EIBMCT Meet 2024: বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টের চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচন, পথ দেখাচ্ছে কলকাতার ইআইবিএমসিটি সম্মেলন

Last Updated:

দু’দিনের সম্মেলনে যোগ দিয়েছেন ২৫০-এর বেশি মেডিক্যাল বিশেষজ্ঞ, হেমাটোলজিস্ট, হেমাটো অনকোলজিস্ট, মেডিক্যাল অনকোলজিস্ট, রেডিয়েশন অনকোলজিস্ট, বিএমটি চিকিৎসক, নার্সিং স্টাফ, ট্রান্সফিউশন মেডিসিন বিশেষজ্ঞ, বিএমটি-এর সঙ্গে যুক্ত বিজ্ঞানী ও অন্যান্য সহায়ক কর্মীদের পাশাপাশি সরকারি কর্মকর্তা এবং এনজিও-এর আধিকারিকরা।

বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টের চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচন (Representational Image)
বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টের চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচন (Representational Image)
কলকাতা: গত বছরের মতো এবারও কলকাতায় আয়োজিত হল দু’দিন ব্যাপী ‘ইস্টার্ন ইন্ডিয়া ব্লাড, ম্যারো অ্যান্ড সেলুলার থেরাপি মিট ২০২৪’। আয়োজনে ইএইচজি (ইস্টার্ন হেমাটোলজি গ্রুপ)। এটাই পূর্ব ও উত্তর পূর্ব ভারতের বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট বা অস্থি মজ্জা প্রতিস্থাপন নিয়ে সর্ববৃহৎ আলোচনা কর্মসূচি।
ইএইচজি পূর্ব এবং উত্তর-পূর্ব ভারতের হেমাটোলজিস্ট এবং হেমাটো অনকোলজিস্টদের নিয়ে গঠিত সংগঠন। এটা সম্মেলনের দ্বিতীয় সংস্করণ। এবারের থিম হল, “পূর্ব ভারতের বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টের একত্রীকরণ’’ (Consolidating BMT activities in Eastern India)। চিকিৎসকদের মতে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টের জন্য পশ্চিমবঙ্গ-সহ পূর্ব ভারতে এখন যথেষ্ট উন্নত পরিকাঠামো রয়েছে ৷ তাই এর জন্য অনেক বেশি টাকা খরচ করে দক্ষিণ ভারতের হাসপাতালগুলিতে বা দেশের অন্য কোথাও যাওয়ার প্রয়োজন নেই ৷ রোগীদের সুবিধার্থে এই চিকিৎসা ব্যবস্থা যাতে এ রাজ্যে আরও উন্নত করা যায়, সেই প্রচেষ্টাই চলছে ৷
advertisement
advertisement
দু’দিনের সম্মেলনে যোগ দিয়েছেন ২৫০-এর বেশি মেডিক্যাল বিশেষজ্ঞ, হেমাটোলজিস্ট, হেমাটো অনকোলজিস্ট, মেডিক্যাল অনকোলজিস্ট, রেডিয়েশন অনকোলজিস্ট, বিএমটি চিকিৎসক, নার্সিং স্টাফ, ট্রান্সফিউশন মেডিসিন বিশেষজ্ঞ, বিএমটি-এর সঙ্গে যুক্ত বিজ্ঞানী ও অন্যান্য সহায়ক কর্মীদের পাশাপাশি সরকারি কর্মকর্তা এবং এনজিও-এর আধিকারিকরা। নিজেদের অভিজ্ঞতা এবং দক্ষতা ভাগ করে নেন তাঁরা। পাশপাশি পূর্ব এবং উত্তর-পূর্ব ভারতে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনাও আলোচনায় উঠে আসতে চলেছে।
advertisement
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের প্রধান সচিব নারায়ণ স্বরূপ নিগম, পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের প্রাক্তন সচিব ডা. কৌস্তভ নায়েক, পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের স্বাস্থ্য পরিষেবা পরিচালক ডা. সিদ্ধার্থ নিয়োগী, এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালের হেমাটোলজি বিভাগের অধ্যাপক এবং ইআইবিএমসিটি-এর অর্গানাইজিং সচিব অধ্যাপক ডা. রাজীব দে, এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা. পীতবরণ চক্রবর্তী, এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালের হেমাটোলজি বিভাগের প্রধান ডা. তুফান কান্তি দলুই, ইস্টার্ন হেমাটোলজি গ্রুপ এবং ইন্ডিয়ান সোসাইটি অফ হেমাটোলজি অ্যান্ড ব্লাড ট্রান্সফিউশনের প্রেসিডেন্ট ডা. শর্মিলা চন্দ্র, ইস্টার্ন হেমাটোলজি গ্রুপ (ইএইচজি) এবং ইন্ডিয়ান কলেজ অফ হেমাটোলজির সেক্রেটারি ডা. রবীন্দ্র কুমার জেনা এবং ACTREC, TMH মুম্বইয়ের ডেপুটি ডিরেক্টর ডা. নবীন খাট্টি।
advertisement
এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালের হেমাটোলজি বিভাগের অধ্যাপক এবং ইআইবিএমসিটি-এর অর্গানাইজিং সচিব অধ্যাপক ডা. রাজীব দে (Prof. (Dr.) Rajib De, Professor, Department of Haematology, NRS Medical College & Organising Secretary, EIBMCT Meet 2024) বলেন, “পূর্ব এবং উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন এলাকা থেকে অংশ গ্রহণকারী সমস্ত সদস্যদের ধন্যবাদ জানাই। গত বছর পূর্ব ভারতে অভূতপূর্ব সাফল্য পাওয়ার পর আমরা এই বছর সম্মেলনকে পরবর্তী পর্যায়ে নিয়ে গিয়েছি। ২ দিনের সম্মেলন এবং ওয়ার্কশপে বেশ কয়েকটি নতুন কার্যক্রম অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে বিএমটি, ট্রান্সপ্লান্ট সংক্রান্ত জটিলতা, সিএআর-টি সেল থেরাপি, তহবিল সংগ্রহ, স্টেম সেল এই অঞ্চলে বিএমটি-দের জন্য রেজিস্ট্রি এবং ডেডিকেটেড সেশন। ভবিষ্যৎ পরিকল্পনা ছাড়াও বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টকে আরও সহজ করতে সরকারি আধিকারিকদের সঙ্গে আমরা বৈঠক করেছি।’’
advertisement
সঙ্গে তিনি যোগ করেন, “আমরা জানি, লিউকোমিয়া, ব্লাড ক্যানসার, থ্যালাসেমিয়ার মতো প্রাণঘাতী হেমাটোলজি ডিজঅর্ডারও অ্যাপ্ল্যাস্টিক অ্যানিমিয়ার মতো অন্যান্য জিন বাহিত রক্তের রোগের নিরাময়যোগ্য চিকিৎসা হল বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট। পূর্ব ভারতের কয়েকটি কেন্দ্রেই এই চিকিৎসা হয়। আইবিএমসিটি-এর বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টের উপর সম্মেলন বিপ্লব নিয়ে আসবে বলেই আমার বিশ্বাস। আশা করি এই সম্মেলন বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টের নতুন দিগন্ত উন্মোচিত করবে। ভারতের এবং এই অঞ্চলের রোগীরা আরও ভাল চিকিৎসা পাবেন।’’
advertisement
সম্মেলনে পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, অসম এবং ছত্তিশগড়ের ১৩টি বিএমটি সেন্টার অংশ নিয়েছিল। তারা হল – ১) এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, কলকাতা; ২) IHTM-মেডিক্যাল কলেজ, কলকাতা; ২) টাটা মেডিক্যাল সেন্টার, কলকাতা; ৪) অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতাল, কলকাতা; ৫) নারায়ণ সুপারস্পেশালিটি হাসপাতাল, হাওড়া; ৬) সরোজ গুপ্ত ক্যানসার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, কলকাতা; ৭) HCG EKO ক্যানসার সেন্টার, কলকাতা; ৮) SCB মেডিক্যাল কলেজ, কটক; ৯) IMS এবং SUM হাসপাতাল, ভুবনেশ্বর; ১০) পারস এইচএমআরআই হাসপাতাল, পটনা; ১১) গৌহাটি মেডিকেল কলেজ ও হাসপাতাল, গুয়াহাটি; ১২) ভুবনেশ্বর বড়ুয়া ক্যানসার ইনস্টিটিউট, গুয়াহাটি ১৩) বাল্কো মেডিকেল সেন্টার, রায়পুর।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
EIBMCT Meet 2024: বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টের চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচন, পথ দেখাচ্ছে কলকাতার ইআইবিএমসিটি সম্মেলন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement