North Bengal: বাইকে পাহাড় ঘোরেন? কার্শিয়ংয়ের এই জায়গা বাইকারদের নতুন ঠিকানা! পুজোয় ঘুরে আসুন
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:Sujoy Ghosh
Last Updated:
North Bengal: দার্জিলিং যাওয়ার পথে বাইকারদের রাত্রিযাপনের নতুন ঠিকানা কার্শিয়াংয়ের সেন্ট মেরিস হিলে অবস্থিত বাইকার্স এজ, এখানে বসে প্রকৃতির সঙ্গে মনের মেলবন্ধনে সমস্ত ক্লান্তি নিমিষেই দূর হবে।
দার্জিলিং: বর্তমান যুগে গাড়ির থেকে নিজের বাইকেই পাহাড় ভ্রমন করতে বেশি পছন্দ করে বহু পর্যটক। সেই অর্থেই বাইক নিয়ে পাহাড়ে পাড়ি দিচ্ছে যুবসমাজ, কোন বদ্ধ গাড়ীতে নয় মুক্ত আকাশের নিচে খোলা ছাদে নিজের বাইকেই পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে দূর-দুরান্ত থেকে ছুটে আসছে বহু বাইকার।
সারা বছরই উত্তরবঙ্গের পাহাড়ে বাইকারদের ভিড় লক্ষ্য করা যায়। সেই অর্থেই আপনিও যদি এই দুর্গাপূজোয় বাইক নিয়ে দার্জিলিং যাওয়ার প্ল্যান করে থাকেন তাহলে এই জায়গাটি হতে চলেছে আপনার জন্য সেরা ঠিকানা। বিভিন্ন সময়ে বিভিন্নভাবে পাহাড়কে উপভোগ করতে মরিয়া হয়ে থাকে পর্যটকেরা। সেই অর্থেই পাহাড়ের বুকে নতুন কোন জায়গার খোঁজ পেলে খুশির যেন আর সীমা থাকে না।
advertisement
আরও পড়ুনঃ ১৩১ মিনিট খুবই শুভ সময়! এবছর ভাইফোঁটা কত তারিখ? কোনদিন সরকারি ছুটি? জানুন
উত্তরবঙ্গের পাহাড়ে সারা বছরই ভিড় লক্ষ্য করা যায় বাইকারদের, তাদের কথা মাথায় রেখে দার্জিলিং যাওয়ার রাস্তায় তৈরি হয়েছে বাইকার্স এজ। সারাদিন বাইক চালানোর পর বাইকারদের রাত্রিযাপনের সেরা ঠিকানা হতে চলেছে এই জায়গা। যেখানে বসেই আপনি উপভোগ করতে পারবেন চারিদিকে সবুজে ঘেরা পাহাড় এবং জঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্য ঠিক সেই সময় সকালে ঘুম থেকে উঠেই চা খেতে খেতে হঠাৎই আপনাকে মেঘের ফাঁক দিয়ে উঁকি দেবে কাঞ্চনজঙ্ঘা।
advertisement
advertisement
আরও পড়ুনঃ রোজ জলে ভেজানো সস্তার ১০-১৫ টুকরো! লৌহকঠিন শিরদাঁড়া-হাড়, ১১ জেদি রোগের চিরমুক্তি
এই জায়গায় বাইকারদের পছন্দের বাইক রাখার জন্য তৈরি হয়েছে আলাদা করে পার্কিং জোন পাশাপাশি ক্লান্তি দূর করার জন্য রয়েছে একটি ক্যাফে যেখানে বসে আপনি লোকাল খাবারের স্বাদ উপভোগ করতে করতে প্রকৃতির মাঝে হারিয়ে যাবেন। এ প্রসঙ্গে ম্যানেজার দীপিকা ছেত্রী বলেন, প্রতিনিয়ত প্রচুর বাইকার উত্তরবঙ্গের পাহাড়ে ছুটে আসে, সেই অর্থে বাইকারদের সমস্ত রকম সুবিধার কথা মাথায় রেখেই এখানে সব রকম বন্দোবস্ত করা হয়েছে। এখানে আসলে নিমিষেই সারাদিনের সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে।
advertisement
পাহাড় মানে বাইকারদের কাছে এক আবেগের জায়গা সেই অর্থে পাহাড়ের বুকে এমন অজানা জায়গার খোঁজ পেলে মন যেন আনন্দে আত্মহারা হয়ে ওঠে। এখানে এলেই মনের সঙ্গে প্রকৃতির যেন এক অপরূপ মেলবন্ধন ঘটে যেখানে চারিদিকে প্রকৃতির সবুজ ছোঁয়ায় আপনার মন মুগ্ধ হয়ে উঠবে। পুজোর ছুটিতে আপনিও যদি বাইক নিয়ে দার্জিলিং যাবার প্ল্যান করে থাকেন তাহলে অবশ্যই ঘুরে যান শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার পথে কার্শিয়াং সেন্ট মেরিস হিলে রাস্তার উপরেই অবস্থিত বাইকারদের পছন্দের জায়গা, বাইকার এজ-এ।
advertisement
সুজয় ঘোষ
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 01, 2024 4:13 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
North Bengal: বাইকে পাহাড় ঘোরেন? কার্শিয়ংয়ের এই জায়গা বাইকারদের নতুন ঠিকানা! পুজোয় ঘুরে আসুন