেট সিরাপ কিংবা ড্রাইফ্রুটস দিয়েই নানা রকম স্বাদের নানা রকম ফ্লেভারের ডিম ছাড়া কেক বানাতেই পারেন সহজেই।
advertisement
সুস্বাস্থ্য ধরে রাখতে এখন অনেকেই  সুগার ফ্রি, এগলেস কেকের দিকেই ঝোঁকেন। তাঁদের জন্য রইল হোমমেড এই নিরামিষ কেকের রেসিপি। ড্রাই ফ্রুটস দেওয়া সুস্বাদু নিরামিষ কেক হার মানাবে ডিম দেওয়া কেককে।
সুরজিৎ দে
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Eggless Cake Recipe: হেঁশেলে থাকা জিনিস দিয়েই বড়দিনে সহজে বানিয়ে ফেলুন ডিম ছাড়া কেক! লাগবে না ওভেনও
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement