ঘাড়ের ট্যান ও কালো দাগ থেকে মুক্তি পেতে পারেন সহজেই , জেনে নিন কিছু সহজ টিপস

Last Updated:

Effective home remedies to remove tan from neck : যেকোনও মানুষই  মুখের ত্বকের ব্যাপারে সচেতন থাকেন  কিন্তু ঘাড়ের ত্বকের যত্ন নিতে ভুলে যান ৷

#কলকাতা : আবহাওয়ার পরিবর্তন এবং দীর্ঘক্ষণ ঘরের বাইরে থাকার কারণে ত্বকে অত্যধিক  ট্যান পড়ে যায়। ট্যানের ফলে ত্বকের রঙ অনেকটাই কালো হয়ে যায় ৷ কিন্তু কিছু ঘরোয়া উপায় মানলেই ত্বকের ট্যান সহজে দূর করা যেতে পারে ৷
সাধারণভাবে, দেহের মধ্যে  সবচেয়ে বেশি  ট্যান পড়ে ঘাড়ে  কারণ  আমাদের সবচেয়ে বেশি ঘাম হয় শরীরের এই অংশে ৷  যেকোনও মানুষই  মুখের ত্বকের ব্যাপারে সচেতন থাকেন  কিন্তু ঘাড়ের ত্বকের যত্ন নিতে ভুলে যান অনেকেই ৷  যার ফলে ঘাড়ে অত্যধিক মাত্রায় ট্যান পড়ে যায় ৷
advertisement
advertisement
আলু - বিশেষজ্ঞদের মতে, আলু ত্বকের জন্য খুবই উপকারী উপাদান। ত্বকের পিগমেন্টেশন দূর করতে বা ঘাড়ের ট্যানিং দূর করতে, আপনাকে অর্ধেকটি আলু থেঁতো করে তা থেকে রস বের করে তুলোর সাহায্যে ঘাড়ে মাখতে হবে ৷ আলুর কাটা টুকরো ঘাড়ে ঘষতেও পারেন। এতে ঘাড়ের মৃতকোষ বের হয়ে যায় ৷
advertisement
রক সল্ট - ট্যানিং হোক বা অন্য কোনও কারণ, ঘাড়ের কালো ছোপ দূর করতে রক সল্ট দিয়ে এক্সফোলিয়েট করা যেতে পারে। প্রথমে রক সল্ট নিন এবং স্নানের আগে আপনার ঘাড় ভালো করে এক্সফোলিয়েট করুন। চেষ্টা করুন এই পদ্ধতিটি নিয়মিত করার।
advertisement
লেবু ও মধু - লেবু এবং মধু উভয়ই ত্বকের যত্নে বিভিন্নভাবে ব্যবহার করা হয় ৷  ট্যানিং দূর করতে আপনাকে ২ চামচ বেসন,  ১ চামচ মধু,  সামান্য লেবুর রসের সাথে মিশিয়ে একটি পেস্ট তৈরি করতে হবে। এই পেস্টটি ঘাড়ে লাগিয়ে ৩০ মিনিট  পর সুতির কাপড়ের সাহায্যে স্ক্রাব করে মুছে ফেলুন। আপনি এই প্রাকৃতিক পেস্টটি মুখে এবং হাতেও ব্যবহার করতে পারেন।
advertisement
চন্দন-  চন্দন ত্বকের কালো দাগ দূর করে ও করে ত্বক উজ্জ্বল করে ৷  ঘাড়ের ট্যানিং দূর করতে চন্দনের গুঁড়োতে কাঁচা দুধ মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করে ব্রাশের সাহায্যে ঘাড়ে লাগান। এই পেস্টটি ৩০ মিনিটের জন্য ঘাড়ে রেখে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।
(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
ঘাড়ের ট্যান ও কালো দাগ থেকে মুক্তি পেতে পারেন সহজেই , জেনে নিন কিছু সহজ টিপস
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement