Durga Puja Offbeat Travel Destination: চোখ খুললেই কাঞ্চনজঙ্ঘার বুকে সূর্যোদয়! পুজোর ছুটিতে ডে আউটের সেরা ঠিকানা, নামমাত্র খরচে ঘুরে আসুন

Last Updated:

Durga Puja Offbeat Travel Destination: ভিড়ে ঠাসা পাহাড়ে একটু ফাঁকায় ফাঁকায় যাঁরা থাকতে চান তাঁদের জন্য অপেক্ষা করছে উত্তরবঙ্গের একেবারে অচেনা লোকেশন গুফাপাতাল।হোমস্টে থেকে কাঞ্চনজঙ্ঘার ক্লিয়ার ভিউ পাওয়া যায়।

+
গুফাপাতাল 

গুফাপাতাল 

দার্জিলিং : পুজোর ছুটিতে পাহাড়ে যেতে চাইছেন যাঁরা। তাঁরা চলে আসুন পাহাড়ের একেবারে অচেনা একটি জায়গা গুফাপাতালে। উত্তরবঙ্গের অধিকাংশ পর্যটন কেন্দ্রই এখন পর্যটকে ঠাসা। এই ভিড়ে ঠাসা পাহাড়ে একটু ফাঁকায় ফাঁকায় যাঁরা থাকতে চান তাঁদের জন্য অপেক্ষা করছে উত্তরবঙ্গের একেবারে অচেনা লোকেশন গুফাপাতাল। ভারত নেপাল সীমান্তের একটি জায়গা এটি। এখানে খুব বেশি থাকার জায়গা নেই। গুটি কয়েকটা হোমস্টে রয়েছে। নির্জনে ভালবাসার মানুষকে সঙ্গে নিয়ে রাত কাটানোর দারুণ জায়গা এটি।
দার্জিলিংয় থেকে এর দূরত্ব খুব বেশি নয়। সে কারণে পর্যটকদের ভিড় তেমন হয় না। তবে গুফাপাতালে ডোমস থাকার মতো হোমস্টেও রয়েছে।হোমস্টে থেকে কাঞ্চনজঙ্ঘার ক্লিয়ার ভিউ পাওয়া যায়। তবে অবশ্যই তার জন্য আকাশ পরিষ্কার থাকতে হবে। আকাশ পরিস্কার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার সূর্যোদয় থেকে সূর্যাস্ত সবটাই উপভোগ করতে পারবেন। ছোট্ট একটা পাহাড়ি গ্রাম। সেখানে অনায়াসে সারাদিন ঘুরে বেড়ানো যায়। সবচেয়ে বড় কথা পর্যটকদের ভিড় নেই। একেবারে নিরিবিলিতে কটাদিন কাটিয়ে যেতে পারবেন।
advertisement
advertisement
এখানে আসতে হলে শিলিগুড়ি থেকে ঘুম হয়ে আসতে হবে কিংবা মিরিক হয়েও আসা যায় । রাই বলেন, গুফাপাতাল নামের একটা ইতিহাসও রয়েছে। জানা গিয়েছে এখানে বৌদ্ধ সন্ন্যাসীরা একটা সময়ে উপাসনা অর্থাৎ ধ্যান করতে আসতেন। নিরিবিলি জায়গা কোলাহল ছিল না। সেই থেকে এই জায়গাটির নাম হয় গুফাপাতাল।
advertisement
এখন উপাসনা করতে কেউ আসেননা ঠিকই তবে পর্যটকদের বেড়ানোর জায়গা তৈরি হয়েছে।স্থানীয় সরিতা রাই জানান, ‘ অত্যন্ত সুন্দর ঘুরতে আসা জায়গায় এটি। ভারত নিপা একেবারে সীমান্তের এই গ্রামে এলে মন ভাল হবে নিশ্চিত।’
advertisement
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Durga Puja Offbeat Travel Destination: চোখ খুললেই কাঞ্চনজঙ্ঘার বুকে সূর্যোদয়! পুজোর ছুটিতে ডে আউটের সেরা ঠিকানা, নামমাত্র খরচে ঘুরে আসুন
Next Article
advertisement
'কোভিড যদি আবার ফেরত না আসে...' চিংড়িহাটা মেট্রো মামলায় মন্তব্য আদালতের, খোলা মনে আলোচনায় বসার পরামর্শ রাজ্যকে
'কোভিড যদি আবার ফেরত না আসে...' চিংড়িহাটা মেট্রো মামলায় মন্তব্য আদালতের
  • কোভিড যদি আবার ফেরত না আসে তাহলে রাস্তায় গাড়ির চাপ কোনওদিনই কমবে না। চিংড়িহাটা মেট্রো প্রকল্প সংক্রান্ত মামলায় এমনটাই মন্তব্য ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের। একইসঙ্গে রাজ্যকে খোলা মনে আলোচনায় বসার পরামর্শ দিয়েছে আদালত

VIEW MORE
advertisement
advertisement