ইয়ারবাডস দিয়ে কান পরিষ্কার করছেন? বিপদ ডেকে আনছেন না তো! এই সব উপায়ে দূর করুন কানের ময়লা
- Published by:Siddhartha Sarkar
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Earwax Removal Tricks: অনেকেই ভাবেন কান পরিষ্কার করার জন্য কটন বাডস অত্যন্ত নিরাপদ। এটা একেবারেই ভুল ধারণা। কারণ তুলো কানের ভিতরের অংশের জন্য কখনও কখনও বিপজ্জনক হয়ে উঠতে পারে।
কলকাতা: দেহের প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গের যত্ন নেওয়া উচিত। একথা আমরা সকলেই জানি। আর তাই কানেরও যথাযথ যত্ন নেওয়া আবশ্যক। আসলে কানে হামেশাই চুলকানি হয়। আর ময়লা জমার কারণেও তা হতে পারে। চুলকানির সমস্যা দূর করার জন্য অনেকেই কান খুঁচিয়ে থাকেন। এটা কিন্তু একেবারেই নিরাপদ নয়। আবার এদিকে কানের ময়লা পরিষ্কার করাটাও অত্যন্ত জরুরি। তাহলে কী করণীয়, আজ এই প্রসঙ্গেই বিস্তারিত তথ্য আলোচনা করব আমরা।
কানে ময়লা জমতে শুরু করলে স্বাভাবিক ভাবেই শ্রবণ ক্ষমতা হ্রাস পেতে থাকে। তাই কানের ময়লা পরিষ্কার করা আবশ্যক। কিন্তু ময়লা পরিষ্কার করার সময় তীক্ষ্ণ কিছু ব্যবহার করলে কানের পর্দা এবং ভিতরের অংশ ক্ষতিগ্রস্ত হতে পারে। আবার অনেকেই ভাবেন কান পরিষ্কার করার জন্য কটন বাডস অত্যন্ত নিরাপদ। এটা একেবারেই ভুল ধারণা। কারণ তুলো কানের ভিতরের অংশের জন্য কখনও কখনও বিপজ্জনক হয়ে উঠতে পারে। তাহলে উপায়? সাবধানে নিরাপদে কানের ময়লা পরিষ্কার করার অনেক উপায় রয়েছে। সেগুলি বলব, তবে তার আগে জেনে নেওয়া যাক, কানে ময়লা জমলে তা বোঝার উপায়।
advertisement
advertisement
কানে ময়লা হলে যেসব লক্ষণ প্রকাশ পায়, সেগুলি নিম্নোক্ত:
কানে অতিরিক্ত ময়লা জমলে শ্রবণ ক্ষমতা কমতে শুরু করে।
কানে সাঁই সাঁই শব্দ হতে থাকে।
কানে বারবার চুলকানি হতে পারে।
advertisement
কানে জ্বালা কিংবা প্রদাহ হতে পারে।
কানের ময়লা পরিষ্কার করার উপায়
বেকিং সোডা: এর জন্য বেকিং সোডা ব্যবহার করা যেতে পারে। আধ কাপ হালকা গরম জলে আধ চা-চামচ বেকিং সোডা মিশিয়ে একটি ড্রপার বোতলে ভরে নিতে হবে। এর পর এক বারে ৫ থেকে ১০ ফোঁটা কানে দিতে হবে এবং ঘণ্টাখানেক পরে পরিষ্কার জল দিয়ে কানটা ধুয়ে ফেলতে হবে।
advertisement
ইয়ারওয়্যাক্স ড্রপ: কানের ময়লা দূর করার জন্য এটি প্রথমে নরম করা প্রয়োজন। এর জন্য ইয়ারওয়্যাক্স ড্রপ ব্যবহার করতে হবে। বাজারে অনেক ইয়ারওয়্যাক্স ড্রপ পাওয়া যাবে। এটি কমপক্ষে ৫-৭ দিন ব্যবহার করতে হবে। এতে কানে জমে থাকা ময়লা দূর হবে।
চিকিৎসকের কাছে যাওয়া: এই পদ্ধতি অবলম্বন করার পরেও যদি কানের ময়লা দূর না হয়, তাহলে ডাক্তার দেখাতে হবে। তাঁরা অনেক সহজ উপায়ে কান পরিষ্কার করে দিতে পারবেন।
advertisement
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
May 27, 2023 9:43 AM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
ইয়ারবাডস দিয়ে কান পরিষ্কার করছেন? বিপদ ডেকে আনছেন না তো! এই সব উপায়ে দূর করুন কানের ময়লা